শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভূক্তি কতটা রাজনৈতিক?

বাংলাদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভূক্তি করার ক্ষেত্রে সুনির্দিষ্ট একটি নীতিমালা তৈরির তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় সচিবালয়ে শিক্ষামন্ত্রণালয় পরিদর্শনকালে রোববার তিনি এই নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশে সর্বশেষ ২০১০ সালে এই এমপিওভূক্তি হলেও সেটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। অভিযোগ রয়েছে, এমপিওভূক্তির ক্ষেত্রে বর্তমানে একটি নীতিমালা থাকলেও রাজনৈতিক কারণে তা অনেক সময় মানা হয় না। নীতিমালা মেনে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্ত করলে সরকারি অর্থের অপচয় কমবে বলে বিশেষজ্ঞরা মনে করেন। বেসরকারি স্কুল কলেজকে এমপিওভুক্তির জন্যে স্থানীয় এমপি ও প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে একটা চাপ থাকে কর্তৃপক্ষের ওপর।

বিবিসি বাংলার মিজানুর রহমান খান শিক্ষামন্ত্রী নুরুল ইসমলাম নাহিদকে জিজ্ঞেস করেছিলেন, এ বিষয়ে কতোটুকু অনুরোধ বা চাপ তাকে সহ্য করতে হয়?