আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন
আপনি বিবিসি নিউজ বাংলা ওয়েবসাইটের একটি টেক্সট-ওনলি (শুধুমাত্র লিখিত) সংস্করণের অংশ হিসেবে এই ওয়েবপেজটি দেখছেন, যা কম ডেটা ব্যবহার করে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের সব আর্টিকেলের সম্পূর্ণ লেখা এই টেক্সট-ওনলি লাইট সাইটগুলোতে পাওয়া যায়।
আমাদের লক্ষ্য হলো এমন সব পেজ তৈরি করা, যা দ্রুত লোড হয় এবং যেসব ব্যবহারকারীর প্রয়োজন, তারা যেন কম খরচে আমাদের খবর পেতে পারেন। আমরা জানি, বিবিসি নিউজ ওয়ার্ল্ড সার্ভিসের ব্যবহারকারীরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসেন এবং তাদের ডেটা খরচ, নেটওয়ার্ক সংযোগের গতি ও ডিভাইস ভিন্ন ভিন্ন হয়।
এই দ্রুত ও হালকা পেজগুলো তৈরি করতে আমরা অনেক কোড সরিয়ে ফেলেছি এবং কিছু ক্ষেত্রে ব্যবহারকারীর অভিজ্ঞতা সামান্য পরিবর্তন করেছি।
উদাহরণস্বরূপ, আপনি এই লাইট সাইটগুলোতে কোনো ছবি বা কার্যকরী মিডিয়া দেখতে পাবেন না। এর মানে এই নয় যে আপনি সেই কন্টেন্ট একেবারেই অ্যাক্সেস করতে পারবেন না, বরং এটি শুধুমাত্র আমাদের সাইটের মূল সংস্করণে রয়েছে। আপনি চাইলে এই লিঙ্কে ক্লিক করে সহজেই সেই পেজগুলোতে যেতে পারবেন।