গার্মেন্টস্ তরুণীর স্বপ্ন পূরণ
কাম্বোডিয়ার এক বস্তিতে বড় হয়ে ওঠা তরুণী শ্রীমম আং-এর স্বপ্ন ছিল গার্মেন্টেসে কাজ করবেন।
মাত্র কয়েক বছর লেখাপড়াও শিখেছেন তিনি।
সেলাইয়ের কাজ শেখার পর নতুন স্বপ্ন দেখতে শুরু করেন ফ্যাশান ডিজাইনার হবেন।
২০১৩য় বিবিসি আয়োজিত '১০০ নারী' অনুষ্ঠানে অংশ নিতে আসা শ্রীমম আং-কে তার স্বপ্ন পূরণে সাহাড্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বাংলাদেশের প্রতিষ্ঠিত ও সফল গার্মেন্টস ব্যবসায়ী রুবানা হক।
সেই স্বপ্ন পূরণের কাহিনি দেখুন এই ভিডিওতে।