ফিলিপাইনে গণঅভ্যুত্থানে মার্কোসের পতন
আপনার ফ্ল্যাশ প্লেয়ারের ভার্সনটি সঠিক নয়

ফার্দিনান্দ মার্কোস ও স্ত্রী ইমেলদা
১৯৮৬ সালে ফিলিপাইনে মাত্র চার দিন ধরে চলা এক গণবিক্ষোভে ক্ষমতাচ্যুত হয়েছিলেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস।
ফার্দিনান্দ মার্কোস ক্ষমতাসীন ছিলেন প্রায় কুড়ি বছর। ওই ঘটনার কিছুদিন আগে অনুষ্ঠিত নির্বাচনে কারচুপি করে মি. মার্কোস জয়লাভ করেছেন - এই অভিযোগ উঠলে গণঅভ্যুত্থান শুরু হয়।
১৯৮৬ সালের ফেব্রুয়ারি মাসের ২২ তারিখ ম্যানিলার ডে লা সান্টোস এভেনিউতে নেমে আসেন হাজার হাজার মানুষ।

এপিফানি ডে লা সান্টোসে বিক্ষোভকারীরা
অনেক পরিবারের সব সদস্যই রাস্তায় নেমে এসেছিল। যারা যেতে পারে নি, তারাও দিয়েছিল সমর্থন – ভিন্নভাবে। অনেক বাড়ির রান্নাঘর থেকে রাস্তায় নেমে আসা লোকজনের জন্য খাবার সরবরাহ করা হচ্ছিল।
হোসে ডেলিসাই তখন ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তিনি এবং অন্যান্য ছাত্রশিক্ষকরাও বিক্ষোভে যোগ দেন।
মি. ডেলিসা এখন একজন অধ্যাপক এবং ফিলিপাইনের সবচেয় বিখ্যাত ঔপন্যাসিকদের একজন। তবে রাজনীতিতেও তার আগ্রহ আগের মতোই অটুট আছে।
কি ভাবে ঘটেছিল ফিলিপাইনে ১৯৮৬র সেই গণআন্দোলন - হোসে ডেলিসার জবানিতে তারই কাহিনী এবারের ইতিহাসের সাক্ষীতে।
বিবিসির কেট ম্যাকগাওয়ানের প্রতিবেদন, পরিবেশন করেছেন পুলক গুপ্ত।
BBC © 2014বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়
কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