বুদ্ধিজীবী হত্যার রায়
বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ আদালত স্বাধীনতা যুদ্ধের সময় বিশ্ববিদ্যালয় শিক্ষক, সাংবাদিক এবং ডাক্তারদের হত্যাকান্ডের জন্য চৌধুরী মুঈনুদ্দীন এবং আশরাফুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দিয়েছে।
চৌধুরী মুঈনুদ্দীন গত প্রায় ৪০ বছর ধরে ব্রিটেনে বসবাস করছেন এবং আশরাফুজ্জামান খান বসবাস করছেন যুক্তরাষ্ট্রে।
দোষী সাব্যস্ত চৌধুরী মুঈনুদ্দীন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো অস্বীকার করেছেন ।
লন্ডনে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ঢাকায় আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচার কার্যক্রমের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
তবে ৭১ সালে নিহত একজন বুদ্ধিজীবীর পরিবারের এক সদস্য লন্ডনে বলেছেন এই মৃত্যুদন্ড কার্যকর হলে তবেই এই বিচার কার্যক্রমের সমাপ্তি ঘটবে।
বিস্তারিত মানসী বড়ুয়ার ভিডিও প্রতিবেদনে।