ভোটে কারচুপির অভিযোগ এনে কোর্টে ওডিঙ্গা

সর্বশেষ আপডেট শনিবার, 16 মার্চ, 2013 16:26 GMT 22:26 বাংলাদেশ সময়
raila_amolo_odinga

কেনিয়ার প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা

কেনিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে উহুরু কেনিয়াট্টার স্বল্প ব্যবধানের জয়কে চ্যালেঞ্জ জানিয়ে প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা সুপ্রিম কোর্টে আপিল করেছেন। তিনি নির্বাচন কর্তৃপক্ষের বিরুদ্ধে ওই ভোটে কারচুপির অভিযোগ তুলেছেন।

এদিকে আপিল আবেদন পেশ করার আগে রাজধানী নাইরোবিতে সুপ্রিম কোর্টের বাইরে বিক্ষোভরত রাইলা ওডিঙ্গার শত শত সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে।

প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গার আইনজীবীরা যখন আজ নাইরোবিতে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেন, তার বেশ কিছুক্ষণ আগে থেকেই তাঁর সমর্থকরা আদালতের বাইরে জড়ো হতে থাকেন।

মি ওডিঙ্গার সমর্থনে তাঁর শত শত সমর্থক যখন শ্লোগান দিচ্ছিলেন, তখনই পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জনতার ওপর কাঁদানে গ্যাস ছোড়ে।

একটু পরেই কেনিয়ার পুলিশ প্রধান ডেভিড কিমাইয়ো সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, কোনও রাজনৈতিক বিক্ষোভ বা সমাবেশে অংশ নেওয়ার চেষ্টা তারা বরদাস্ত করবেন না।

"দেশের কোথাও কেউ কোনও বিক্ষোভ বা রাজনৈতিক সমাবেশ করার চেষ্টা করবেন না, সেটা করলে আইন ভাঙার দায়ে পড়তে হবে "

ডেভিড কিমাইয়ো, কেনিয়ার পুলিশ প্রধান

তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত, আমরা দেখতে পাচ্ছি এখনও কিছু লোক রাজনীতি নিয়ে আলোচনার জন্য জটলা করার চেষ্টা চালাচ্ছে। এটা মেনে নেওয়া যায় না, কারণ এ থেকে অযথা উত্তেজনা সৃষ্টি হতে পারে।’

পুলিশ প্রধান মি কিমাইয়ো আরও বলেন, ‘কেউ কেউ যে শহরে ও দেশের অন্যত্র বিক্ষোভ সমাবেশ করতে চাইছে – জাতীয় পুলিশ বিভাগের হাতে সেরকম তথ্যও আছে। এই ধরনের সমাবেশ কিন্তু বেআইনি – আমি মানুষকে বলব তারা যেন এসব থেকে দূরে থাকেন, নইলে তাদের আইন ভাঙার দায়ে পড়তে হবে।’

পুলিশের এই হুঁশিয়ারি সত্ত্বেও মি ওডিঙ্গার সমর্থকরা অবশ্য এখনও তাদের বিক্ষোভ কর্মসূচী থেকে পিছু হঠেননি।

মি ওডিঙ্গা নিজেও জানিয়েছেন – জালিয়াতি করে তাঁকে খুব অল্প ব্যবধানে ভোটে হারানো হয়েছে, তাই এর বিরুদ্ধে তাদের প্রতিবাদ ও আইনি লড়াই অব্যাহত থাকবে।

uhuru_kenyatta

প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষিত হয়েছেন উহুরু কেনিয়াট্টা

তাঁর কথায়, ‘নানারকম নির্বাচনী জালিয়াতি ও কারচুপির খবর আমাদের এজেন্টরা ভোটের সময় নিয়মিত নির্বাচন কমিশনকে জানিয়ে গেছেন – কিন্তু তারা সব উপেক্ষা করেছে, কোনও ব্যবস্থাই নেয়নি।’

মি ওডিঙ্গা আরও জানান, ‘কয়েকটা ভোটগ্রহণকেন্দ্রে তো নথিভুক্ত ভোটারের সংখ্যার চেয়েও বেশি বৈধ ভোট পড়েছে। বেশ কয়েকটা ক্ষেত্রে কমিশনের ফর্মে ঘোষিত ফল আর প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলও দেখা গেছে সম্পূর্ণ আলাদা!’

মি ওডিঙ্গার এই সব অভিযোগের তির যার দিকে, সেই উহুরু কেনিয়াট্টাকেই সদ্যসমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

তবে পাঁচ বছর আগে যে নির্বাচন পরবর্তী সহিংসতায় কেনিয়ায় এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন, সেই রক্তপাতের সূত্র ধরে মি কেনিয়াট্টার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা ঝুলছে – নির্বাচনে বিজয়ী হলেও তাকে একদিন না একদিন সেই অভিযোগের মুখোমুখি হতে হবে।

সম্পর্কিত বিষয়

BBC © 2014বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻

]]>