‘সহায়তা আসছে, বিক্ষোভ চালিয়ে যান,’ ইরানিদের উদ্দেশ্যে বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানিদের সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত রাখার আহবান জানিয়ে বলেছেন, ‘সহায়তা আসছে’। আইসিসির সাথে একটি বৈঠকের পর নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়েছে বিসিবি। সীমান্তে গুলির ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…

সরাসরি কভারেজ

  1. মঙ্গলবার সারাদিনে যা যা হলো:

    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানিদের সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত রাখার আহবান জানিয়েছেন এবং তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন ‘সহায়তা আসছে’। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন: “ইরানি দেশপ্রেমিকরা, বিক্ষোভ চালিয়ে যান—নিজেদের প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিন!! খুনী ও নিপীড়কদের নাম মনে রাখুন। তাদের বড় মূল্য দিতে হবে”।
    • বিবিসি পার্সিয়ান সংবাদদাতা জিয়ার গোল এবং রয়টার্স বার্তা সংস্থাকে একটি সূত্র জানিয়েছে, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে অভিযানে সহস্রাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। রয়টার্সও ইরানের একজন নিরাপত্তা কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে, মৃতের সংখ্যা প্রায় ২ হাজারের মতো।
    • জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেছেন ইরান সরকারের শেষ দিন ও সপ্তাহগুলো দেখছেন তারা। “যখন একটি সরকার শুধু সহিংসতা দিয়ে ক্ষমতা ধরে রাখে, তখন আসলে এর কার্যকারিতা শেষ। জনগণ এখন সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে,” বলেছেন তিনি। এদিকে ইরানে সহিংসতা বেড়ে যাওয়ায় ইউরোপের বিভিন্ন দেশ নিজ দেশে ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে।
    • নির্বাচন কমিশন প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য বিদেশে যে পোস্টাল ব্যালট পাঠিয়েছে, তা নিয়ে আপত্তি তুলেছে বিএনপি। একই সঙ্গে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে প্রার্থিতা বাতিলেরও সমালোচনা করেছে দলটি। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সাথে সাক্ষাৎ করে এ আপত্তির কথা জানিয়েছে।
    • বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি) টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়ে দিয়েছে। বিসিবি ও আইসিসির মধ্যে ভিডিও কনফারেন্সে আলোচনার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বিসিবি।
    • বাংলাদেশের চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে আটকের পর জেলার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্যকে সেনানিবাসে প্রত্যাহারের কথা জানিয়েছে আইএসপিআর। জেলা বিএনপি এই ঘটনার পর অভিযোগ করেছিল যে, আটকের পর অতিরিক্ত নির্যাতনে ওই বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
    • বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মো-কে তলব করে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাছে মিয়ানমারের দিক থেকে গুলি আসার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ওই ঘটনায় বার বছর বয়েসি একটি শিশু গুরুতর আহত হয়েছে।
    • বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর মোবাইল ফোন সেটের আমদানিতে শুল্ক ৬০ শতাংশ কমিয়েছে বলে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এর ফলে আমদানি হওয়া ৩০ হাজার টাকার অধিক মূল্যের প্রতিটি পূর্ণাঙ্গ মোবাইল ফোনের দাম আনুমানিক সাড়ে ৫ হাজার টাকা কমবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...

  2. ‘সহায়তা আসছে, বিক্ষোভ চালিয়ে যান,’ ইরানিদের উদ্দেশ্যে বললেন ট্রাম্প

    ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Mandel NGAN / AFP via Getty Images

    ছবির ক্যাপশান, ডোনাল্ড ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানিদের সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত রাখার আহবান জানিয়েছেন এবং তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন ‘সহায়তা আসছে’।

    নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন: “ইরানি দেশপ্রেমিকরা, বিক্ষোভ চালিয়ে যান—নিজেদের প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিন!! খুনী ও নিপীড়কদের নাম মনে রাখুন। তাদের বড় মূল্য দিতে হবে”।

    “বিক্ষোভাকারীদের নির্বিচারে হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানি কর্মকর্তাদের সাথে সব বৈঠক বাতিল করেছি। সহায়তা আসছে,” লিখেছেন তিনি।

