অনুরাগে সিক্ত ফিরোজা বেগম

নজরুল সঙ্গীতের কিংবদন্তী শিল্পী ফিরোজা বেগমকে বুধবার ঢাকায় বনানী গোরস্থানে দাফন করা হয়েছে।

এর আগে শিল্পীর মরদেহ তার নিজের বাড়িতে ও কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়, যেখানে শিল্পী ও ভক্তরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানান।

৮৪ বছর বয়েসী ফিরোজা বেগম অসুস্থ হয়ে মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে মারা যান।

তার প্রতি ভক্তদের অনুরাগ নিয়ে বিবিসি বাংলার মিজানুর রহমান খান কথা বলেন বাংলাদেশের এক শীর্ষস্থানীয় নজরুল সঙ্গীত শিল্পী খায়রুল আনাম শাকিলের সাথে।