এ সপ্তাহের সাক্ষাৎকার

আইনজীবী সারা হোসেন
ছবির ক্যাপশান, আইনজীবী সারা হোসেন

এ সপ্তাহের সাক্ষাৎকারের অতিথি আইনজীবী সারা হোসেন।

বাংলাদেশের বিভিন্ন মানবাধিকার ইস্যুতে আইনি সহায়তা দেবার জন্যেই বেশি পরিচিত।

ব্লাস্ট ও সিএইচটি কমিশন সহ অনেকগুলো মানবাধিকার সংগঠনের সাথে জড়িত।

তার সাক্ষাৎকার পরিবেশন করছেন শাহনাজ পারভীন।