    এদিকে ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের একজন এরফান সোলতানির মৃত্যুদণ্ড কাল বুধবার কার্যকর করা হবে বলে খবর পাওয়া যাচ্ছ।

    যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, গত ২৮শে ডিসেম্বর ইরানে প্রতিবাদ বিক্ষোভ শুরুর পর থেকে এ পর্যন্ত ২০০০ মানুষ প্রাণ হারিয়েছে। এর মধ্যে অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি ও সরকারি কর্মীরাও রয়েছে।

    এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন সামরিক অভিযানের হুমকির অভিযোগ করে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে এবং তারা ট্রাম্পের শুল্ক-হুমকিকে ব্লাকমেইল হিসেবে বর্ণনা করেছে।

    তাদের মুখপাত্র মারিয়া ঝাকারোভা বলেছেন, ইরানে হামলার যে হুমকি যুক্তরাষ্ট্র দিয়েছে তা পুরোপুরি অগ্রহণযোগ্য। তিনি ইরানের বিশৃঙ্খল পরিস্থিতিকে হামলার অজুহাত হিসেবে নেওয়ার বিষয়েও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন।

    তিনি বলেন এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যও বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রে বিপর্যয়কর পরিণতি নিয়ে আসবে।

    শুক্রবার উত্তর-পশ্চিম তেহরানের কাজ স্কয়ারে একজন বিক্ষোভকারী

    ছবির উৎস, Public domain

    ছবির ক্যাপশান, শুক্রবার উত্তর-পশ্চিম তেহরানের কাজ স্কয়ারে একজন বিক্ষোভকারী

    ওদিকে হাউজ অব কমন্সে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইরানের বিক্ষোভকারীদের ওপর অভিযানকে গত ১৩ বছরের মধ্যে সবচেয়ে নিষ্ঠুর ও রক্তাক্ত দমন বলে আখ্যায়িত করেছেন।

    প্রসঙ্গত, ট্রাম্প এর আগে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে যুক্ত দেশগুলোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।

    ইরানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীন, এর পরেই রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ভারত।

    চলমান আন্দোলনে তেহরান বিক্ষোভকারীদের হত্যা করলে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর নতুন করে শুল্ক আরোপের এই ঘোষণা দিলেন ট্রাম্প।

    সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, বিমান হামলাসহ সামরিক পদক্ষেপ নেওয়ার বিকল্প সিদ্ধান্তগুলোও 'টেবিলে' রয়েছে।

    ইরানি মুদ্রা রিয়ালের মূল্য হ্রাসের কারণে সৃষ্ট ক্ষোভ থেকে ডিসেম্বরের শেষের দিকে বিক্ষোভের সূত্রপাত হয় দেশটিতে, যা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির বৈধতার সংকটে পরিণত হয়েছে।

    আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর ইরানের ভেতরে স্বাধীনভাবে কাজ করার অনুমতি নেই এবং তারা বেশিরভাগই দেশের বাইরে সক্রিয় ইরানি মানবাধিকার গোষ্ঠীগুলির ওপর নির্ভর করছে।

    বিবিসি বাংলায় আরও পড়ুন:

  3. পোস্টাল ব্যালটের সংশোধন চেয়েছে বিএনপি, আপত্তি দ্বৈত নাগরিকত্ব ইস্যুতেও

    বাংলাদেশ নির্বাচন কমিশন ভবন
    ছবির ক্যাপশান, বাংলাদেশ নির্বাচন কমিশন ভবন

    নির্বাচন কমিশন প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য বিদেশে যে পোস্টাল ব্যালট পাঠিয়েছে, তা নিয়ে আপত্তি তুলেছে বিএনপি। একই সঙ্গে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে প্রার্থিতা বাতিলেরও সমালোচনা করেছে দলটি।

    দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সাথে সাক্ষাৎ করে এ আপত্তির কথা জানিয়েছে।

