ইউনিফর্মের ব্যয়: সংকটে বাবা-মা
যুক্তরাজ্যের উত্তর আয়ারল্যান্ডের একটি দাতব্য সংস্থা বলছে, সেখানকার স্কুলগুলোতে বাচ্চাদের নতুন ইউনিফর্ম বানানোর খরচ যোগাতে গিয়ে, অল্প আয়ের অনেক পরিবারকেই হিমশিম খেতে হচ্ছে।
সংস্থাটি বলছে, ইউনিফর্মের খরচ মেটাতে পরিবারগুলোকে খাবার বা নিত্যপ্রয়োজনীয় জ্বালানির ব্যয় মেটাতে সমস্যায় পড়তে হচ্ছে।
এই সমস্যার সমাধানে প্রতিষ্ঠানটি এক অভিনব উপায় বের করেছে।
কী সেই উপায়? জানার চেষ্টা করেছিলেন ম্যাগি টাগার্ট। তার প্রতিবেদন পরিবেশন করছেন সাইয়েদা আক্তার।