ফটো গ্যালারি: ক্যামেরার সামনে সেলেব্রিটিদের ছেলেমানুষী

অ্যান্ডি গটস্‌ বিশ্বের সেরা ফটোগ্রাফারদের একজন।

তার তোলা প্রথম ছবিতে মডেল হয়েছিলেন ব্রিটিশ কমেডিয়ান স্টিভেন ফ্রাই।

তিনি সময় দিয়েছিলেন মাত্র ৯০ সেকেন্ড।

এরপর তার ফ্রেমে বন্দী হয়েছে বহু খ্যাতনামা মুখ।

অ্যান্ডি গটসের একটাই শর্ত: তার তোলা পোর্ট্রেটে কোন পরিবর্তন আনা যাবে না।

আর তাতেই রাজি সেলেব্রিটিরা।

নিচের ছবিগুলোতে ব্রাড পিট, জর্জ ক্লুনি কিংবা ম্যাট ডেমনের মতো তারকারা দাড়িয়েছেন ক্যামেরার সামনে।

তারপর তারা যা করেছেন, তা বন্দী হয়েছে অ্যান্ডি গটসের লেন্সে।

ব্র্যাড পিট

ছবির উৎস, Andy Gotts

ছবির ক্যাপশান, ব্র্যাড পিট
পেনেলোপি ক্রুজ

ছবির উৎস, Andy Gotts

ছবির ক্যাপশান, পেনেলোপি ক্রুজ
জর্জ ক্লুনি

ছবির উৎস, Andy Gotts

ছবির ক্যাপশান, জর্জ ক্লুনি
কেইট উইনস্লেট

ছবির উৎস, Andy Gotts

ছবির ক্যাপশান, কেইট উইনস্লেট
রবার্ট ডি নিরো

ছবির উৎস, Andy Gotts

ছবির ক্যাপশান, রবার্ট ডি নিরো
স্যামুয়েল এল জ্যাকসন

ছবির উৎস, Andy Gotts

ছবির ক্যাপশান, স্যামুয়েল এল জ্যাকসন
জুলিয়া রবার্টস

ছবির উৎস, Andy Gotts

ছবির ক্যাপশান, জুলিয়া রবার্টস
টম হিডলস্টন

ছবির উৎস, Andy Gotts

ছবির ক্যাপশান, টম হিডলস্টন
ম্যাট ডেমন

ছবির উৎস, Andy Gotts

ছবির ক্যাপশান, ম্যাট ডেমন
Harrison Ford pulls faces

ছবির উৎস, Andy Gotts