প্রজাপতি ঘেরা গরিলার ছবি জিতে নিল সেরা ফটোগ্রাফি পুরষ্কার, বিজয়ীদের মধ্যে রয়েছেন একজন বাংলাদেশিও

২০২১ সালের নেচার কনজারভেন্সি ফটো প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন অনুপ শাহ্। মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের এক অরণ্যে প্রজাপতি ঘেরা এই গরিলার ছবিটি সেরা ছবি হিসেবে নির্বাচিত হয়েছে।

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের এক অরণ্যে প্রজাপতি ঘেরা এই গোরিলার ছবিটি সেরা ছবি হিসেবে নির্বাচিত হয়েছে।

ছবির উৎস, Anup Shah/TNC Photo Contest 2021

এই ছবিটির শিরোনাম ‌'মালুই'। ১৫৮টি দেশ থেকে পাঠানো এক লক্ষ ছবির মধ্যে এটাই সেরা হিসেবে বিবেচিত হয়।

ব্রিটিশ ফটোগ্রাফার অনুপ শাহ্‌ পুরষ্কার হিসেবে পাবেন ৪০০০ ডলার মূল্যের একটি ক্যামেরা প্যাকেজ।

"আমার ভাল লাগে সেই সব ছবি যা আপনাকে আকৃষ্ট করবে," বলছেন বেন ফোল্ডস। তিনি একজন খ্যাতিমান গায়ক এবং ফটোগ্রাফার।

"গরিলার মুখের দিকে দেখুন, কী দেখছেন? প্রশান্তি, প্রজাপতিগুলোকে সহ্য করা? এটা বলা খুব কঠিন। কিন্তু এই পতঙ্গগুলো আপনার নজর কাড়বেই," বলছেন তিনি।

দ্যা নেচার কনজারভেন্সি একটি পরিবেশবাদী প্রতিষ্ঠান। বিশ্বের ৭২টি দেশে এটি তৎপর। মাটি এবং জলের ওপর যে জীবন নির্ভরশীল তাকে রক্ষা করাই এই প্রতিষ্ঠানের কাজ।

প্রতিষ্ঠানটি জলবায়ু পরিবর্তন নিয়েও কাজ করে।

বিবিসি বাংলায় আরো কিছু ফটো গ্যালারি:

এ বছরের প্রতিযোগিতায় বিজয়ী ছবি এবং ফটোগ্রাফার সম্পর্কে বিস্তারিত বিবরণ দেয়া হলো:

line

জনগণের ভোটে বিজয়ী: জোনাকি, ছবি তুলেছেন প্রথমেশ ঘাডেরকার, ভারত

বর্ষা মৌসুমের শুরুতে ভারতের বিভিন্ন জায়গায় জোনাকি পোকার এই দৃশ্য দেখা যায়।

ছবির উৎস, Prathamesh Ghadekar/TNC Photo Contest 2021

বর্ষা মৌসুমের শুরুতে ভারতের বিভিন্ন জায়গায় জোনাকি পোকার এই দৃশ্য দেখা যায়।

ছবিটি ট্রাইপডে বসানো ক্যামেরা থেকে তোলা হয়েছে। প্রতি সেকেন্ডে ৩০ এক্সপোজারের ৩২টি ছবি স্ট্যাক করা হয়েছে। ভিউইং টাইম ছিল ১৬ মিনিট।

line

ল্যান্ডসকেপ বিভাগে বিজয়ী: খরা, ছবি তুলেছেন ড্যানিয়েল ডি গ্র্যানভিল মানচো- ব্রাজিল

ব্রাজিলের মাতো গ্রাসোতে ট্রান্সপানতানিয়া হাইওয়ের পাশে খরায় উষর মাটিতে একটি কুমিরের মরদেহ।

ছবির উৎস, Daniel De Granville Manço/TNC Photo Contest 2021

ব্রাজিলের মাতো গ্রাসোতে ট্রান্সপানতানিয়া হাইওয়ের পাশে খরায় উষর মাটিতে একটি কুমিরের মরদেহ।

গত বছর ঐ এলাকায় অনাবৃষ্টি হলে একটি ড্রোন ব্যবহার করে ছবিটি তোলা হয়েছে।

line

ল্যান্ডসকেপ বিভাগে দ্বিতীয় শ্রেষ্ঠ ছবি: সেরা দো মার, ছবি তুলেছেন ডেনিস ফেরেইরা নেট্টো, ব্রাজিল।

হেলিকপ্টারে উড়ে যাওয়ার সময় চোখে পড়লো সাদা মেঘে ঢাকা এই পর্বতচূড়া। মনে হলো কোন ডাইনোসরের মাথা দেখছি।

ছবির উৎস, Denis Ferreira Netto/TNC Photo Contest 2021

হেলিকপ্টারে উড়ে যাওয়ার সময় চোখে পড়লো সাদা মেঘে ঢাকা এই পর্বতচূড়া। মনে হলো কোন ডাইনোসরের মাথা দেখছি।

line

ল্যান্ডস্কেপ বিভাগের বিশেষ পুরষ্কার: জীবনের রঙ, ছবি তুলেছেন স্কট পোরটেল্লি, অস্ট্রেলিয়া

