ভিয়েতনামে হারিয়ে যাচ্ছে কা-চু সঙ্গীত

ভিয়েতনামের সঙ্গীতের প্রাচীনতম একটি ধারার নাম কা-চু।
৯০০ বছরেরও বেশি সময় ধরে এই সঙ্গীতের চর্চা চলে আসছে।
কিন্তু বর্তমানে এই ধারাটি হারিয়ে যেতে বসেছে।
যদিও ইউনেস্কো একে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করেছে।
এই ধারার অনুসারীর সংখ্যা ধীরে ধীরে ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে এসেছে।
এখনও যেটুকু চর্চা চলছে তা মোটামুটিভাবে পারিবারিক আবহের মধ্যেই সীমিত এবং বংশ পরম্পরায় এই সঙ্গীতকে টিকিয়ে রাখার চেষ্টা চালাচ্ছেন তারা।
বিবিসির ভিয়েতনামিজ সার্ভিসের হা মি এমনই একজন সঙ্গীত গুরুর বাড়িতে গিয়েছিলেন।
তার প্রতিবেদন পরিবেশন করেছেন শায়লা রুখসানা: