বাংলাদেশের ফুটবল ভক্তের ব্রাজিল প্রেম

বাংলাদেশের এক ব্রাজিল ফুটবল প্রেমী মহম্মদ জয়নাল আবেদিন টুটুল।

ফতুল্লা নারায়ণগঞ্জের বাসিন্দা এই ব্রাজিল ভক্ত ২০১০ সালের মত এবারেও ২০১৪-তে তার বাড়ি রঙ করেছেন ব্রাজিলের হলুদ ,সবুজ আর নীলে।

ছোটবেলা থেকেই ব্রাজিলের ফ্যান জয়নাল আবেদিন।

তিনি বলেছেন মা স্ত্রী ও সন্তানসহ তার গোটা পরিবার ব্রাজিলের সমর্থক।

কীভাবে কাটছে তাদের বিশ্বকাপের এই মৌসুম - শুনুন জয়নাল আবেদিনের মুখেই।