কেনিয়ার নতুন প্রেসিডেন্ট উহুরু কেনিয়াট্টা কোন বৈষম্য না করে দেশের সকলকে সাথে নিয়ে ঐকবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

মার্চের গোড়ায় ফল ঘোষণার পর কেনিয়াট্টা এই নির্বাচনকে গণতন্ত্রের বিজয় বলে আখ্যা দেন
এর আগে দেশটির সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট নির্বাচনে উহুরু কেনিয়াট্টাকেই বিজয়ী বলে রায় দেয়।
নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তাঁর প্রতিদ্বন্দ্বী রাইলা ওডিঙ্গা যে পিটিশন দাখিল করেছিলেন, তা খারিজ করে দিয়ে দেশের শীর্ষ আদালত আরও বলেছে এ মাসের গোড়ায় হওয়া ওই নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্যই ছিল।
রাইলা ওডিঙ্গা নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে আদালতে বেশ কয়েকবার আপিল করেছিলেন।
তাঁর অভিযোগ ছিল মিঃ কেনিয়াট্টার পক্ষে ভোটের সংখ্যা ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে দেখানো হয়েছে।
তবে রাইলা ওডিঙ্গা বিবিসিকে বলেছেন আদালতের সব মন্তব্যের সাথে তিনি একমত না হলেও আদালতের সিদ্ধান্তকে তিনি সম্মান জানাচ্ছেন এবং এখন তিনি রক্তপাত এড়াতে চাইছেন। তিনি তার সমর্থকদের বলেন এই বিরোধের শান্তিপূর্ণ সমাধানের জন্য তিনি অন্যকোন বিকল্প পন্থার কথা ভাববেন। সুপ্রিম কোর্টের রায় কেবল সেইসব পন্থার একটি মাত্র, কিন্তু ন্যায়বিচার পাবার জন্য আরো অনেক রাস্তাই খোলা রয়েছে।
সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষ এড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি ।
এদিকে, সুপ্রিম কোর্ট রায় ঘোষণার পর দেশটির বিভিন্ন প্রান্তে বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেছে। বেশিরভাগ ক্ষেত্রেই এসব ঘটনায় খুব ছোট পরিসরে ঘটলেও কিসুমুতে দুইজন নিহত হবার খবর পাওয়া গেছে।
এর আগে সুপ্রিম কোর্টের ছয়জন বিচারপতির সর্বসম্মতিক্রমে নেওয়া সিদ্ধান্ত শনিবার ঘোষণা করেন প্রধান বিচারপতি উইলি মুতুঙ্গা।
নির্বাচন নিরপেক্ষ ও ন্যায্য বলে আদালতের এই রায় ঘোষণার ফলে প্রেসিডেন্ট পদে উহুরু কেনিয়াট্টার বিজয়ের পথে আর কোনো প্রতিবন্ধকতা রইল না।
সরকারি ফলাফলে বলা হয়েছিল মিঃ কেনিয়াট্টা তার প্রতিপক্ষ প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গাকে প্রায় ৭ শতাংশ ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন।
কেনিয়ায় জাতির জনকের পুত্র উহুরু কেনিয়াট্টা ৯ই এপ্রিল শপথ গ্রহণ করবেন। তবে ২০০৭ এ বিগত নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে মিঃ কেনিয়াট্টার জুলাই মাসে আন্তর্জাতিক অপরাধ আদালতের মুখোমুখি হবার কথা।
২০০৭ এর ওই সহিংসতায় কেনিয়ায় ১২শয়ের ওপর লোক প্রাণ হারায়।
২০০৭এর নির্বাচনের পর এ বছর চৌঠা মার্চ প্রেসিডেন্ট, সংসদ ও পৌরপরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ মাসের গোড়ায় ফল ঘোষণার পর মিঃ কেনিয়াট্টা ওই ফলকে গণতন্ত্রের বিজয় বলে আখ্যা দিলে মিঃ ওডিঙ্গা তা মানতে অস্বীকৃতি জানান ও অনিয়মের অভিযোগ আনেন।

























