রানা প্লাজার রেবেকা খাতুন
মোসাম্মৎ রেবেকা খাতুন ২৪শে এপ্রিল ২০১৩ পর্যন্ত ছিলেন একজন সেলাই মেশিন অপারেটার।
রানা প্লাজা ভবন ধসের ঘটনায় দুটো পা হারান তিনি।
তার বাম পা কেটে ফেলতে হয় হাঁটুর ওপর থেকে এবং ডান পা গোড়ালির ওপর থেকে।
দুদিন তিনি ছিলেন ধ্বংসস্তুপের নিচে।
ওই ঘটনায় তার মা সহ পরিবারের আরো ৫ জন সদস্যকে হারিয়েছেন মোসাম্মৎ রেবেকা খাতুন। তবে তাদের কারো মৃতদেহই খুঁজে পাওয়া যায় নি।
রানা প্লাজা দুর্ঘটনায় আহত যারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তাদের মধ্যে হাসপাতাল থেকে সর্বশেষ ছাড়া পান রেবেকা খাতুন। হাসপাতালে তিনি কাটান ১০ মাস।
তাকে হাসপাতাল থেকে কৃত্রিম পা দেওয়া হলেও রেবেকা খাতুন তা ব্যবহার করতে পারেন নি কখনও - কারণ তার কথায় ওই কৃত্রিম পা খুবই ভারী এবং ব্যবহার করতে খুবই যন্ত্রণা বোধ হয়।
এখন তার দেখাশোনার সব দায়িত্ব তার স্বামীর।
সাভারে আড়াপাড়ায় তাদের ছোট্ট টিনের ঘরে তার সঙ্গে কথা বলতে গিয়েছিলেন বিবিসির শাহনাজ পারভীন।