ইতিহাসের সাক্ষীঃ ভারত ভাগ

ছবির উৎস, BBC World Service
১৯৪৭ সালের অগাষ্ট মাসে ব্রিটিশ ভারত ভাগ করে তৈরি হলো দুটি নতুন রাষ্ট্র, ভারত এবং পাকিস্তান। কিন্তু এই দেশ ভাগের সময় যে ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়, তার পরিণামে লক্ষ লক্ষ হিন্দু এবং মুসলিমকে সীমান্তের অন্যদিকে পাড়ি জমাতে হয়। এদের একজন ভারতের খ্যাতিমান সাংবাদিক কুলদীপ নায়ার। তার সঙ্গে কথা বলে ইতিহাসের সাক্ষীর এবারের পর্ব তৈরি করেছেন বিবিসির লুসি বার্ণস্। তার প্রতিবেদন পরিবেশন করছেন মোয়াজ্জেম হোসেন: