বিশ্বকাপ মৌসুমে বাংলাদেশে উন্মাদনা

বিশ্বকাপ মৌসুমে বাংলাদেশে উন্মাদনা

বাড়িতে বাড়িতে উড়তে শুরু করেছে পতাকা
ছবির ক্যাপশান, বাংলাদেশে ফুটবল ভক্তদের একটা বিরাট অংশ বিশ্বকাপের সময় হয় ব্রাজিল নয় আর্জেন্টিনাকে সমর্থন করে। তারই প্রতিফলন দেখা যায় বাড়ি বাড়ি ওড়ানো পতাকা বা ভক্তদের গায়ে পরা জার্সিতে।
দুই বন্ধু- সমর্থন আলাদা
ছবির ক্যাপশান, বাস্তব জীবনে হরিহর আত্মা এই দুই বন্ধুর গায়ে প্রবল দুই প্রতিদ্বন্দ্বী শিবিরের জার্সি। একজনের প্রিয় দল ব্রাজিল আর অন্য বন্ধু আর্জেন্টিনার সমর্থক।
জার্সির বাজার
ছবির ক্যাপশান, ঢাকার গুলিস্তান এলাকার ফুটপাতে জমে উঠেছে ফুটবল পণ্যের বাজার, সেখানে প্রচুর কেনাবেচা চলছে নানা দলের জার্সির।
গুলিস্তান বাজার
ছবির ক্যাপশান, গুলিস্তানে তিনটি মার্কেটে কয়েকশ দোকানে এখন সাজসাজ রব। সারা দেশের খুচরো দোকানীরা যেমন এখানে আসেন পাইকারি দরে মাল কিনতে, তেমনি আসেন খুচরো ক্রেতারাও।
পতাকা কারখানা
ছবির ক্যাপশান, জার্সির পাশাপাশি এখন জমে উঠেছে পতাকা তৈরির ব্যবসাও। ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকার পাশাপাশি চলছে জার্মানি স্পেন, ফ্রান্স, পর্তুগাল ও ইটালির মত দলগুলোর পতাকা তৈরির কাজও।
পতাকা কারখানা
ছবির ক্যাপশান, শেষ মূহুর্তে এখন বিভিন্ন কারখানায় চলছে পুরোদমে কাজ। কোনো কোনো কারিগর দিনে ১০০-র ওপর পতাকা বানাচ্ছেন।
পতাকা কারখানা
ছবির ক্যাপশান, পতাকা তৈরির ব্যবসার সঙ্গে জড়িতরা বলছেন শুধু ঢাকাতেই নয়, তাদের তৈরি পতাকা চালান যাচ্ছে দেশের বিভিন্ন শহরে।
পতাকা ব্যবসায়ী
ছবির ক্যাপশান, ঢাকার বিভিন্ন এলাকায় যারা এসব পতাকা বিক্রি করছেন তারা বলছেন ছোটবড় নানা সাইজের পতাকার খদ্দের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
পতাকা ব্যবসায়ী
ছবির ক্যাপশান, অনেকে আবার অর্ডার দিয়ে বিশাল সাইজের পতাকাও বানাচ্ছেন। ছোট পতাকা যেমন আছে, তেমনি আছে দশ ফিট সাইজের পতাকাও। তৈরি হচ্ছে বিভিন্ন মানের এবং মানভেদে বিভিন্ন দামের পতাকা।
পতাকা স্টল
ছবির ক্যাপশান, রাস্তার ধারে সড়কগুলোর ওপর বিভিন্ন স্টলে মহাসমারোহে বিক্রি হচ্ছে রঙবেরঙের নানা দলের পতাকা।
আর্জেন্টিনা ভক্ত
ছবির ক্যাপশান, আর্জেন্টিনার বিরাট সাইজের পতাকা কিনেছেন কয়েকজন ভক্ত সমর্থক। প্রত্যেক বিশ্বকাপেই এরা আর্জেন্টিনার বিরাট পতাকা ব্যানারের মত টাঙিয়ে দেন রাস্তায়।
মহসিন হল, ঢাবি
ছবির ক্যাপশান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের আর্জেন্টিনা সমর্থক ছাত্ররা ছাত্রাবাসের বাইরের চত্বরে তুলেছেন তাদের প্রিয় দলের পতাকা। এখন শুধু অপেক্ষা দেখার কেমন খেলে তাদের প্রিয় দল।