গণভোটে 'হ্যাঁ' অথবা 'না' এর পক্ষে প্রচার চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোটে ‘হ্যাঁ' এর পক্ষে বা ‘না’ এর পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। এদিকে, শেরপুরে সহিংসতায় ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ওসিকে প্রত্যাহার করা হয়েছে।

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারাদিন যা যা হলো

    • আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রজাতন্ত্রের কাজে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোটে ‘হ্যাঁ' এর পক্ষে বা ‘না’ এর পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। তবে তারা গণভোট বিষয়ে মানুষকে 'অবহিত ও সচেতন' করতে পারবেন।
    • সুনামগঞ্জের ছাতকে টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণের মামলায় বাংলাদেশের পক্ষে রায় দিয়েছে আন্তর্জাতিক আদালত। ২০০৫ সালে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কানাডিয়ান কোম্পানি নাইকো রিসোর্সকে চার কোটি ২০ লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। টাকার অংকে তা ৫০০ কোটি টাকারও বেশি।
    • বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের বৈঠকের পর ভিসামুক্ত ভ্রমণ সুবিধা, বিনিয়োগসহ একগুচ্ছ চুক্তি ও সমঝোতার ঘোষণা আসে। যুক্তরাজ্যের নাগরিকরা এখন ব্যবসা কিংবা পর্যটনের উদ্দেশ্যে ৩০ দিনের কম সময়ের জন্য চীনে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন।
    • শেরপুরে বুধবার বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ওসিকে প্রত্যাহার করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
    • শেরপুরের ঘটনাকে 'অনাকাঙ্ক্ষিত' উল্লেখ করে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, শেরপুরের ঘটনায় নির্বাচনী ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ প্রশ্নবিদ্ধ হয়েছে। জড়িত সবাইকে আইনের আওতায় আনার কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
    • ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সাম্প্রদায়িক সহিংসতার ৫২২টি ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
    • অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও একমাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রিটার্ন দাখিলের শেষ সময় ২৮শে ফেব্রুয়ারি।
    • বিএনপি ক্ষমতায় গেলে দ্রুত পদ্মা ব্যারাজ নির্মাণ, বরেন্দ্র প্রকল্প চালু ও কৃষিঋণ মওকুফ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহীর মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এই প্রতিশ্রুতি দেন।
    • বিগত সরকারের আমলে যে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে তা ফেরত আনার চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
    • চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
    • বাংলাদেশ পুলিশে কর্মরত ৪০ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
    • ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পূর্বঘোষিত ৩১শে জানুয়ারির 'মহিলা সমাবেশ' স্থগিত করেছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। বলা হয়- ‘অনিবার্য কারণবশত মহিলা সমাবেশটি স্থগিত করা হলো।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেশ-বিদেশের আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...

  2. টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণের ঘটনায় আন্তর্জাতিক আদালতের রায় বাংলাদেশের পক্ষে

    গ্যাসক্ষেত্র

    ছবির উৎস, UNK

    দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে সুনামগঞ্জের ছাতকে টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণের মামলায় বাংলাদেশের পক্ষে রায় দিয়েছে আন্তর্জাতিক আদালত।

    ২০০৫ সালে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কানাডিয়ান কোম্পানি নাইকো রিসোর্সকে চার কোটি ২০ লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। টাকার অংকে তা ৫০০ কোটি টাকারও বেশি।

    বিস্ফোরণের ঘটনায় গ্যাসক্ষেত্রে প্রায় আট বিলিয়ন ঘনফুট গ্যাস পুড়ে যাওয়া এবং পরিবেশগত ক্ষতির জন্য এই ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।

    বৃহস্পতিবার পেট্রোবাংলার চেয়ারম্যান প্রকৌশলী রেজানুর রহমান ইকসিডের রায়ের বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন।

    যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউট (ইকসিড) ট্রাইব্যুনাল এই অর্থ বাংলাদেশকে প্রদানের নির্দেশনা দিয়েছে।

    এই অর্থ পরিশোধের বিষয়টি কিভাবে এগোবে সেটা আইনজীবীদের সাথে পরামর্শের ভিত্তিতে এবং রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর যাবতীয় পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন রেজানুর রহমান।

