একটি দল 'দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন' এই পুরোনো বয়ান প্রচারের দায়িত্ব নিয়েছে: মাহদী আমিন

ছবির উৎস, BNP
"একটি নির্দিষ্ট দলের শীর্ষ পর্যায়ের নেতারা নতুন করে পতিত ফ্যাসিবাদের মতন করে পুরোনো মিথ্যা ও প্রতারণামূলক 'দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন' বয়ান প্রচারের দায়িত্ব গ্রহণ করেছে" বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি'র নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
আজ বুধবার বিকেলে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি কোনো দলের নাম উল্লেখ না করলেও এখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত রয়েছে। কারণ জামায়াতের বিভিন্ন নেতা এর আগে বিএনপি'র প্রতি দুর্নীতি, চাঁদাবাজি কিংবা দখল-বাণিজ্যের অভিযোগ তুলেছেন।
এদিকে, মাহদী আমিন তার বক্তব্যে দাবি করেছেন, "এটি জাতীয়ভাবে প্রমাণিত যে বিএনপি রাষ্ট্র পরিচালনায় আসার পর দুর্নীতির হার ধারাবাহিকভাবে কমেছে। ২০০১ সালের অক্টোবরে বিএনপি যখন সরকার গঠন করে, তখন একটি আন্তর্জাতিক সূচকে দুর্নীতিতে বাংলাদেশের স্কোর ছিল শূন্য দশমিক চার, যা ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় থাকা আওয়ামী লীগের দুর্নীতির প্রতিফলন।"
"পরবর্তী সময়ে বিএনপি'র দুর্নীতির প্রতি জিরো টলারেন্স পলিসি ও সুশাসনের ফলে ধারাবাহিকভাবে এবং ক্রমশ সেটি উন্নতির দিকে যেতে থাকে। সর্বশেষ বিএনপি ২০০৬ সালে রাষ্ট্র পরিচালনা থেকে চলে যাওয়ার সময় সে স্কোর দুই-এ উন্নীত হয়," যোগ করেন তিনি আরও বলেন, ওই সময়ে "দলটি নিজেই বিএনপি সরকারের অংশ ছিল।"
"সরকারের থাকা অবস্থায় তখন এ বিষয়ে তাদের কোনো মন্তব্য শোনা যায়নি। কিন্তু বর্তমানে তারা নির্বাচনি মাঠে এসে সেই ফ্যাসিবাদী প্রোপাগান্ডার ধারাবাহিকতা ধরে রেখেছে। এটি রাজনৈতিক দ্বিচারিতা।"







