আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ফটো গ্যালারি: করোনাভাইরাসের আতংক উপেক্ষা করে দক্ষিণ কোরিয়ায় হাজারো দম্পতির গণবিয়ে
করোনাভাইরাসের আতংকে যখন স্বাভাবিক জীবনযাত্রায় বড় ধরনের ছন্দপতন ঘটেছে, তার মধ্যেও দক্ষিণ কোরিয়ায় হাজারো দম্পতি এক গণবিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। প্রতি বছর এই গণবিয়ের অনুষ্ঠানটির আয়োজন করে দক্ষিণ কোরিয়ার 'ইউনিফিকেশন চার্চ।'
অনুষ্ঠানটি হয় সওলের কাছে গেপিওংজিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। এই গণবিয়ের অনুষ্ঠানের মাধ্যমে করোনাভাইরাস দক্ষিণ কোরিয়ায় ছড়িয়ে পড়তে পারে বলে আশংকা করা হচ্ছিল। কিন্তু আতংক উপেক্ষা করে শত শত দম্পতি বিয়ে করতে এই অনুষ্ঠানে হাজির হন।
দক্ষিণ কোরিয়ায় এরই মধ্যে ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
অনুষ্ঠানে অনেকেই মাস্ক পরে এসেছিলেন। তবে অনেকে আবার এত বেশি সতর্কতার কোন প্রয়োজন দেখেননি।
প্রায় ষাটটির বেশি দেশের ছয় হাজার মানুষ এই অনুষ্ঠানে বিয়ে করেন। ইউনিফিকেশন চার্চের অনুসারীদের মধ্যে এরকম গণবিয়ের অনুষ্ঠানের প্রচলন ১৯৬০ এর দশক থেকে।
তবে অনুষ্ঠানে যোগ দেয়া সবাইকে করোনভাইরাসের কোন লক্ষণ আছে কিনা সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। করোনাভাইরাসের আতংকের কারণে দক্ষিণ কোরিয়ায় বড় বড় সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
গণবিয়ের অনুষ্ঠানে অবশ্য চীন থেকে এবার কাউকে যোগ দিতে দেয়া হয়নি।
বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন যে প্রায় ৩০ হাজার মানুষ, তাদের সবাইকে পরার জন্য মাস্ক দেয়া হয়েছিল, তবে সবাই মাস্ক ব্যবহার করেননি।