    সুনামগঞ্জের ছাতকের টেংরাটিলা গ্যাসক্ষেত্রে কানাডার কোম্পানি নাইকো অনুসন্ধান কূপ খনন কালে ২০০৫ সালের ৭ই জানুয়ারি ও ২৪শে জুন দুই দফা মারাত্মক বিস্ফোরণ ঘটে।

    বিপুল পরিমাণ গ্যাসের মজুত পুড়ে যায়। পাশাপাশি বিস্তীর্ণ এলাকায় সম্পদ ও পরিবেশের ক্ষতি হয়। পরে এ ঘটনায় ক্ষতিপূরণ দাবি করে পেট্রোবাংলা।

    বিষয়টি বাংলাদেশে আদালত ধরে ইকসিডে গড়ালে ২০২০ সালে নাইকোকে দায়ী করা হয়।

  3. ভিসামুক্ত ভ্রমণ ও বিনিয়োগসহ চীনের সঙ্গে যুক্তরাজ্যের একগুচ্ছ চুক্তি

    ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ও বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

    ছবির উৎস, Getty Images

    চীন তার দেশে যুক্তরাজ্যের নাগরিকদের সর্বোচ্চ ৩০ দিনের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের অনুমতি দিতে সম্মত হয়েছে বলে জানিয়েছে ডাউনিং স্ট্রিট। অর্থাৎ, যুক্তরাজ্যের নাগরিকরা এখন ব্যবসা কিংবা পর্যটনের উদ্দেশ্যে ৩০ দিনের কম সময়ের জন্য চীনে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন।

    বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের বৈঠকের পর ভিসামুক্ত ভ্রমণ সুবিধা, বিনিয়োগসহ একগুচ্ছ চুক্তি ও সমঝোতার ঘোষণা আসে।

    তবে এই ভিসামুক্ত ভ্রমণ সুবিধা ঠিক কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি। ব্রিটিশ সরকার বলছে, এটি যত দ্রুত সম্ভব বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে।

    টানা এক ঘণ্টা ২০ মিনিটের ওই বৈঠককে “ফলপ্রসূ” বলে মন্তব্য করেন স্টারমার। মূলত অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করতে বেইজিংয়ের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার চেষ্টা করছে ব্রিটিশ সরকার।

    এর মাধ্যমে স্যার কিয়ার স্টারমার আট বছর পর চীন সফর করা প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী হলেন।

    তবে সমালোচকদের মতে, জাতীয় নিরাপত্তার ঝুঁকি এবং চীনের মানবাধিকার পরিস্থিতির কারণে যুক্তরাজ্যের উচিত চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আরও সতর্ক থাকা।

    উল্লেখযোগ্য ঘোষণার মধ্যে রয়েছে, ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা ২০৩০ সাল পর্যন্ত চীনে প্রায় ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এই বিনিয়োগের আওতায় দেশটিতে নতুন উৎপাদন কেন্দ্র স্থাপন এবং জনবল বাড়ানো হবে।

    এদিকে যুক্তরাজ্য থেকে আমদানি করা হুইস্কির ওপর শুল্কহার ১০ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশে নামাতে চীন সম্মত হয়েছে বলেও জানিয়েছে ডাউনিং স্ট্রিট।

    অবৈধ অভিবাসন ঠেকাতে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করার ব্যাপারে সম্মত হয়েছে। লক্ষ্য হলো মানবপাচারকারী চক্রগুলো চ্যানেল পার হতে যে ছোট নৌকার ইঞ্জিন ও সরঞ্জাম ব্যবহার করে, সেগুলোর সরবরাহ বন্ধ করা।

    ডাউনিং স্ট্রিট জানায়, গত বছর মানবপাচারকারী চক্রগুলোর ব্যবহৃত ইঞ্জিনের ৬০ শতাংশেরও বেশি ছিল চীনে তৈরি। এই চুক্তিটি যুক্তরাজ্য ও চীনের মধ্যে সই হওয়া মোট ১০টি চুক্তির একটি। এছাড়া রপ্তানি, শিক্ষা এবং খাদ্য নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার কথা বলা হয়েছে।

