বিশ্বের শেষ ডিসি টেন বিমান
পৃথিবীর সব এয়ারলাইন্স কোম্পানি যাত্রী বহনে ডিসি টেনের ব্যবহার বন্ধ করেছে বেশ আগে।
কিন্তু এর ব্যবহার চালিয়ে গেছে বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান কোম্পানি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
তবে এর ব্যবহার দিনকে দিন কষ্ট-সাধ্য হয়ে উঠছিল।
তিন ইনজিনের কারণে যেমন এর জ্বালানি খরচ বেশি। তেমনি মিলছিল না খুচরা যন্ত্রাংশ।
শেষ-মেশ এটিকে অবসর দিতেই হলও।
সেই সাথে শেষ হল বিমান ইতিহাসের একটি পর্বের।
বিশ্বের শেষ ডিসি টেন ফ্লাইটটি বৃহস্পতিবার ২০শে ফ্রেব্রুয়ারি উড়ল বাংলাদেশের ঢাকা থেকে ইংল্যান্ডের বার্মিংহ্যামে।
বিমানে ছিলেন বিবিসি বাংলার শাহনাজ পারভীন।