জটিলতা নিরসন না হলে আরেকটি ১/১১'র আশংকা

সর্বশেষ আপডেট সোমবার, 14 জানুয়ারি, 2013 12:50 GMT 18:50 বাংলাদেশ সময়

পর্ব-৯:

তত্ত্বাবধায়ক বিষয়ক জটিলতা বর্তমান সরকারের সৃষ্ট এবং তাদেরকেই এর সমাধান করতে হবে: বিএনপি নেতা আমির খসরু। ওয়ান-ইলেভেনের আশংকা কল্পনা, এর ভিত্তি নেই: উপদেষ্টা মসিউর রহমান।দেখুন: ক্লিক করুন ইউটিউব
sanglap panel

প্যানেল সদস্য (বাঁ থেকে) : বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, বেসরকারি ইস্টার্ন ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, অনুষ্ঠান সঞ্চালক আকবর হোসেন, উন্নয়ন সংস্থা অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বাংলাদেশ সংলাপ পর্ব ৯

বাংলাদেশ সংলাপ পর্ব ৯

শুনুনmp3

আপনার ফ্ল্যাশ প্লেয়ারের ভার্সনটি সঠিক নয়

বিকল্প মিডিয়া প্লেয়ারে বাজান

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সৃষ্ট রাজনৈতিক জটিলতার নিরসন না হলে আরও একটি ওয়ান ইলেভেন হতে পারে বলে সরকারকে হুঁশিয়ার করে দিয়েছেন বাংলাদেশের প্রধান বিরোধীদল বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার ঢাকায় বিবিসির ‘বাংলাদেশ সংলাপে’ অংশ নিয়ে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তবে একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেন এ কল্পনার কোন ভিত্তি নেই। সংবিধান নস্যাৎ করে কেউ ক্ষমতা নিলে সেটি রাষ্ট্রদ্রোহিতা বলে পরিগণিত হবে এমনটি সংবিধানে সংযোজন করা হয়েছে।

বিবিসির বাংলাদেশ সংলাপে এবার প্যানেল আলোচকদের মধ্যে মি. চৌধুরী ও মি. রহমান ছাড়াও ছিলেন উন্নয়ন সংস্থা একশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর এবং বেসরকারি ইস্টার্ন ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার।

দর্শক মনোয়ার হোসেনের প্রশ্ন ছিল বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে, তা কি আবারো একটি ওয়ান ইলেভেন সৃষ্টি করতে পারে?

ড. মসিউর রহমান

News image"একটা ভুয়া জিনিসের উপর আমরা কথা বলছি। বিশ্বব্যাংকের অনুসন্ধান পদ্ধতিতে দুর্বলতা থাকতে পারে। বাংলাদেশ সরকার প্রমাণ চেয়েছে কিন্তু বিশ্বব্যাংক ও কানাডা সরকার এখনো কোন প্রমাণ দিতে পারেনি।"

সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ ধরনের একটি শঙ্কা প্রকাশ ও ১১ই জানুয়ারিকে কেন্দ্র করে রাজনৈতিক নানা বিতর্কের সূত্র ধরেই এটি আলোচনায় উঠে আসে। বাংলাদেশে ২০০৭ সালের ১১ই জানুয়ারি সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা গ্রহণের দিনটি ওয়ান ইলেভেন হিসেবে পরিচিত।

ড. মসিউর রহমান বলেন, ''দেশ শাসনের পদ্ধতিগত পথ হল নির্বাচন। সংবিধান সংশোধন করে সেটি স্থাপন করা হয়েছে এবং সংবিধান নস্যাৎ করে যদি কেউ ক্ষমতা গ্রহণ করে সেটা হবে রাষ্ট্রদ্রোহ। যদি একটি প্রধান দল সংবিধানকে মানতে না চায়, গণতন্ত্রের মূল ভিত্তিকে অস্বীকার করে, সংসদে গিয়ে কথা বলার প্রতিশ্রুতি ভঙ্গ করে তাহলে তার উপর কি করে আস্থা রাখবো?''

