ইবোলা প্রতিষেধক নিয়ে গবেষণা

জিম্যাপ নামে ইবোলা ভাইরাসের একটি প্রতিষেধক এখন বিজ্ঞানীদের হাতে যেটি মানবদেহে পরীক্ষা করে দেখার জন্য অপেক্ষা করা হচ্ছে।

ঔষধটি এরই মধ্যে ১৮টি বাঁদরের উপর পরীক্ষা করে দেখা হয়েছে এবং শতভাগ সাফল্য পাওয়া গেছে। জিম্যাপের একটি পূর্বতন সংস্করণ অবশ্য সাতজন রোগীর দেহে ব্যবহার করা হয়েছিল। এদের মধ্যে দুজন মারা গেছেন।

এ নিয়ে বিবিসির টিম অলম্যানের প্রতিবেদন। পরিবেশন করছেন আহরার হোসেন।