আলজিরিয়ায় নিপীড়নের কথা স্বীকার করলো ফ্রান্স

সর্বশেষ আপডেট বৃহষ্পতিবার, 20 ডিসেম্বর, 2012 16:23 GMT 22:23 বাংলাদেশ সময়

আলজিরিয় সংসদে ফরাসী প্রেসিডেন্টের ভাষণ

আলজিরিয়া যে ফরাসী উপনিবেশিক শাসনের সময় নিপীড়িত হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁন্সোয়া ওল্যাঁদ আজ তা স্বীকার করেছেন। তবে এই প্রশ্নে তিনি কোন আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা থেকে বিরত থাকেন।

আলজিয়ার্সে সে দেশের সংসদে ভাষণ দেয়ার সময় তিনি বলেন, ১৩২ বছর ধরে আলজেরিয়রা নির্মম এবং অন্যায় এক শাসনব্যবস্থার অধীনে জীবনযাপন করেছেন।

প্রেসিডেন্ট ফ্রাঁসোয় ওল্যাঁদ এই সফরের সময় ফ্রান্সের পক্ষ থেকে একজন্যে ক্ষমা চাইবেন বলে আশা করেছিল আলজেরীয়রা।

ফ্রান্সে ৩০ বছরের কমবয়েসী যেসব আলজেরীয়র বাস তারা ফ্রান্সকে শত্রু হিসাবে দেখে না, যেমনটা হয়ত দেখতেন তাদের আগের প্রজন্মের আলজেরীয়রা।

বরং এক সমীক্ষায় দেখা গেছে তাদের সাবেক ঔপনিবেশিক শাসক সম্পর্কে বর্তমান প্রজন্ম উদাসীন- আজকের দ্বিপক্ষীয় সম্পর্কের যুগে তারা চায় সমানাধিকার।

তবে অতীত ইতিহাসকে দুদেশ কখনই পুরোপুরি স্বীকার করে নেয় নি।

সেই অর্থে আলজেরীয় সংসদে ওল্যাঁদের ভাষণ একটা সূচনা।

তিনি তাঁর ভাষণে বলেছেন - '১৩২ বছর আলজেরিয়া একটা নির্মম ও অন্যায় শাসনের অধীনে ছিল - যেটি হল ঔপনিবেশিকতা।'

কিন্তু একথা বললেও পূর্ণাঙ্গ ক্ষমা তিনি চান নি অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী অপরাধের জন্য কোনোরকম অনুশোচনা দেখান নি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আলজেরীয় জাতীয়তাবাদী অভ্যূত্থান ফরাসী বাহিনী যখন নির্দয় হাতে দমন করেছিল, তখন প্রাণ হারিয়েছিল হাজার হাজার মানুষ।

তিনি তার ভাষণে শুধু এটুকুই বলেছেন যে সহিংসতা, অবিচার, গণহত্যা ও নির্যাতন সম্পর্কে সত্য স্বীকার করে নেওয়া উচিত।

সম্পর্কিত বিষয়

BBC © 2014বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻

]]>