চার পায়ের বিশ্বকাপ

ব্রাজিলে বিশ্বকাপ ২০১৪ শুরু হতে আর মাত্র ক’দিন বাকি।

এই ফুটবল উৎসবের আগে বিভিন্ন দেশের ফুটবলাররা এখন ব্যস্ত ওয়ার্ম আপে।

কিন্তু আন্দেজ পর্বতের এক মাঠে চলছে ভিন্ন এক ওয়ার্ম আপ ম্যাচ। ব্রাজিল লড়ছে কলম্বিয়ার বিরুদ্ধে।

সেই খবর শুনুন মাসুদ হাসান খানের কাছে।