থাইল্যান্ডে সেনা শাসন

থাইল্যান্ডে সেনা শাসন

সামরিক আইন জারির পর রাস্তায় গুরুত্বপূর্ণ সব জায়গায় অবস্থান নিয়েছে সেনাবাহিনী।
ছবির ক্যাপশান, সামরিক আইন জারির পর রাস্তায় গুরুত্বপূর্ণ সব জায়গায় অবস্থান নিয়েছে সেনাবাহিনী।
সামরিক আইন জারির পর আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। ব্যাংককের অনেক রাস্তা অবরোধ করে রাখা হয়েছে।
ছবির ক্যাপশান, সামরিক আইন জারির পর আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। ব্যাংককের অনেক রাস্তা অবরোধ করে রাখা হয়েছে।
সেনাবাহিনীর প্রধান জেনারেল প্রায়ুথ চ্যান-ওচা দাবি করছেন তাঁরা কোন অভ্যুত্থান ঘটাননি।
ছবির ক্যাপশান, সেনাবাহিনীর প্রধান জেনারেল প্রায়ুথ চ্যান-ওচা দাবি করছেন তাঁরা কোন অভ্যুত্থান ঘটাননি।
থাইল্যান্ডের অনেক টেলিভিশন স্টেশনের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। টেলিভিশনে প্রচারিত বার্তায় জেনারেলরা জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
ছবির ক্যাপশান, থাইল্যান্ডের অনেক টেলিভিশন স্টেশনের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। টেলিভিশনে প্রচারিত বার্তায় জেনারেলরা জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
সেনা শাসন জারি সত্ত্বেও ব্যাংককের জনজীবনে কোন ছন্দপতন দেখা যায়নি। লোকজন নিত্যদিনের মতো স্বাভাবিকভাবেই তাদের কর্মস্থলে যাতায়ত করেছেন।
ছবির ক্যাপশান, সেনা শাসন জারি সত্ত্বেও ব্যাংককের জনজীবনে কোন ছন্দপতন দেখা যায়নি। লোকজন নিত্যদিনের মতো স্বাভাবিকভাবেই তাদের কর্মস্থলে যাতায়ত করেছেন।
ব্যাংককের রাজকীয় পুলিশ বাহিনীর সদর দফতরের সামনে সেনা সদস্যরা অবস্থান নিয়েছে।
ছবির ক্যাপশান, ব্যাংককের রাজকীয় পুলিশ বাহিনীর সদর দফতরের সামনে সেনা সদস্যরা অবস্থান নিয়েছে।
১৯৩২ সালে থাইল্যান্ডে নিরংকুশ রাজতন্ত্রের অবসানের পর এ পর্যন্ত ১১টি সামরিক অভ্যুত্থান হয়েছে। জেনারেলরা দাবি করেন ১৯১৪ সালের আইন অনুযায়ী তারা জাতীয় সংকটের সময় হস্তক্ষেপের অধিকার রাখেন।
ছবির ক্যাপশান, ১৯৩২ সালে থাইল্যান্ডে নিরংকুশ রাজতন্ত্রের অবসানের পর এ পর্যন্ত ১১টি সামরিক অভ্যুত্থান হয়েছে। জেনারেলরা দাবি করেন ১৯১৪ সালের আইন অনুযায়ী তারা জাতীয় সংকটের সময় হস্তক্ষেপের অধিকার রাখেন।
২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী থাকসিন চিনাওয়াত এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যূত হওয়ার পর থেকে থাইল্যান্ডে রাজনৈতিক অস্থিরতা চলছে।
ছবির ক্যাপশান, ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী থাকসিন চিনাওয়াত এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যূত হওয়ার পর থেকে থাইল্যান্ডে রাজনৈতিক অস্থিরতা চলছে।
গত ছয় মাস ধরে থাইল্যান্ডে দুটি প্রধান রাজনৈতিক শিবিরের মধ্যে ব্যাপক বিক্ষোভ-পাল্টা বিক্ষোভের পটভূমিতে সেনাবাহিনী ক্ষমতা নিল।
ছবির ক্যাপশান, গত ছয় মাস ধরে থাইল্যান্ডে দুটি প্রধান রাজনৈতিক শিবিরের মধ্যে ব্যাপক বিক্ষোভ-পাল্টা বিক্ষোভের পটভূমিতে সেনাবাহিনী ক্ষমতা নিল।
ব্যাংককে সাবেক প্রধানমন্ত্রী ইংলাক চিনাওয়াতের সমর্থক 'লাল শার্টধারীদের' বিক্ষোভ। তারা হুঁশিয়ারি দিয়েছেন, থাইল্যান্ডের রাষ্ট্রক্ষমতা কোন অনির্বাচিত নেতার হাতে দেয়া হলে গৃহযুদ্ধ শুরু হবে।
ছবির ক্যাপশান, ব্যাংককে সাবেক প্রধানমন্ত্রী ইংলাক চিনাওয়াতের সমর্থক 'লাল শার্টধারীদের' বিক্ষোভ। তারা হুঁশিয়ারি দিয়েছেন, থাইল্যান্ডের রাষ্ট্রক্ষমতা কোন অনির্বাচিত নেতার হাতে দেয়া হলে গৃহযুদ্ধ শুরু হবে।
আদালতের নির্দেশে ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী ইংলাক চিনাওয়াত। তাঁর সমালোচকদের অভিযোগ, তাঁর নির্বাসিত ভাই থাকসিন চিনাওয়াতই আসলে নেপথ্যে থেকে সরকার চালাতেন।
ছবির ক্যাপশান, আদালতের নির্দেশে ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী ইংলাক চিনাওয়াত। তাঁর সমালোচকদের অভিযোগ, তাঁর নির্বাসিত ভাই থাকসিন চিনাওয়াতই আসলে নেপথ্যে থেকে সরকার চালাতেন।