
ওয়াজিরিস্তান ম্যাপ
আফগানিস্তানে জঙ্গী বাহিনী হাক্কানি নেটওয়ার্কের শীর্ষস্থানীয় একজন নেতা বদরুদ্দিন হাক্কানি, মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছেন বলে তার পরিবারের একজন সদস্য জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বদরুদ্দিন হাক্কানির মৃত্যুর খবর এখনও নিশ্চিত করেনি।
অন্য একটি ঘটনায়, পাকিস্তানি তালেবানের কমান্ডার মোল্লাহ দাদুল্লাহও, শুক্রবার নেটোর বিমান হামলায় নিহত হয়েছে। তালেবানও তাদের এই নেতার হত্যার খবর নিশ্চিত করেছে।
মিঃ হাক্কানির পরিবারের একজন সদস্য বিবিসিকে বলেছেন পাকিস্তানের সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানে উপজাতি অধ্যুষিত এলাকায় জঙ্গীদের শক্ত ঘাঁটির ওপর মার্কিন ড্রোন হামলায় মঙ্গলবার মিঃ হাক্কানি নিহত হয়েছেন ।
বদরুদ্দিন হাক্কানি, নেটওয়ার্কের প্রথম সারির একজন সামরিক অধিনায়ক এবং আর্থিক বিষয়েও তাঁর কর্তৃত্বই ছিল প্রধান ।
উত্তর ওয়াজিরিস্তান যেহেতু দুর্গম এলাকা এবং জঙ্গীদের কঠোর নিয়ন্ত্রণে, তাই সেখানে ড্রোন হামলায় হতাহতের খবর নিশ্চিত করতে মার্কিন বাহিনীর প্রায়শই কয়েকদিন বা সপ্তাহ লেগে যায় ।
তবে খবরটি নিশ্চিত হলে সেটা হবে আফগানিস্তানে মার্কিন বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ একটা অগ্রগতি।
এদিকে পূর্ব আফগানিস্তানের কুনার প্রদেশে নেটোর বিমানহামলায় পাকিস্তান তালেবানের একজন অধিনায়ক মোল্লা দাদুল্লাহসহ বেশ কয়েকজন তালেবান যোদ্ধা মারা গেছেন ।
পাকিস্তান সীমান্তের কাছে শুক্রবারের ওই হামলায় বাজাউর প্রদেশে তালেবানের অধিনায়ক মোল্লা দাদুল্লা ও তার কয়েকজন সহযোদ্ধার মৃত্যুর খবর তালেবান স্বীকার করেছে।
নেটো এবং স্থানীয় আফগান কর্মকর্তারা বলছেন দাদুল্লা ও ১২জন তালেবান যোদ্ধা ছিলেন এমন একটি বাড়ির ওপর হামলায় তাদের প্রাণহানি ঘটে।

