    “বিভিন্ন দেশে প্রবাসীদের যে ব্যালট পেপার পাঠানো হয়েছে, সেখানে উদ্দেশ্যমূল্যকভাবে দেশের কয়েকটি রাজনৈতিক দলের নাম ও প্রতিক উদ্দেশ্যমূলকভাবে প্রথম লাইনে দেওয়া হয়েছে।

    ''অথচ বিএনপির নাম প্রতীক মাঝে দেওয়া হয়েছে। ভাজ করলে কারও নজরেই পড়বে না,” প্রেস ব্রিফিংয়ে বলেছেন তিনি।

    মি. খান জানান যে, তারা এ বিষয়ে সিইসির সাথে কথা বলেছেন এবং তাদের কাছে মনে হয়েছে কমিশন বিষয়টি খেয়াল করেনি।

    “অ্যালফাবেট অনুযায়ী হয়েছে কি-না সেটাই তাদের কাছে বিবেচনার বিষয় ছিল। কিন্তু ব্যাপারটা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে। এটি পরিবর্তনের অনুরোধ জানিয়েছি আমরা। একই সাথে এ ধরনের পোস্টাল ব্যালট সংশোধনের করতে বলেছি,” বলেছেন তিনি।

    প্রসঙ্গত, পোস্টাল ব্যালটে ভোট দিতে এবার প্রবাসীসহ ১৫ লাখের বেশি ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।

    এছাড়া বাহরাইনে কিছু লোক পোস্টাল ব্যালট নিয়ন্ত্রণ করছে, এমন একটি ভাইরাল ভিডিওর বিষয়ে বিএনপির দিক থেকে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন নজরুল ইসলাম খান।

    তিনি বলেন, “বাহরাইনে একটি বিশেষ দলের নেতৃবৃন্দ অনেক ব্যালট পেপার হ্যান্ডেল করছে। এই ভিডিও ভাইরাল হয়েছে। নির্বাচন কমিশন বলেছে এমন ঘটনা তারাও জেনেছে। যারা এটি করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি করেছি”।

    নজরুল ইসলাম খান বলেন, আইন অনুযায়ী দ্বৈত নাগরিক যারা ছিলেন তাদের হলফনামায় জানানোর নিয়ম আছে যে, সেটি তারা পরিত্যাগ করেছেন।

    “সংবিধানে বলা রয়েছে যদি নাগরিকত্ব ত্যাগ করে তাহলে নির্বাচনের জন্য যোগ্য হবে। আরপিও অনুযায়ী হলফনামায় বলতে হয় যে, অন্য দেশের নাগরিকত্ব ছেড়ে দিয়েছি। জটিলতা সৃষ্টি হয় এমন কিছু না করা অনুরোধ জানিয়েছি। গত পনের বছরে নানা কারণে অনেককে বিদেশে যেতে হয়েছে। এখন পরিবর্তিত পরিস্থিতিতে তারা ফিরে এসেছেন। তাদের নির্বাচনের বাইরে রাখা উচিত হবে না,” বলেছেন তিনি।

    প্রসঙ্গত, কিছু কিছু এলাকায় কিছু প্রার্থী তাদের দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগের প্রমাণ উপস্থাপন না করায় রিটার্নিং অফিসার ও পরে নির্বাচন কমিশন প্রার্থিতা বাতিল করায় এমন প্রতিক্রিয়া জানালো বিএনপিা

    প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন এবার

    ছবির উৎস, ELECTION COMISSION BANGLADESH

    ছবির ক্যাপশান, প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন এবার
  4. ইরানে বিক্ষোভ দমন অভিযানে ২০০০ মানুষের মৃত্যুর আশঙ্কা

    ইরানে মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়েছে বলে খবর পাাওয়া যাচ্ছে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইরানে মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়েছে বলে খবর পাাওয়া যাচ্ছে

    বিবিসি পার্সিয়ান সংবাদদাতা জিয়ার গোল এবং রয়টার্স বার্তা সংস্থাকে একটি সূত্র জানিয়েছে, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে অভিযানে সহস্রাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

    গোল বলেন তিনি ‘আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারেন যে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে’। তিনি বলেন, ইরান সরকার আগেও শক্তি প্রয়োগ করেছে কিন্তু “এবারে যা ঘটছে তা একেবারেই নজিরবিহীন”।