    তবে এত ঘোষণার পরও এখন পর্যন্ত কোনো “অর্থনৈতিক গেম চেঞ্জার” দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের ডেপুটি অর্থনীতি সম্পাদক। তার মতে, চুক্তিগুলো গুরুত্বপূর্ণ হলেও তাৎক্ষণিকভাবে বড় অর্থনৈতিক পরিবর্তন আনবে-এমন ইঙ্গিত নেই।

    বৈঠক শেষে প্রধানমন্ত্রী স্টারমার বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় চীনের সঙ্গে কাজ করার পথ খুঁজে বের করাই তার লক্ষ্য। এ জন্য “আরো খোলামেলা ও সরাসরি” আলোচনা প্রয়োজন বলে তিনি মনে করেন।

    অপরদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, চীন-যুক্তরাজ্য সম্পর্কের মধ্যে “উত্থান-পতন” থাকলেও পারস্পরিক যোগাযোগ ও সম্পৃক্ততা এখন “অনিবার্য”।

    তবে এই চীন সফর নিয়ে যুক্তরাজ্যে সমালোচনাও উঠেছে। বিরোধী দলগুলোর পাশাপাশি শ্যাডো হোম অফিস মন্ত্রী অ্যালিসিয়া কিয়ার্নস অভিযোগ করেছেন, গণতন্ত্রপন্থী ব্যবসায়ী জিমি লাইয়ের মুক্তির বিষয়ে কোনো পূর্বশর্ত ছাড়া চীনে যাওয়া উচিত হয়নি প্রধানমন্ত্রীর।

  4. পাচার হওয়া টাকা ফেরত আনার চেষ্টা করবে জামায়াত: শফিকুর রহমান

    জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

    ছবির উৎস, Bangladesh Jamaat-e-Islami

    "বিগত সরকারের আমলে যে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে তা ফেরত আনার চেষ্টা করা হবে" বলে আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

    "বাংলাদেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা গত সাড়ে ১৫ বছরে বিদেশে পাচার করা হয়েছে। আমরা চেষ্টা করবো পেটের ভিতরে হাত ঢুকিয়ে ওই টাকা বের করে আনতে। এটা জনগণের টাকা। জনগণের উন্নয়ন খাতে এই টাকা যুক্ত হবে ইনশাআল্লাহ।"

    বৃহস্পতিবার ঢাকার কারওয়ান বাজারে ঢাকা-১২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল ইসলাম মিলনের নির্বাচনী পথসভায় যোগ দিয়ে তিনি এই প্রতিশ্রুতি দেন।

    নির্বাচনের পর জামায়াত বিজয়ী হলে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

    জামায়াতের আমির বলেন, "১৩ তারিখ থেকে পাল্টে যাবে বাংলাদেশের চিত্র। যেখানে হাত অবশ হয়ে যাবে ৯০ ভাগ চাঁদাবাজের"।

    চাঁদাবাজি বন্ধ করতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জামায়াত নেতা-কর্মীরাও মাঠে থাকবে বলে জানান তিনি।

    গতকাল বিএনপির চেয়ারপারসন তারেক রহমান এক জনসভায় বলেছিলেন, "একটি রাজনৈতিক দলের বক্তব্য দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিলো। আমার প্রশ্ন ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাদের দুজন সদস্য বিএনপির সরকারে ছিলো। বিএনপি যদি এতোই খারাপ হয় ওই দুজন কেন পদত্যাগ করেনি"।

    জামায়াতের আমির কারওয়ান বাজারের সমাবেশে জানান, চার দলীয় ঐক্যজোট ক্ষমতায় থাকার সময় "জামায়াতের মন্ত্রীরা কোনো ধরনের দুর্নীতিতে জড়িত হননি" এবং "মন্ত্রণালয় বাঁচাতেই" দায়িত্বও ছাড়েননি।

    তিনি বলেন, "দু একজন নেতা বলছেন, আপনারা এত সৎ ছিলেন তো ছেড়ে গেলেন না কেন? আমরা ছেড়ে যাইনি এ কারণে অন্তত তিনটা মন্ত্রণালয় বেঁচে যাক। বেঁচে যাক দুর্নীতির হাত থেকে, রক্ষা পাক। "

