পাঠকদের ছবি: রঙের নানা বাহার

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কোন নির্দিষ্ট বিষয়ের ওপর বিবিসির পাঠকদের পাঠানো ছবি নিয়ে প্রতি সপ্তাহে একটি ফটো গ্যালারি তৈরি করা হয়। এ সপ্তাহের বিষয় 'রঙের বাহার'।

ফুলের মধ্যে ব্যাঙ

ছবির উৎস, JOHN BROWN

ছবির ক্যাপশান, জন ব্রাউন: আমার একজন বন্ধু বেশ কয়েকটি ব্যাঙ পালন করে। তিনি আমাকে সেগুলোর ছবি তোলার অনুমতি দেন। কয়েকটি ফুল নিয়ে তাদের খেলা করার সুযোগ দেয়ার পর এই ছবিটি তোলা হয়।
ওয়েইন রাথবোন: নামিবিয়ার হিমবা গোত্রের একজন নারী ওৎজিতে মিশ্রণ মাখিয়ে রেখেছেন, মাখন আর মাটি মিশিয়ে যা তৈরি করা হয়। এগুলো তার ত্বককে ভালো রাখতে সাাহায্য করে।

ছবির উৎস, WAYNE RATHBONE

ছবির ক্যাপশান, ওয়েইন রাথবোন: নামিবিয়ার হিমবা গোত্রের একজন নারী ওৎজিতে মিশ্রণ মাখিয়ে রেখেছেন, মাখন আর মাটি মিশিয়ে যা তৈরি করা হয়। এগুলো তার ত্বককে ভালো রাখতে সাাহায্য করে।
রাজহাস

ছবির উৎস, PETER ELLIS

ছবির ক্যাপশান, পিটার এলিস: দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার ন্যাশনাল জুলজিক্যাল গার্ডেনে পানিতে ভেসে বেড়াচ্ছে কিছু রাজহাস
ইয়োভিলটন স্টেশনে রাজকীয় নৌবাহিনীর বিমানের প্রদর্শনী

ছবির উৎস, CALLY STEPHENS

ছবির ক্যাপশান, কেলি স্টেফান্স: যুক্তরাজ্যের ইয়োভিলটন স্টেশনে রাজকীয় নৌবাহিনীর বিমানের প্রদর্শনী
কানাডায় সেইন্ট লরেন্স নদীতে মন্ট্রিল ফায়ারওয়ার্ক উৎসবের সময় ছবিটি তোলা।

ছবির উৎস, CHE MERIALES

ছবির ক্যাপশান, চে মেরিয়েলেস: কানাডায় সেইন্ট লরেন্স নদীতে মন্ট্রিল ফায়ারওয়ার্ক উৎসবের সময় ছবিটি তোলা। এ সময় সামনের সেতুতে লোকজনের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে
মুলা

ছবির উৎস, BRIAN MORRIS

ছবির ক্যাপশান, ব্রায়ান মরিস: নিউইয়র্কের রবিবারের কৃষক বাজারে বিক্রি হচ্ছে লাল মুলা
মিয়ানমারের মানডালের সিনবায়ুমে প্যাগোডার একজন নবীশ ভিক্ষু সাদা পাথর নকশার ওপর দিয়ে মনের আনন্দে ছুটছে

ছবির উৎস, LOUISA PURVIS

ছবির ক্যাপশান, লুইস পুরভিস: মিয়ানমারের মানডালের সিনবায়ুমে প্যাগোডার একজন নবীশ ভিক্ষু সাদা পাথর নকশার ওপর দিয়ে মনের আনন্দে ছুটছে
অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি বহুতল ভবনের পেছনে দেখা দিয়েছে রংধনু

ছবির উৎস, DAVID HUNTER

ছবির ক্যাপশান, ডেভিড হান্টার: অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি বহুতল ভবনের পেছনে দেখা দিয়েছে রংধনু
ডুবোজাহাজ

ছবির উৎস, DANIEL FURON

ছবির ক্যাপশান, ড্যানিয়েল ফুরন: নানা রঙের মাঝে বসে আছে একটি ডুবোজাহাজ
টিউলিপ

ছবির উৎস, JOHN ALLEN

ছবির ক্যাপশান, জন অ্যালেন: ''এর আগেও এই টিউলিপ ফুলগুলোর বেশ কয়েকটি ছবি আমি তুলেছিলাম। কিন্তু যখন এটির পাপড়ি ঝড়ে যেতে শুরু করলো, তখন আমি ভিন্ন ধরণের একটি দৃশ্য দেখতে পলাম। এখনো তাদের উজ্জ্বলতা রয়েছে, কিন্তু সেই সঙ্গে যেন বিদায়ের একটি ছবিও ফুঁটে উঠেছে।''
নীল উজ্জ্বল একটি পুলে ভাসমান একটি লাইফ বোট

ছবির উৎস, LES GOLDING

ছবির ক্যাপশান, লেস গোল্ডিং: নীল উজ্জ্বল একটি পুলে ভাসমান একটি লাইফ বোট