ঢাকায় বুধবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী রিকশা চিত্র প্রদর্শনী
আপনার ফ্ল্যাশ প্লেয়ারের ভার্সনটি সঠিক নয়

ঢাকায় বুধবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী রিকশা চিত্র প্রদর্শনী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়নুল গ্যালারিতে এই ব্যতিক্রমী প্রদর্শনীতে অপ্রাতিষ্ঠানিক শিল্পীদের আঁকা প্রায় ১৫০ টি চিত্রকর্ম স্থান পেয়েছে।
একসময়ের অবহেলিত ও অস্বীকৃত এই চিত্রকলার সমাদর এখন দেশে-বিদেশে বাড়ছে বলে উদ্যোক্তারা বলছেন।
তারা বলছেন রিকশা আর্ট এখন শুধু রিকশার শোভাবর্ধনের মধ্যে সীমিত নেই, ফ্যাশন ডিজাইনার ও চিত্রকলার বিভিন্ন শাখায় এর ব্যবহার ছড়িয়ে পড়ছে।
প্রদর্শনী ঘুরে এই বিবর্তনের খোঁজ নিয়েছেন বিবিসি বাংলার সংবাদদাতা সাইয়েদা আকতার:
BBC © 2014বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়
কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