    এর আগে মিরপুরে জামায়াতের নির্বাচনী ডিজিটাল ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে শফিকুর রহমান বলেন, "নতুন বাংলাদেশে আমাদের ভূখণ্ড বদলাবে না, বদলাবে আমাদের চরিত্র ও দৃষ্টিভঙ্গি। আর গত ৫৪ বছর যে দৃষ্টিভঙ্গি নিয়ে দেশ চালানো হয়েছে, মাঝে মাঝে কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ ক্ষেত্রে জুলুম করা হয়েছে। ফ্যাসিজম চাপিয়ে দেওয়া হয়েছে"।

  5. জামায়াতের 'মহিলা সমাবেশ' স্থগিত

    জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ সমাবেশ স্থগিত করে ফেসবুকে পোস্ট দিয়েছে

    ছবির উৎস, Bangladesh Jamaat-e-Islami, Women's Wing

    ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পূর্বঘোষিত ৩১শে জানুয়ারির 'মহিলা সমাবেশ' স্থগিত করেছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।

    বৃহস্পতিবার বিকালে মহিলা বিভাগের ফেসবুক পেজে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সেখানে বলা হয়- ‘অনিবার্য কারণবশত মহিলা সমাবেশটি স্থগিত করা হলো।

    এর আগে মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো ৩১শে জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা সমাবেশ করার ঘোষণা দিয়েছিলেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

    মূলত নির্বাচনের প্রচারণায় অংশ নিতে গিয়ে সারাদেশে নারী হেনস্তা, হামলা এবং কার্যক্রমে বাধা দেওয়ার প্রতিবাদে এই সমাবেশের ডাক দেওয়া হয়েছিলো।

    তিনি বলেছিলেন, ৩১শে জানুয়ারি সকাল সাড়ে ১০টায় এই প্রতিবাদ সমাবেশ শুরু হবে। এই প্রথমবার বলা যায় আমাদের নারী সংগঠনের কর্মীরা বাধ্য হয়ে প্রকাশ্যে এসে প্রতিবাদ সমাবেশ করবেন।

  6. গণভোটে 'হ্যাঁ' অথবা 'না' এর পক্ষে প্রচার চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা

    নির্বাচন কমিশন

    আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোটে ‘হ্যাঁ' এর পক্ষে বা ‘না’ এর পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। তবে তারা গণভোট বিষয়ে মানুষকে 'অবহিত ও সচেতন' করতে পারবেন।

    বৃহস্পতিবার নির্বাচন কমিশনের এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

    নির্বাচন কমিশন জানায়, ‘হ্যাঁ' এর পক্ষে বা ‘না’ এর পক্ষে প্রচারণা গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

    বিভাগীয় কমিশনার, ঢাকা/চট্টগ্রাম ও রিটার্নিং অফিসার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ঢাকা/চট্টগ্রাম/খুলনা ও রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক, (সকল) ও রিটার্নিং অফিসারদের এই নির্দেশ দেওয়া হয়েছে।

  7. পুলিশের ৪০ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি

    বাংলাদেশ পুলিশ

    ছবির উৎস, Bangladesh Police

    বাংলাদেশ পুলিশে কর্মরত ৪০ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

    বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    উপসচিব মাহবুবুর রহমানের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তাকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন।

    জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

  8. চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল নিয়ে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ: হাইকোর্ট

    চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল

    ছবির উৎস, Getty Images

    চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।

    হাইকোর্ট বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুল খারিজ করে দেওয়ায় এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তিতে কোনো বাধা থাকল না।

    এর আগে গত বছরের ৪ঠা ডিসেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ নিউমুরিং টার্মিনাল নিয়ে ভিন্ন মতের রায় দিয়েছিলো।

    বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তি-সম্পর্কিত প্রক্রিয়া অবৈধ ঘোষণা করলেও, এর সঙ্গে দ্বিমত পোষণ করে বিচারপতি ফাতেমা আনোয়ার রিট আবেদন খারিজ করে রায় দেন। পরে তখনকার প্রধান বিচারপতি মামলাটি নিষ্পত্তির জন্য বিচারপতি জাফর আহমেদের বেঞ্চে পাঠান।

    গত বছর চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়ার বৈধতা নিয়ে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষে সংগঠনটির সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন রিট করেছিলেন।

