ভারতে নির্বাচনী ফলাফলে বিজেপির উল্লাস

লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিজেপি

বিজেপি কার্যালয়ের বাইরে
ছবির ক্যাপশান, দলের অভূতপূর্ব সাফল্যে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে উল্লসিত দলের তরুণ সমর্থকরা।
রাজনাথ সিং
ছবির ক্যাপশান, দিল্লিতে বিজেপির সদর দপ্তরের বাইরে সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন দলের প্রেসিডেন্ট রাজনাথ সিং।
রাস্তায় উল্লাস
ছবির ক্যাপশান, লোকসভা নির্বাচনে দলের সংখ্যাগরিষ্ঠতার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে নানা জায়গায় ভারতীয় জনতা পার্টির সমর্থকদের মধ্যে খুশির ধুম।
গুয়াহাটিতে বিজেপি সমর্থক
ছবির ক্যাপশান, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের গুয়াহাটিতে ভারতীয় জনতা পার্টির সদর দপ্তরের বাইরে সমর্থকদের উল্লাস।
মাহুত
ছবির ক্যাপশান, দিল্লিতে বিজেপি সদর দপ্তরের কাছে একজন মাহুত তার হাতীর মুখে ও শুঁড়ে বিজেপির পদ্ম প্রতীক আঁকতে ব্যস্ত।
নয়া দিল্লি বিজেপি কার্যালয়ের বাইরে
ছবির ক্যাপশান, নয়া দিল্লিতে ভারতীয় জনতা পার্টির প্রধান কার্যালয়ের বাইরে সমর্থকদের উল্লাস ছিল চোখে পড়ার মত।
হেনা অঙ্কন
ছবির ক্যাপশান, বিজেপির সাফল্যে উল্লসিত সমর্থকরা তাদের আনন্দ উচ্ছ্বাসের প্রকাশ ঘটাচ্ছেন নানা ভাবে - এক সমর্থকের হাতে হেনায় রাঙানো বিজেপির দলীয় প্রতীক ।
মুম্বাইয়ে শেয়ার বাজার
ছবির ক্যাপশান, নরেন্দ্র মোদী ও বিজেপির জয়ের প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারেও। মুম্বাইয়ে বাজারের ওপর নজর রেখেছিলেন বিনিয়োগকারীরা।
আহমেদাবাদ
ছবির ক্যাপশান, গুজরাটের আহমেদাবাদে দলের সদর দপ্তরের বাইরে দলের সমর্থকরা। বিজেপি বলছে লোকসভা নির্বাচনে তাদের এই সাফল্য 'নতুন যুগের সূচনা'।
আহমেদাবাদ
ছবির ক্যাপশান, আহমেদাবাদে বিজয় মিছিল
শিলিগুড়িতে আনন্দ মিছিল
ছবির ক্যাপশান, পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে 'মোদি ঢেউ'। এখানে সমর্থকরা তাদের আনন্দ মিছিল রাঙিয়ে তুলেছেন দলের রঙে নয় বরং অন্য রঙে।
বারাণসীর উল্লাস
ছবির ক্যাপশান, বারাণসীতে উল্লসিত বিজেপি সমর্থক। বারাণসীর একটি আসন থেকে লড়েছিলেন নরেন্দ্র মোদী ।
এলাহাবাদ উৎসব
ছবির ক্যাপশান, বিজেপির ফলাফলে উত্তর ভারতের এলাহাবাদে বিজেপির সমর্থকরা দিনের বেলাতেই দীপাবলী উৎসব শুরু করে দেন।