বিশ্বকাপের ভক্তরা: নানা দেশে

১২ই জুন থেকে নানা দেশে ফুটবলপ্রেমীরা মেতে রয়েছেন বিশ্বকাপ ফুটবল নিয়ে। ছোট-বড় পর্দায় তারা ম্যাচগুলো উপভোগ করছেন আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের সাথে।

১২ই জুন থেকেই নানা দেশে ফুটবলপ্রেমীরা খেলা দেখছেন ছোট-বড় পর্দায়। এখানে আলজিয়ার্স শহরে আলজেরিয়ার সমর্থকরা দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নিজ দেশের ম্যাচটি দেখছেন।
ছবির ক্যাপশান, ১২ই জুন থেকেই নানা দেশে ফুটবলপ্রেমীরা খেলা দেখছেন ছোট-বড় পর্দায়। এখানে আলজিয়ার্স শহরে আলজেরিয়ার সমর্থকরা দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নিজ দেশের ম্যাচটি দেখছেন।
আলজেরিয়ার দলকে ভালবেসে ডাকা হয় 'ডেজার্ট ফক্স' বা মরু শৃগাল নামে। রোববার গ্রুপ-এইচের ম্যাচে ৪-২ গোলে দক্ষিণ কোরিয়াকে হারানোর পর আলজেরিয়ানদের উল্লাস।
ছবির ক্যাপশান, আলজেরিয়ার দলকে ভালবেসে ডাকা হয় 'ডেজার্ট ফক্স' বা মরু শৃগাল নামে। রোববার গ্রুপ-এইচের ম্যাচে ৪-২ গোলে দক্ষিণ কোরিয়াকে হারানোর পর আলজেরিয়ানদের উল্লাস।
ওদিকে দক্ষিণ কোরিয়ার পরাজয়ে পর সৌলে দর্শকদের মধ্যে হতাশা।
ছবির ক্যাপশান, ওদিকে দক্ষিণ কোরিয়ার পরাজয়ে পর সৌলে দর্শকদের মধ্যে হতাশা।
বিশ্বকাপ মৌসুমে ঢাকায় এই দৃশ্য নতুন নয়। এখনে পুরনো ঢাকার লালবাগের ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থকরা যৌথভাবে দলের পক্ষে আনন্দ মিছিল করার প্রস্তুতি নিচ্ছেন। (ছবি: ফোকাস বাংলা)
ছবির ক্যাপশান, বিশ্বকাপ মৌসুমে ঢাকায় এই দৃশ্য নতুন নয়। এখনে পুরনো ঢাকার লালবাগের ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থকরা যৌথভাবে দলের পক্ষে আনন্দ মিছিল করার প্রস্তুতি নিচ্ছেন। (ছবি: ফোকাস বাংলা)
আবিজাঁ শহরে প্রতিবেশী ঘানার সাথে জার্মানির ম্যাচ দেখছেন আইভরি কোস্টের সমর্থকরা। ব্ল্যাক স্টার জার্মানির সাথে ২-২ গোলে ড্র করে।
ছবির ক্যাপশান, আবিজাঁ শহরে প্রতিবেশী দেশ ঘানার সাথে জার্মানির ম্যাচটি দেখছেন আইভরি কোস্টের সমর্থকরা। ব্ল্যাক স্টার ঐ ম্যাচে ২-২ গোলে ড্র করে।
জার্মানির হামবুর্গ শহরের ব্ল্যাক স্টার সমর্থকরা।
ছবির ক্যাপশান, জার্মানির হামবুর্গ শহরের ব্ল্যাক স্টার সমর্থকরা।
সোমলিয়ার রাজধানী মোগাদিসুতে বসে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখছেন ফুটবল ভক্তরা। ২০১৪ সালের বিশ্বকাপের প্রথম ম্যাচে স্বাগতিক দেশ ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে পরাজিত করে।