    রিটে অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট আইন ও পিপিপি নীতিমালা অনুসরণ না করে বিদেশি অপারেটর নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়েছে।

    পরে গত বছরের ৩০শে জুলাই হাইকোর্ট এই বিষয়ে রুল জারি করে জানতে চায় যে কেন এই চুক্তি প্রক্রিয়াকে আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এবং কেন সংশ্লিষ্ট আইনুযায়ী প্রতিযোগিতামূলক উন্মুক্ত দরপত্র নিশ্চিত করা হবে না।

    উল্লেখ্য ২০১৯ সালের ১৭ই ফেব্রুয়ারি নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারত্বে সমঝোতা স্মারক হয়েছিলো।

  9. শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসি প্রত্যাহার

    শেরপুরে সংঘাত

    শেরপুরে বুধবার বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ওসিকে প্রত্যাহার করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

    বৃহস্পতিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিং করে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সিনিয়র সচিব আখতার আহমেদ।

    তিনি জানান, শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করা হয়েছে। প্রার্থীদের বিরুদ্ধে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটির প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেবে কমিশন।

    তিনি বলেন, “শেরপুরের ঘটনা নিন্দনীয়। আচরণবিধি অনুযায়ী ইশতেহার পাঠ অনুষ্ঠানে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে ইউএনও এবং ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। বাকি যে প্রসিডিয়াল আসপেক্টস দ্রুত নেওয়া হবে।”

    বুধবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে 'নির্বাচনী ইশতেহার পাঠ' অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বাতবিতণ্ডায় জড়ান বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা যা এক পর্যায় সংঘাতে রূপ নেয়। এতে জামায়াতের নেতা রেজাউল করিম নিহত হন।

  10. পদ্মা ব্যারাজ নির্মাণ, বরেন্দ্র প্রকল্প চালু ও কৃষিঋণ মওকুফের প্রতিশ্রুতি তারেক রহমানের

    রাজশাহীর মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

    ছবির উৎস, BNP Media Cell

    বিএনপি ক্ষমতায় গেলে দ্রুত পদ্মা ব্যারাজ নির্মাণ, বরেন্দ্র প্রকল্প চালু ও কৃষিঋণ মওকুফ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

    বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।

    বরেন্দ্র অঞ্চলের কৃষি ও সেচ ব্যবস্থা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, “আমরা সরকার গঠন করলে বরেন্দ্র সেচ প্রকল্প ও পদ্মা ব্যারেজের নির্মাণকাজে অগ্রাধিকার ভিত্তিতে হাত দিতে চাই”।

    এই প্রকল্পের বাস্থবায়ন হলে তার সুফল কেবল রাজশাহীর নয়, বরং ঠাকুরগাঁও থেকে শুরু করে পঞ্চগড়ের কৃষকরা পর্যন্ত এর সুবিধা ভোগ করবেন বলে তিনি জানান।

    কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের পাশাপাশি রাজশাহীতে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

    চাষিদের আর্থিকভাবে লাভবান করতে আমের জন্য হিমাগার স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “কীভাবে আমকে সংরক্ষণ করা যায়, আরও বেশি কিছুদিন রাখা যায়; সেটা পরীক্ষা-নিরীক্ষা করে আমরা আমের জন্য হিমগার তৈরি করতে চাই এই এলাকায়।”

    বেকারদের জন্য কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে অচল হয়ে পড়া আইটি পার্কগুলোকে পুনরায় সচল করার পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দেন তিনি, যেন তরুণ সমাজ এই প্রশিক্ষণ কাজে লাগিয়ে দেশে ব্যবসা করতে পারে অথবা বিদেশে গিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে।

    জাতীয় নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আজই বগুড়া ও নওগাঁ যাওয়ার কথা রয়েছে তার।

    রাজশাহীর মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

    ছবির উৎস, BNP Media Cell

  11. আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ছে আরো এক মাস

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অফিস

    ছবির উৎস, NBR

    অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও একমাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রিটার্ন দাখিলের শেষ সময় ২৮শে ফেব্রুয়ারি।

