ফটো গ্যালারি: বাবা ও সন্তানের ছবি

বিশ্বের অনেক দেশে আজ পালন করা হচ্ছে বাবা দিবস। এ দিনটিতে নিজের বাবাকে নানাভাবে শুভেচ্ছা জানান বা স্মরণ করেন অনেকে। ফেসবুকের অনেক ব্যবহারকারী তাদের বাবাকে নিয়ে মন্তব্য করছেন, ছবি শেয়ার করেছেন। তাদের কিছু ছবি নিয়ে আমাদের আজকের এই ফটো গ্যালারি।

দুই সন্তানকে নিয়ে খেলছেন একজন বাবা

ছবির উৎস, MAHBUBA DINA

ছবির ক্যাপশান, দুই সন্তানকে নিয়ে খেলছেন একজন বাবা।
বাবা ও মেয়ে

ছবির উৎস, Sifat E Syed

ছবির ক্যাপশান, বাবা ও তার সন্তানের ছবি পোস্ট করেও অনেকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। সাইফুল হাসানের সন্তানসহ এই ছবিটি পোস্ট করে তাকে প্রথম বাবা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তার সহধর্মিনী।
ফেসবুকে নিজের বাবাকে নিয়ে ছবি দিচ্ছেন অনেকে।

ছবির উৎস, Nilima Haydar

ছবির ক্যাপশান, ফেসবুকে নিজের বাবাকে নিয়ে ছবি দিচ্ছেন অনেকে। বাবা দিবস উপলক্ষে নিলীমা হায়দার তার বাবাকে নিয়ে এই সেলফি পোস্ট করেছেন।
বাবা ও ছেলে

ছবির উৎস, Nasima Akter

ছবির ক্যাপশান, "...আমার সোনা বাচ্চারা তোমাদের বাবা দিবস সফল হোক .." এই বলে ইসতিয়াক আহমেদ ও দুই ছেলের ছবি পোস্ট করেছেন নাসিমা আক্তার।
বাবা ও মেয়ে

ছবির উৎস, Amanur Rahman Rafat

ছবির ক্যাপশান, বাবা দিবস উপলক্ষে নিজের মেয়ের সাথে ছবিটি পাঠিয়েছেন আমানুর রহমান রাফাত।
বাবা মেয়ে

ছবির উৎস, Samiul Syed

ছবির ক্যাপশান, "...আমার বাবা, যাকে খুব সামান্য অথবা নির্দোষ মিথ্যা কথাও কখনও বলতে শুনিনি...বাবার এই গুণটি আয়ত্ত করার চেষ্টা করে যাচ্ছি......জানি না আদৌ কখনও সফল হব কিনা..বাবা দিবস এর অনেক অনেক শুভেচ্ছা আমার সত্যবাদী বাবার জন্য......" ফেসবুকে বাবার উদ্দেশ্যে লিখেছেন সিফাত ই সাঈদ।
নিজের সন্তান আর ভাতিজাকে নিয়ে খেলছেন একজন বাবা, ছবিটি বিবিসি বাংলার পাঠক শাহরিয়ার ইসলাম পাঠিয়েছেন

ছবির উৎস, SHAHRIAR ISLAM

ছবির ক্যাপশান, নিজের সন্তান আর ভাতিজাকে নিয়ে খেলছেন একজন বাবা, ছবিটি বিবিসি বাংলার পাঠক শাহরিয়ার ইসলাম পাঠিয়েছেন।
বাবাকে নিয়ে তিন সন্তানের সেলফি।

ছবির উৎস, Zahidul Islam Khan

ছবির ক্যাপশান, বড় ভাইয়ের সেলফিতে বাবার সঙ্গে চার ভাই। ঈদুল ফিতরের দিনের এই ছবিটি পাঠিয়েছেন জাহিদুল ইসলাম খান।
সন্তানকে নিয়ে নদীর পাড়ে বসে আসেন এক বাবা।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, সন্তানকে নিয়ে নদীর পাড়ে বসে আসেন এক বাবা।
সন্তানকে নিয়ে ঘুরতে বের হয়েছেন এক বাবা।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, সন্তানকে নিয়ে ঘুরতে বের হয়েছেন এক বাবা।
বাবা ও ছেলে

ছবির উৎস, Ziaul mazumder

ছবির ক্যাপশান, বাবাকে নিয়ে মসজিদের সামনে তোলা এই ছবিটি পাঠিয়েছেন জিয়াউল মজুমদার।
বাবার সাথে তোলা এই ছবিটি পাঠিয়েছেন আফরিন আক্তার

ছবির উৎস, Abrin Akhter Lamia

ছবির ক্যাপশান, বাবার সাথে তোলা এই ছবিটি পাঠিয়েছেন আফরিন আক্তার
বাবা ও ছেলে

ছবির উৎস, S M Hridoy Rahman

ছবির ক্যাপশান, "ছোটবেলার ছবিতে বাবার কোলে আমি। বাবার পাশে আমার বড় বোন।" -এস এম হৃদয় রহমান
বাবা ও ছেলে

ছবির উৎস, Digbijoy Deb

ছবির ক্যাপশান, 'যার হাত ধরেই প্রথম আমার পথচলা শেখা' ছবিটি পাঠিয়ে বলেছেন দিগ্বিজয় দেব
মেয়ের সঙ্গে এই ছবিটি পাঠিয়েছেন পিতা মো: শামসুদ্দোহা

ছবির উৎস, Mohammad Sumsud-doha

ছবির ক্যাপশান, মেয়ের সঙ্গে এই ছবিটি পাঠিয়েছেন পিতা মো: শামসুদ্দোহা