আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
প্রজাপতি ঘেরা গরিলার ছবি জিতে নিল সেরা ফটোগ্রাফি পুরষ্কার, বিজয়ীদের মধ্যে রয়েছেন একজন বাংলাদেশিও
২০২১ সালের নেচার কনজারভেন্সি ফটো প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন অনুপ শাহ্। মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের এক অরণ্যে প্রজাপতি ঘেরা এই গরিলার ছবিটি সেরা ছবি হিসেবে নির্বাচিত হয়েছে।
এই ছবিটির শিরোনাম 'মালুই'। ১৫৮টি দেশ থেকে পাঠানো এক লক্ষ ছবির মধ্যে এটাই সেরা হিসেবে বিবেচিত হয়।
ব্রিটিশ ফটোগ্রাফার অনুপ শাহ্ পুরষ্কার হিসেবে পাবেন ৪০০০ ডলার মূল্যের একটি ক্যামেরা প্যাকেজ।
"আমার ভাল লাগে সেই সব ছবি যা আপনাকে আকৃষ্ট করবে," বলছেন বেন ফোল্ডস। তিনি একজন খ্যাতিমান গায়ক এবং ফটোগ্রাফার।
"গরিলার মুখের দিকে দেখুন, কী দেখছেন? প্রশান্তি, প্রজাপতিগুলোকে সহ্য করা? এটা বলা খুব কঠিন। কিন্তু এই পতঙ্গগুলো আপনার নজর কাড়বেই," বলছেন তিনি।
দ্যা নেচার কনজারভেন্সি একটি পরিবেশবাদী প্রতিষ্ঠান। বিশ্বের ৭২টি দেশে এটি তৎপর। মাটি এবং জলের ওপর যে জীবন নির্ভরশীল তাকে রক্ষা করাই এই প্রতিষ্ঠানের কাজ।
প্রতিষ্ঠানটি জলবায়ু পরিবর্তন নিয়েও কাজ করে।
বিবিসি বাংলায় আরো কিছু ফটো গ্যালারি:
এ বছরের প্রতিযোগিতায় বিজয়ী ছবি এবং ফটোগ্রাফার সম্পর্কে বিস্তারিত বিবরণ দেয়া হলো:
জনগণের ভোটে বিজয়ী: জোনাকি, ছবি তুলেছেন প্রথমেশ ঘাডেরকার, ভারত
বর্ষা মৌসুমের শুরুতে ভারতের বিভিন্ন জায়গায় জোনাকি পোকার এই দৃশ্য দেখা যায়।
ছবিটি ট্রাইপডে বসানো ক্যামেরা থেকে তোলা হয়েছে। প্রতি সেকেন্ডে ৩০ এক্সপোজারের ৩২টি ছবি স্ট্যাক করা হয়েছে। ভিউইং টাইম ছিল ১৬ মিনিট।
ল্যান্ডসকেপ বিভাগে বিজয়ী: খরা, ছবি তুলেছেন ড্যানিয়েল ডি গ্র্যানভিল মানচো- ব্রাজিল
ব্রাজিলের মাতো গ্রাসোতে ট্রান্সপানতানিয়া হাইওয়ের পাশে খরায় উষর মাটিতে একটি কুমিরের মরদেহ।
গত বছর ঐ এলাকায় অনাবৃষ্টি হলে একটি ড্রোন ব্যবহার করে ছবিটি তোলা হয়েছে।
ল্যান্ডসকেপ বিভাগে দ্বিতীয় শ্রেষ্ঠ ছবি: সেরা দো মার, ছবি তুলেছেন ডেনিস ফেরেইরা নেট্টো, ব্রাজিল।
হেলিকপ্টারে উড়ে যাওয়ার সময় চোখে পড়লো সাদা মেঘে ঢাকা এই পর্বতচূড়া। মনে হলো কোন ডাইনোসরের মাথা দেখছি।
ল্যান্ডস্কেপ বিভাগের বিশেষ পুরষ্কার: জীবনের রঙ, ছবি তুলেছেন স্কট পোরটেল্লি, অস্ট্রেলিয়া
বর্ষার সময় কুইন্সল্যান্ড প্রদেশের কারপেনটারিয়া উপসাগরে জল ঢেলে দেয় বহু ছোট নদী, খাল আর ঝর্ণা। তৈরি হয় সবুজ বাদাবন।
মানব ও প্রকৃতি বিভাগে বিজয়ী: ওরাংওটাং-এর জীবন রক্ষা, ছবি তুলেছেন অ্যালেইন শ্রয়েডার, বেলজিয়াম
এই ছবিতে ফুটে উঠেছে ইন্দোনেশিয়ার একটি ওরাংওটাং-এর উদ্ধার, চিকিৎসা এবং অরণ্যে মুক্তির দৃশ্য।
সুমাত্রান ওরাংওটাং সংরক্ষণ কর্মসূচির কর্মীরা ব্রেন্ডা নামের এই ওরাংউটানের অপারশেনের জন্য তৈরি হচ্ছেন। ব্রেন্ডার বয়স মাত্র তিন মাস।
অবৈধ শিকার, বনাঞ্চল ধ্বংস এবং পাম অয়েল বাগানের জন্য ওরাংওটাং-এর জীবন এখন বিপন্ন।
মানব ও প্রকৃতি বিভাগে দ্বিতীয় স্থান: ধুলিঝড়, ছবি তুলেছেন টম ওভারঅল, অস্ট্রেলিয়া
সাহারা মরুভূমির এক পথ প্রদর্শক।
মানব ও প্রকৃতি বিভাগে উল্লেখযোগ্য ছবি: বাড়ির পথে, ছবি তুলেছেন মিনচিয়াং লু, চীন
পানি বিভাগে শ্রেষ্ঠ ছবি: পানি, ছবি তুলেছেন কাজী আরিফুজ্জামান, বাংলাদেশ
পানি বিভাগে দ্বিতীয় শ্রেষ্ঠ ছবি: সাঁতার, ছবি তুলেছেন জোরাম মেনেস, মেক্সিকো
পানি বিভাগে উল্লেখযোগ্য ছবি: হিমবাহের বুদবুদ, ছবি তুলেছেন জোর্গে আন্দ্রেস মিরাগলিয়া, আর্জেন্টিনা
বন্যপ্রাণী বিভাগে শ্রেষ্ঠ ছবি: বিপদসঙ্কুল সাঁতার, ছবি তুলেছেন বুধলিনি ডি সয়জা, অস্ট্রেলিয়া
বন্যপ্রাণী বিভাগে দ্বিতীয় শ্রেষ্ঠ ছবি: সূর্যমুখী, ছবি তুলেছেন ম্যাটুয়েস পিয়েসিয়াক, পোল্যান্ড
বন্যপ্রাণী বিভাগে উল্লেখযোগ্য ছবি: খোঁজ, ছবি তুলেছেন টমাস ভিজায়ান, কানাডা
সব ছবি স্বত্ত্ব সংরক্ষিত।