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ''সরকার নিজেই এ সংকটের সৃষ্টি করেছে। তাদেরকেই সমাধান করতে হবে। সরকার হয়তো চায় ওয়ান ইলেভেন হোক, আর্মির হাতে ক্ষমতা দিয়ে চলে গেলাম। এটা অনেকেই বিশ্বাস করেন এখন।''

তবে মি. রহমান বলেন এ কল্পনার কোন ভিত্তি নেই।

প্যানেলিস্ট ফারাহ কবীর বলেন, ''আমরা দেশের জনগণ কেন তৃতীয় পক্ষ হতে পারিনা? দলগুলো যদি নির্বাচন না করে বা নির্বাচনের জন্য যা দরকার সেটা না হলে যেকোনো জিনিস হতে পারে। তবে আমরা গণতন্ত্র ছাড়া অন্য কোন পদ্ধতি চাইনা।''

আমীর খসরু মাহমুদ চৌধুরী

News image"সরকার নিজেই এ সংকটের সৃষ্টি করেছে। তাদেরকেই সমাধান করতে হবে। সরকার হয়তো চায় ওয়ান ইলেভেন হোক, আর্মির হাতে ক্ষমতা দিয়ে চলে গেলাম। এটা অনেকেই বিশ্বাস করেন এখন।"

আলী রেজা ইফতেখার বলেন, ''সংঘাত যদি আমরা এড়াতে না পারি তাহলে ভবিষ্যতে কি হয় তা পুরোপুরি অনিশ্চিত। দুই রাজনৈতিক দলকে এক প্লাটফরমে আনতে না পারলে যে কোন কিছুই হওয়া সম্ভব।''

এ সময় একজন দর্শক প্রস্তাব করেন, দুই দল যেহেতু মতৈক্য আসতে পারছেনা তাই একটি গণভোট দিয়ে জনগণের মতামত নেয়া হোক।

সরকারের সাফল্য-ব্যর্থতা নিয়ে বিতর্ক

অনুষ্ঠানে প্রথম প্রশ্ন করেন মোঃ আবুল মনছুর। তিনি জানতে চান প্রধানমন্ত্রী তার ভাষণে সাফল্যের কথা বলেছেন। তাহলে কি গত চার বছরে কোন ব্যর্থতা ছিল না?

বাংলাদেশের বর্তমান সরকার চার বছর মেয়াদ পূর্ণ করেছে গত ৬ই জানুয়ারি। এরপর শুক্রবার প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন।

এ প্রশ্নের উত্তরে, মি. চৌধুরী বলেন, ''প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থতা। কোন ক্ষেত্রেই সফলতা নেই। সবচেয়ে বড় ব্যর্থতা হল আইনের শাসন নেই।''

ফারাহ কবীর

News image"দলগুলো যদি নির্বাচন না করে বা নির্বাচনের জন্য যা দরকার সেটা না হলে যেকোনো জিনিস হতে পারে। তবে আমরা গণতন্ত্র ছাড়া অন্য কোন পদ্ধতি চাইনা।"

ফারাহ কবীর বলেন, ''গণতন্ত্র ও সহনশীলতার ক্ষেত্রে সংকট দেখছি। একে উন্নত করতে সরকারের পদক্ষেপ চোখে পড়েনি। শিক্ষা ও কৃষি মন্ত্রণালয়ের অর্জনগুলো সফলতা। আইন শৃঙ্খলায় ব্যর্থতা রয়েছে।''

একজন দর্শক জানতে চান গত চার বছরে বিরোধীদল হিসেবে বিএনপি কতটা সফল?

মি. চৌধুরী দাবি করেন যে তারা দায়িত্ববান বিরোধী দল হিসেবে কাজ করছেন এবং তিনি মনে করেন তত্ত্বাবধায়ক ইস্যু সংসদে গিয়ে সমাধান হবেনা।

আরেকজন দর্শক বলেন, ''সরকারের সফলতা শিক্ষায়। ব্যর্থতা হলমার্ক, পদ্মা সেতু, শেয়ার বাজার ধ্বস। এ থেকে উত্তরণের পথ খুঁজতে হবে।''

আলী রেজা ইফতেখার বলেন, ''সরকার ও বিরোধী দলের সংলাপ হলে ব্যর্থতা কম হতো। শেয়ার বাজার বড় ধাক্কা খেয়েছে। অর্থনৈতিক খাতে ব্যর্থতা একটু বেশি হয়েছে।''

গত চার বছরে সবারই কিছু না কিছু উন্নতি হয়েছে এবং উল্লেখ করার মতো কোন ব্যর্থতা নেই বলে দাবি করেন মি. রহমান।

পদ্মা সেতু বিষয়ে মসিউর রহমান

আলী রেজা ইফতেখার

News image"সরকার ও বিরোধী দলের সংলাপ হলে ব্যর্থতা কম হতো। শেয়ার বাজার বড় ধাক্কা খেয়েছে। অর্থনৈতিক খাতে ব্যর্থতা একটু বেশি হয়েছে।"

পদ্মা সেতুর বিষয়ে অবস্থান ব্যাখ্যা করে মি. রহমান বলেন, ''পদ্মা সেতু নিয়ে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান করেছে। মামলা হয়েছে। বিশ্বব্যাংক বলেনি তাদের নালিশের প্রকৃত অর্থ কি । সাক্ষ্য প্রমাণ যে ডায়রির পাতার কথা বলা হয় সেটা কেউ কখনো দেখেনি। একটা ভুয়া জিনিসের উপর আমরা কথা বলছি। বিশ্বব্যাংকের অনুসন্ধান পদ্ধতিতে দুর্বলতা থাকতে পারে। বাংলাদেশ সরকার চেয়েছে কিন্তু বিশ্বব্যাংক ও কানাডা সরকার এখনো কোন প্রমাণ দিতে পারেনি। তাই আমি ধরে নেবো প্রমাণযোগ্য কিছু এখানে পাওয়া যায়নি।''

পদ্মা সেতু হয়নি বলে ব্যক্তিগতভাবে আপনি অনুতপ্ত কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ''দুর্নীতির ষড়যন্ত্র নিয়ে বিশ্বব্যাংক বা সোচ্চার পত্রিকাগুলো কিছু প্রকাশ করেনি। সেটা প্রকাশ না হওয়া পর্যন্ত এখানে দুর্নীতি হয়েছে বলা অসংগত হবে।''

প্রসঙ্গত পদ্মা সেতু দুর্নীতি ইস্যুতে বিশ্বব্যাংক বেশ কয়েকজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাকে ছুটিতে পাঠানোর পরামর্শ দেয়। এরপর মসিউর রহমান ছুটিতে যান বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

যুক্তরাষ্ট্রে কোটা সুবিধা বা জিএসপি প্রসঙ্গ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফজিলাতুন নেসা জানতে চান যুক্তরাষ্ট্র বাংলাদেশকে যে বিশেষ বানিজ্য সুবিধা (জিএসপি) দেয়, তা বাতিলের জন্যে আবেদন জানানো হয়েছে। এ ব্যাপারে কি পদক্ষেপ নেয়া যেতে পারে?

সরকারের সাফল্য-ব্যর্থতা নিয়ে একজন দর্শক

"সরকারের সফলতা শিক্ষায়। ব্যর্থতা হলমার্ক, পদ্মা সেতু, শেয়ার বাজার ধ্বস।"

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জিএসপির বিষয়ে যুক্তরাষ্ট্রে শুনানিতে সরকারের কোন প্রতিনিধি যায়নি, এটা অবাক করার মতো। এটা সরকারের অব্যবস্থাপনার প্রমাণ। তৈরি পোশাক শিল্পে বিপর্যয় ঘটলে কি হবে তা ভাবতে হবে।

ফারাহ কবীর বলেন, এ ব্যাপারে সরকারকে উদ্যোগ নিতে হবে এবং শ্রমিকদের অবস্থার উন্নতি করতে হবে। বাস্তব সম্মত বেতন ও নিরাপত্তা দিতে হবে।

মি. ইফতেখার বলেন, জিএসপি যেন বাতিল না হয় তা নিশ্চিত করতে হবে। পোশাক শিল্প ক্ষতিগ্রস্ত হলে তা আমাদের জন্য ভালো হবেনা।

তবে মসিউর রহমান বলেন, জিএসপি

তৈরি পোশাক শিল্প ক্ষতিগ্রস্ত হবেনা। তবে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ সরকার গ্রহণ করবে।

sanglap audience

বাংলাদেশ সংলাপে অংশ নেয়া দর্শকদের একাংশ।

দর্শক রহিমুল আলম পেশাজীবী সংগঠনগুলোর আন্দোলন প্রসঙ্গ টেনে বলেন এর ফলে অর্থনীতিতে যে বাড়তি চাপ আসবে, তা কীভাবে সামলানো যাবে?

মি. ইফতেখার বলেন, ২০ হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে সরকার। এ টাকা ভর্তুকি খাতে চলে যাচ্ছে। তিনি মনে করেন, এসব মিলিয়ে সরকারের ওপর চাপ বাড়বেই।

ফারাহ কবীর বলেন, ''শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ যথেষ্ট নয়। শিক্ষকের বেতন বাড়াতে সমস্যা হয় কিন্তু সংসদ সদস্যদের বেতন ভাতা বৃদ্ধি করতে সমস্যা হয়না।''

আপনাদের মন্তব্য:

আমাদের গণতন্ত্রের জন্য সুষ্ঠ নির্বাচন দরকার। অতীতে ক্ষমতাসীনরা সুষ্ঠ নির্বাচন করেনি। বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে অনেক হরতাল করেছিলেন, যার ফলে ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির নির্বাচনের পর তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য সংবিধার সংশোধন করা হয়। এখন তারা এই ব্যবস্থা কেন বাতিল করলো তা আমরা বুঝতে পারছি না। রাজনৈতিক কর্মীরা এক অপরের উপর আক্রমণ চালাচ্ছে, কিসের জন্য?

-- মোহাম্মদ শরিফ হোসেন, নরসিংদী

যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়নি, আইন-শৃঙ্খলার অবনতি,পুঁজি বাজারের লুটপাট, কুইক রেন্টালে ব্যাপক দুর্নীতি, রেলের কালোবিড়ালের উৎপাত বৃদ্ধি,পদ্মা সেতুর দুর্নীতি, ইত্যাদি ক্ষেত্রে সরকারের ব্যর্থতা আকাশ ছুঁয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছে আগামী নির্বাচনে জয়ী হবার জন্যে, তাদের উদ্দেশ্য ভালো নয়। দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্যে তত্বাবধায়ক ব্যবস্থার বিকল্প কিছু নেই, তাই জাতীয় স্বার্থে এই ব্যবস্থা ফিরিয়ে আনা দরকার।

-- নাজিম উদ্দিন মাহামুদ, লস এন্জেলেস ক্যালিফোর্নিয়া

মধ্যপ্রাচ্য শ্রম বাজার নিয়ে আমার মন্তব্য হল: এটি আওয়ামী লীগ সরকারের ইসলামের বিরুদ্ধে অবস্থানের কারণ। এছাড়া আমরা দেখতে পাই যে বিএনপি সরকার আসলেই মধ্যপ্রাচ্যে শ্রমবাজার খুলে দেয়া হয়। এর একটি বিশেষ কারণ জামায়াতে ইসলামী।

-- এল এইচ খান, ময়মনসিংহ

বিবিসি বাংলাদেশ সংলাপে চলতি সপ্তাহে আলোচিত বিষয়বস্তু সম্পর্কে আপনার কী মতামত?:

মন্তব্য করুন

* এই ঘরগুলি অবশ্যই পূরণ করতে হবে

একই ধরনের খবর

সম্পর্কিত বিষয়

BBC © 2014বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻

]]>