ছবির ক্যাপশান, সোমলিয়ার রাজধানী মোগাদিসুতে বসে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখছেন ফুটবল ভক্তরা। ২০১৪ সালের বিশ্বকাপের প্রথম ম্যাচে স্বাগতিক দেশ ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে পরাজিত করে।
নিউজিল্যান্ডের রাজধানী অকল্যান্ডে ইরানের সমর্থকগোষ্ঠী। ঐ ম্যাচে ইরান নাইজেরিয়ার সাথে গোলশূণ্য ড্র করে। (ছবি: বাহারেহ্‌, বিবিসি ফার্সি বিভাগের দর্শক।)
ছবির ক্যাপশান, নিউজিল্যান্ডের রাজধানী অকল্যান্ডে ইরানের সমর্থকগোষ্ঠী। ঐ ম্যাচে ইরান নাইজেরিয়ার সাথে গোলশূণ্য ড্র করে। (ছবি: বাহারেহ্‌, বিবিসি ফার্সি বিভাগের দর্শক।)
পরবর্তী ম্যাচে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে পরাজয়ের পরও তেহ্‌রানের রাস্তায় উৎসব। ম্যাচের শেষ পর্যায়ে লিওনেল মেসি জয়সূচক গোলটি করেন।
ছবির ক্যাপশান, পরবর্তী ম্যাচে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে পরাজয়ের পরও তেহ্‌রানের রাস্তায় উৎসব। ম্যাচের শেষ পর্যায়ে লিওনেল মেসি জয়সূচক গোলটি করেন।
ইংল্যান্ড দুটি ম্যাচের পরেই আউট হয়ে গেলেও তাদের সমর্থকরা ছড়িয়ে রয়েছেন নানা দেশে। এখানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ক'জন ইংল্যান্ড সমর্থক। (ছবি: জেরোম ভিরাওয়ান, বিবিসি বাহ্‌সা ইন্দোনেশিয়া।)
ছবির ক্যাপশান, ইংল্যান্ড দুটি ম্যাচের পর আউট হয়ে গেলেও তাদের কিন্তু সমর্থকরা ছড়িয়ে রয়েছেন নানা দেশে। এখানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ক'জন ইংল্যান্ড সমর্থক। (ছবি: জেরোম ভিরাওয়ান, বিবিসি বাহ্‌সা ইন্দোনেশিয়া।)
জাকার্তার ক্যাফেগুলিতে শুধু ইংল্রান্ডের ভক্তই নয়, নেদারল্যান্ডের সমর্থকও রয়েছেন প্রচুর। তিনটি ম্যাচের সবগুলিতে নেদারল্যান্ডের বিজয়ে উৎসব করছেন ডাচ সমর্থকরা। (ছবি: জেরোম ভিরাওয়ান, বিবিসি বাহ্‌সা ইন্দোনেশিয়া।)
ছবির ক্যাপশান, জাকার্তার ক্যাফেগুলিতে শুধু ইংল্যান্ডের ভক্তই নয়, নেদারল্যান্ডের সমর্থকও রয়েছেন প্রচুর। তিনটি ম্যাচের সবগুলিতে নেদারল্যান্ডের বিজয়ে উৎসব করছেন ডাচ সমর্থকরা। (ছবি: জেরোম ভিরাওয়ান, বিবিসি বাহ্‌সা ইন্দোনেশিয়া।)
বার্মার রেংগুন শহরের ক্যাফে। বিশ্বকাপ উপলক্ষে চায়ের দোকানগুলো বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করেছে। গ্রুপ-বি'র এই ম্যাচে স্পেন অস্ট্রেলিয়াকে ৩-০ গোলে পরাজিত করে। (ছবি: বিবিসি বার্মিজ)
ছবির ক্যাপশান, বার্মার রেংগুন শহরের ক্যাফে। বিশ্বকাপ উপলক্ষে চায়ের দোকানগুলো বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করেছে। গ্রুপ-বি'র এই ম্যাচে স্পেন অস্ট্রেলিয়াকে ৩-০ গোলে পরাজিত করে। (ছবি: বিবিসি বার্মিজ)