দক্ষিণ সুদানে দুর্ভিক্ষের শঙ্কা
আট মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার কারণে দক্ষিণ সুদান এখন দূর্ভিক্ষের কিনারে এসে দাঁড়িয়েছে। জাতিসংঘ বলছে, কৃষকেরা চাষের মৌসুম ধরতে না পারায় ৪০ লাখ মানুষ এখন খাদ্যাভাবে পড়েছে। বর্ষায় পথ ঘাট নষ্ট হওয়ায় যাদের সাহায্য দরকার মানবিক সাহায্য দানকারী সংস্থাগুলো তাদের কাছে পৌঁছাতে পারছে না। বিশেষজ্ঞরা বলছেন, এ বছরেরর শেষ নাগাদ দেশটিতে দূর্ভিক্ষ আঘাত হানতে পারে।
কিন্তু বিবিসির ইমান্যুয়েল ইগুঞ্জা উত্তরাঞ্চলের প্রত্যন্ত গ্যানিয়েল এলাকা ঘুরে জানাচ্ছেন দক্ষিণ সুদানের লক্ষাধিক মানুষ এরইমধ্যে চরম পুষ্টি সংকটের মুখোমুখি। তার প্রতিবেদনটি পরিবেশন করছেন শায়লা রুখসানা।