    বৃহস্পতিবার এনবিআরের কর্মকর্তা মো. একরামুল হকের সই করা আদেশে এই তথ্য জানা গেছে।

    একইসঙ্গে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে কোনো করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে অসমর্থ হলে ১৫ই ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করা যাবে মর্মে আরও একটি আদেশ জারি করা হয়েছে।

    আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট অতিরিক্ত যুগ্মকর কমিশনারের অনুমোদন সাপেক্ষে করদাতা পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।

    ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং নির্বাচনি প্রচারসহ নানান দিক বিবেচনায় এবারে তৃতীয় দফায় রিটার্ন দাখিলের সময় বাড়ালো এনবিআর।

    চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত ৩৪ লাখের বেশি করদাতা অনলাইনে তাদের ই-রিটার্ন জমা দিয়েছে বলে জানিয়েছে এনবিআর।

    গত অগাস্টে সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়।

  12. গতবছর সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ৫২২টি, দাবি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের

    বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন

    ছবির উৎস, screengrab

    ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সাম্প্রদায়িক সহিংসতার ৫২২টি ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

    এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানায়, দেশীয় পত্রপত্রিকা ও বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা থেকে তারা এই হিসাব তৈরি করেছে।

    সংগঠনটি জানায়, ২০২৪ সালের চৌঠা অগাস্ট থেকে, অর্থাৎ রাজনৈতিক পট পরিবর্তনের এক দিন আগে থেকে ওই বছরের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে মোট ২১৮৪টি সাম্প্রদায়িক ঘটনার বিষয় উল্লেখ ছিল।

    এর মধ্যে হত্যার ঘটনা ৬১টি; নারী নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণের ঘটনা ২৮টি; উপাসনালয়ে হামলা, প্রতিমা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা- ৯৫টি; উপাসনালয়ের জমি দখল বা দখলের চেষ্টার ঘটনা ২১টি বলে জানানো হয়েছে।

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক একটি হিসাবে বলা হয়েছিল, ২০২৫ সালে মোট ৬৪৫টি সহিংসতার ঘটনার মধ্যে সাম্প্রদায়িক উপাদান রয়েছে ৭১টিতে। অবশিষ্ট ৫৭৪টি ঘটনা সাম্প্রদায়িক নয় বলে দাবি করা হয়।

    এই তথ্য উদ্ধৃত করে সংগঠনটি প্রশ্ন রাখে, “শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস কি নতুন সংজ্ঞায় 'সাম্প্রদায়িকতা'কে সংজ্ঞায়িত করে বলতে চান যে- কেবল মন্দির বা উপাসনালয়ের আঙিনায় সংঘটিত সহিংসতা ছাড়া সমাজে এবং রাষ্ট্রে সংঘটিত অন্য কোনো ঘটনা সাম্প্রদায়িক সহিংসতা নয়?”

    “জাতি-ধর্ম-গোত্র-বর্ণ নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হওয়ার ক্ষেত্রে এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে” বলে সংগঠনটি মনে করছে।

    “সাম্প্রদায়িক গোষ্ঠীর বিদ্বেষমূলক বক্তব্য, ধর্মীয় বিশ্বাসের পার্থক্যের কারণে ভিন্নমতাবলম্বীদের প্রতি ঘৃণা ও সহিংসতা শুধু সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে না, এ ধরনের উসকানিমূলক বক্তব্য ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু এবং প্রান্তিক জনগোষ্ঠীর উপর ধর্মীয় আঘাত হানছে,” বলছে সংগঠনটি।

    শঙ্কা ও উদ্বেগ সংখ্যালঘুদের ভোটদানে নিরুৎসাহিত করতে পারে বলেও মনে করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

  13. শেরপুরের ঘটনায় নির্বাচনী ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ প্রশ্নবিদ্ধ হয়েছে: জামায়াতের আমির

    জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

    ছবির উৎস, Bangladesh Jamaat-e-Islami

    শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াত-বিএনপির সংঘর্ষের ঘটনায় নির্বাচনী ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

    বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর মিরপুর-১০ নম্বরের পানির ট্যাংকি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    শফিকুর রহমান বলেন, "এই ঘটনা ইঙ্গিত করে অসহিষ্ণুতা। এই ঘটনা ইঙ্গিত করে জনগণের ওপর আস্থা নাই। এই ঘটনা ইঙ্গিত করে, অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না।"

    বুধবার শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বসার আসন নিয়ে বাগবিতণ্ডার জেরে সংঘর্ষে জড়ায় স্থানীয় বিএনপি এবং জামায়াত নেতাকর্মীরা। এসময় নিহত হন জামায়াতের স্থানীয় নেতা রেজাউল করিম।

    বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া একটি স্ট্যাটাসে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, "এখন আইনশৃঙ্খলা রক্ষাকারীর ভূমিকা জনগণ দেখতে চায়। তারা কেমন নির্বাচন জাতিকে উপহার দেয়। আর যারা এই খুনের নেশায় মত্ত হয়েছে, এদের পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। আমরা চাই দ্রুত এদের পাকড়াও করা হোক। কোনো ধরনের গড়িমসি জাতি বরদাশত করবে না।"

  14. 'একটি দল কেন সব চেয়ার দখল করে রাখলো, লাঠিসোঁটা জড়ো করল?'- তদন্ত দাবি বিএনপির

    বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন

    ছবির উৎস, BNP

    ছবির ক্যাপশান, বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন

    শেরপুরে নির্বাচনী ইশতেহার ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে সংঘাত সংঘর্ষ হয়েছে তা 'অনাকাঙ্ক্ষিত' বলে জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

    বৃহস্পতিবার বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। একইসঙ্গে প্রশ্ন তোলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন কেন পরিস্থিতি স্থিতিশীল রাখতে পারল না।

    "এই সংঘাত কি এড়ানো যেত কি না, নির্ধারিত সময়ের আগে একটি দল কেন সব চেয়ার দখল করে রাখলো, সেই দলের লোকজন কেন সেখানে লাঠিসোঁটা জড়ো করল? সবার সম্মিলিত অনুরোধ উপেক্ষা করে সেই দলের প্রার্থী কেন সংঘাতের পথ বেছে নিলেন, এসব বিষয় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত," বলেন মাহদী আমিন।

    বুধবার শেরপুরের ঝিনাইগাতীতে স্থানীয় প্রশাসনের উদ্যোগে সব প্রার্থীর অংশগ্রহণে নির্বাচনি ইশতেহার ঘোষণার একটি অনুষ্ঠান ছিল। সেখানে প্রতিটি দলের জন্য আলাদা করে বসার জায়গা নির্ধারিত ছিল।

    তবে জামায়াতে ইসলামীর নেতারা সব চেয়ার দখল করে রাখেন এবং বিএনপির নেতাকর্মীদের তাদের নির্ধারিত আসনে বসতে দেননি, আর প্রশাসন বারবার অনুরোধ করলেও তারা চেয়ার ছাড়েননি বলে অভিযোগ করেন মাহদী আমিন।

  15. শেরপুরে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় অন্তর্বর্তী সরকারের ‘উদ্বেগ’

    প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, ফাইল ছবি

    ছবির উৎস, Chief Adviser’s Press Wing

    ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, ফাইল ছবি

    শেরপুরে বিএনপি-জামায়াতের কর্মী সমর্থকদের সংঘর্ষে জামায়াতে ইসলামীর একজনের মৃত্যুতে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, “জাতীয় নির্বাচন আর মাত্র দুই সপ্তাহ দূরে থাকাকালে সরকার বিএনপি ও জামায়াতে ইসলামসহ সব রাজনৈতিক দলের প্রতি দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শন এবং তাদের সমর্থকদের মধ্যে সংযম নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণহানির কোনো স্থান নেই”।

    শেরপুরে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

    রাজনৈতিক দল, নেতা এবং নির্বাচনী প্রচারণায় যুক্ত সবাইকে শান্তিপূর্ণ ও গঠনমূলক উপায়ে ভোটারদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে সরকার।

    প্রসঙ্গত, বুধবার বিকালে শেরপুর-৩ আসন থেকে অংশগ্রহণকারী প্রার্থীদের নিয়ে ‘নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে’ জামায়াতে ইসলাম ও বিএনপি'র নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অনেকে আহত হন।

    পরে রেজাউল করিম নামে একজনের নিহত হওয়ার খবর পাওয়া যায়। তিনি শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি ছিলেন।

  16. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে