সরকারি হাসপাতাল কতটা নিরাপদ?
বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক সপ্তাহ আগে চুরি যাওয়া শিশুটিকে পুলিশ বৃহস্পতিবার গাজীপুর থেকে উদ্ধার করেছে র্যাব।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু'জন নারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মধ্যে একজন ধাত্রী বলে জানিয়েছে পুলিশ।
গত ২১শে আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কাওসার হোসেন ও রুনা আক্তার দম্পতির নবজাতক যমজ শিশুর একটি চুরি হয়।
বিবিসি বাংলার মানসী বড়ুয়া স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নুরুল হককে জিজ্ঞেস করেছিলেন, ঢাকা মেডিকেলের মতো হাসপাতালে এই ঘটনা কিভাবে ঘটতে পারলো?