বর্ষার সময় কুইন্সল্যান্ড প্রদেশের কারপেনটারিয়া উপসাগরে জল ঢেলে দেয় বহু ছোট নদীম খাল আর ঝর্ণা।

ছবির উৎস, Scott Portelli/TNC Photo Contest 2021

বর্ষার সময় কুইন্সল্যান্ড প্রদেশের কারপেনটারিয়া উপসাগরে জল ঢেলে দেয় বহু ছোট নদী, খাল আর ঝর্ণা। তৈরি হয় সবুজ বাদাবন।

line

মানব ও প্রকৃতি বিভাগে বিজয়ী: ওরাংওটাং-এর জীবন রক্ষা, ছবি তুলেছেন অ্যালেইন শ্রয়েডার, বেলজিয়াম

এই ছবিতে ফুটে উঠেছে ইন্দোনেশিয়ার একটি ওরাংউটানের উদ্ধার, চিকিৎসা এবং অরণ্যে মুক্তির দৃশ্য।

ছবির উৎস, Alain Schroeder

এই ছবিতে ফুটে উঠেছে ইন্দোনেশিয়ার একটি ওরাংওটাং-এর উদ্ধার, চিকিৎসা এবং অরণ্যে মুক্তির দৃশ্য।

সুমাত্রান ওরাংওটাং সংরক্ষণ কর্মসূচির কর্মীরা ব্রেন্ডা নামের এই ওরাংউটানের অপারশেনের জন্য তৈরি হচ্ছেন। ব্রেন্ডার বয়স মাত্র তিন মাস।

অবৈধ শিকার, বনাঞ্চল ধ্বংস এবং পাম অয়েল বাগানের জন্য ওরাংওটাং-এর জীবন এখন বিপন্ন।

line

মানব ও প্রকৃতি বিভাগে দ্বিতীয় স্থান: ধুলিঝড়, ছবি তুলেছেন টম ওভারঅল, অস্ট্রেলিয়া

সাহারা মরুভূমির এক পথ প্রদর্শক।

ছবির উৎস, Tom Overall/TNC Photo Contest 2021

সাহারা মরুভূমির এক পথ প্রদর্শক।

line

মানব ও প্রকৃতি বিভাগে উল্লেখযোগ্য ছবি: বাড়ির পথে, ছবি তুলেছেন মিনচিয়াং লু, চীন

বাড়ির পথে, ছবি তুলেছেন মিনচিয়াং লু, চীন

ছবির উৎস, Minqiang Lu/TNC Photo Contest 2021

line

পানি বিভাগে শ্রেষ্ঠ ছবি: পানি, ছবি তুলেছেন কাজী আরিফুজ্জামান, বাংলাদেশ

পানি, ছবি তুলেছেন কাজী আরিফুজ্জামান, বাংলাদেশ

ছবির উৎস, Kazi Arifujjaman/TNC Photo Contest 2021

line

পানি বিভাগে দ্বিতীয় শ্রেষ্ঠ ছবি: সাঁতার, ছবি তুলেছেন জোরাম মেনেস, মেক্সিকো

সাঁতার, ছবি তুলেছেন জোরাম মেনেস, মেক্সিকো

ছবির উৎস, Joram Mennes/TNC Photo Contest 2021

line

পানি বিভাগে উল্লেখযোগ্য ছবি: হিমবাহের বুদবুদ, ছবি তুলেছেন জোর্গে আন্দ্রেস মিরাগলিয়া, আর্জেন্টিনা

হিমবাহের বুদবুদ, ছবি তুলেছেন জোর্গে আন্দ্রেস মিরাগলিয়া, আর্জেন্টিনা

ছবির উৎস, Jorge Andrés Miraglia/TNC Photo Contest 2021

line

বন্যপ্রাণী বিভাগে শ্রেষ্ঠ ছবি: বিপদসঙ্কুল সাঁতার, ছবি তুলেছেন বুধলিনি ডি সয়জা, অস্ট্রেলিয়া

বিপদসঙ্কুল সাঁতার, ছবি তুলেছেন বুধলিনি ডি সয়জা, অস্ট্রেলিয়া

ছবির উৎস, Buddhilini de Soyza/TNC Photo Contest 2021

line

বন্যপ্রাণী বিভাগে দ্বিতীয় শ্রেষ্ঠ ছবি: সূর্যমুখী, ছবি তুলেছেন ম্যাটুয়েস পিয়েসিয়াক, পোল্যান্ড

সূর্যমুখী, ছবি তুলেছেন ম্যাটুয়েস পিয়েসিয়াক, পোল্যান্ড

ছবির উৎস, Mateusz Piesiak/TNC Photo Contest 2021

line

বন্যপ্রাণী বিভাগে উল্লেখযোগ্য ছবি: খোঁজ, ছবি তুলেছেন টমাস ভিজায়ান, কানাডা

খোঁজ, ছবি তুলেছেন টমাস ভিজায়ান, ক্যানাডা

ছবির উৎস, Thomas Vijayan

সব ছবি স্বত্ত্ব সংরক্ষিত।