ছবির ক্যাপশান, রিওতে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নিলো জার্মানি। এনিয়ে জার্মানি মোট চারবার শিরোপা জয় করলো।
ছবির ক্যাপশান, জার্মানির জয়ের নায়ক ২২ বছর বয়েসী ফুটবলার মারিও গোয়েৎসে। মারাকানা স্টেডিয়ামে খেলার ১১৩ মিনিটের মাথায় গোল দিয়ে জয় নিশ্চিত করেছেন তিনি।
ছবির ক্যাপশান, মাইওরকাতে বড়ো পর্দায় খেলার দেখার সময় জার্মান ভক্তদের উল্লাস
ছবির ক্যাপশান, শেষ বাঁশি বাজার সাথে সাথে আবেগময় কিছু দৃশ্য- অধিনায়ক ফিলিপ লাম শোয়াইস্টাইগার ও টমাস মূল্যারকে জড়িয়ে ধরছেন।
ছবির ক্যাপশান, রিও ডি জানেইরোর কোপাকাবানা সমুদ্র সৈকতে জার্মান ভক্তদের উল্লাস
ছবির ক্যাপশান, বুয়েনস আয়ার্সে পরাজয়ের কষ্ট আর যন্ত্রণায় ভেঙে পড়েছেন আর্জেন্টিনার সমর্থকরা
ছবির ক্যাপশান, এই প্রথম ঐক্যবদ্ধ জার্মানি বিশ্বকাপের শিরোপা জয় করলো- এর আগে পশ্চিম জার্মানি শিরোপা পেয়েছিলো প্রায় সিকি শতাব্দী আগে, ১৯৯০ সালে আর্জেন্টিনাকে হারিয়ে
ছবির ক্যাপশান, খেলা শেষে আর্জেন্টিনার তারকা খেলোয়াড় ও অধিনায়ক লিওনেল মেসিকে জড়িয়ে ধরেছেন জার্মানির কোচ ইওয়াখিম ল্যোভ।
ছবির ক্যাপশান, স্টেডিয়ামে উপস্থিত ছিলেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল। জয়ের পর নিজের ফুটবলারদের অভিনন্দন জানাচ্ছেন তিনি।
ছবির ক্যাপশান, রিও থেকে ৬,০০০ মাইল দূরে জার্মানির রাজধানী বার্লিনের ব্রান্ডেনবুর্গ গেটের কাছে সমর্থকদের আনন্দ উল্লাস
ছবির ক্যাপশান, আর্জেন্টিনার রাজধানীতে ক্ষুব্ধ সমর্থকদের সামাল দিতে গিয়ে দাঙ্গা পুলিশ অন্তত ৪০ জনকে আটক করেছে।