ছবির ক্যাপশান, ঘুড়ি ওড়ানোর মরশুম না হলেও পশ্চিমবঙ্গে ভোটের আকাশে নানা দলের প্রতীক নিয়ে ঘুড়ির ছড়াছড়ি এখন। ব্যস্ত সময় কাটছে কারিগরদের বিভিন্ন দলের প্রচারণায় ব্যাপকভাবে ব্যবহৃত এই নির্বাচনী ঘুড়ি তৈরির কাজে।
ছবির ক্যাপশান, নির্বাচনের সময় দলের পতাকা বিক্রি রমরমা একটা ব্যবসা। কলকাতার বড়বাজারে দোকানে দোকানে পতাকার পাশাপাশি বিক্রি হচ্ছে নির্বাচনী প্রতীকওয়ালা ছাতা, চাবির রিং, স্কার্ফ, শাড়ী, মোবাইল কভার এমনকী ঝাঁটাও।
ছবির ক্যাপশান, রাজনৈতিক সহাবস্থান- বাস্তবে যা মেলা ভার! বড়বাজারের দোকানে দোকানে ঝুলছে বিভিন্ন দলের প্রার্থীদের ছবিওয়ালা টি-শার্ট।
ছবির ক্যাপশান, নির্বাচনী উৎসবে মিষ্টিমুখ করানোও বাদ পড়ছে না। নানা রাজনৈতিক দলের প্রতীক দিয়ে সন্দেশ বানানোও সৃজনশীল প্রচারণার একটা অংশ হয়ে উঠেছে।
ছবির ক্যাপশান, চুল কাটার স্যালোনেও অভিনবত্বের ছোঁয়া। কলকাতার শহরতলী হাওড়ায় রবিন দাসের সৃষ্টিকর্ম- মাই ভোট- মাই চয়েস্। সাধারণত বিশ্বকাপের সময় বিশেষ ছাঁটে চুল কাটেন রবিন দাস। এবার নতুনত্ব নির্বাচনী ছাঁট।
ছবির ক্যাপশান, ক্ষমতাসীন তৃণমূল এবং বিজেপি বিভিন্ন নির্বাচনী কেন্দ্র থেকে দাঁড় করিয়েছে বেশ কিছু তারকা প্রার্থী। বিজেপির প্রার্থী বলিউড সুরকার ও গায়ক বাপ্পী লাহিড়ী নির্বাচনী প্রচারে।
ছবির ক্যাপশান, রাজনীতিতে নতুন আগমন এবার বিখ্যাত যাদুকর পি সি সরকার জুনিয়ারেরও। এই নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে প্রার্থী হয়েছেন এক গুচ্ছ চিত্র তারকা, নাট্য ও সঙ্গীতশিল্পী, চিত্রকর এমনকী তারকা খেলোয়াড়ও।
ছবির ক্যাপশান, নির্বাচনী প্রচারের চিরাচরিত দৃশ্য দেওয়াল লিখন। কিন্তু নির্বাচন কমিশন সম্প্রতি 'দৃষ্টিদূষণ' রুখতে নিয়মে শক্ত রাশ টেনেছে। রাজনৈতিক দলগুলোকে দেওয়ালের মালিকের কাছ থেকে এখন লিখিত অনুমতি নিতে হচ্ছে।
ছবির ক্যাপশান, গ্রামে গঞ্জে এখনও প্রচার চলছে পুরনো কায়দায়। শ্রীরামপুরে তারকা প্রার্থী বাপ্পী লাহিড়ীর প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী ৫০ বছরের ঝানু রাজনীতিক আব্দুল মান্নান প্রচার চালাচ্ছেন সাবেকী প্রথায়।
ছবির ক্যাপশান, নবীন থেকে প্রবীণ - প্রচারণায় পেছিয়ে নেই কেউ। সিপিআইএমের প্রচারণায় নেমেছেন বৃদ্ধা এক সমর্থক।
ছবির ক্যাপশান, বিজেপি সমর্থকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রচারণার মাধ্যম নরেন্দ্র মোদীর মুখোশ।
[ছবি তুলেছেন বিবিসি বাংলার অমিতাভ ভট্টশালী]