    রয়টার্সও ইরানের একজন নিরাপত্তা কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে, মৃতের সংখ্যা প্রায় ২ হাজারের মতো। এর মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিক রয়েছে।

    ওই কর্মকর্তা এসব মৃত্যুর জন্য ‘সন্ত্রাসীদের’ দায়ী করেছেন।

    এর আগে জাতিসংঘের মানবাধিকার অফিসের মুখপাত্র জেরেমি লরেন্স জেনেভায় এক সম্মেলনে বলেছেন, ‘রিপোর্ট ইঙ্গিত দিচ্ছে যে শত শত মানুষ নিহত হয়েছে এবং হাজার হাজার আটক হয়েছে’।

    তিনি জানান জাতিসংঘের নিজস্ব সূত্রগুলো থেকে এ ধারণা পাওয়া গেছে।

    এর আগে গতকাল একটি মানবাধিকার সংস্থা বলেছে তাদের বিশ্বাস ৬৫০ জনের মতো নিহত হয়েছে।

  5. গণভোটের জন্য স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রচারের নির্দেশনা

    বাংলাদেশে আগামী মাসে ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনেই যে গণভোট হতে যাচ্ছে সে বিষয়ে সচেতনতা তৈরি করতে বেসরকারি সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

    সরকারি বার্তা সংস্থা বাসস-এ খবরে বলা হয়েছে, দুই অধিদপ্তরের আওতাধীন সকল শিক্ষা দপ্তরগুলোকেও এ নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

    মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে জারিকৃত পৃথক নির্দেশনায় বলা হয়েছে, দেশের সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গণভোটের লোগো সংবলিত ব্যানার ও ফেস্টুন দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শন করতে হবে। একই সঙ্গে সরকারি সকল যোগাযোগ ও দাপ্তরিক চিঠিপত্রে গণভোটের লোগো ব্যবহার করতে হবে।

    এর আগে মাউশির এক নির্দেশনায় বলা হয়েছিল, গণভোটের বিষয়ে ভোটারদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে সকল সরকারি যোগাযোগে (পত্র, আদেশ, প্রজ্ঞাপন, পরিপত্র ইত্যাদি) নির্বাচনের পূর্ব পর্যন্ত গণভোটের নির্ধারিত ‘লোগো’ ব্যবহার করতে হবে।

    অন্যদিকে, একই তারিখে মাদ্রাসা অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের মাধ্যমে এই বার্তা পরিবারের কাছে পৌঁছে দিতে হবে। প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই প্রচারণা চালাতে হবে।

    মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

    জুলাই জাতীয় সনদ ২০২৫-এ উল্লিখিত রাষ্ট্র সংস্কারের মৌলিক প্রস্তাবগুলোর ওপর জনগণের রায় নিতে এই গণভোট অনুষ্ঠিত হবে।

  6. ইরান সরকার শেষ দিনগুলোতে পৌঁছেছে, বললেন জার্মান চ্যান্সেলর

    জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ

    জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেছেন ইরান সরকারের শেষ দিন ও সপ্তাহগুলো দেখছেন তারা।

    “যখন একটি সরকার শুধু সহিংসতা দিয়ে ক্ষমতা ধরে রাখে, তখন আসলে এর কার্যকারিতা শেষ। জনগণ এখন সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে,” বলেছেন তিনি।

    এদিকে ইরানে সহিংসতা বেড়ে যাওয়ায় ইউরোপের বিভিন্ন দেশ নিজ দেশে ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে।

    স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন রাষ্ট্রদূতকে তলব করে বিক্ষোভে দমন পীড়নের তীব্র নিন্দা জানানো হয়েছে।

    ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরান সরকার নীরবে হত্যা ও দমন চালানোর জন্যই ইন্টারনেট বন্ধ করে দিয়েছে।

    ইরানে বিক্ষোভ শুরু হয় দুই সপ্তাহেরও বেশি আগে, ২৮শে ডিসেম্বর।

    তেহরানের খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানি মুদ্রা রিয়ালের মূল্য ব্যাপক পড়ে যাওয়ায় তেহরানের দোকানিরা রাস্তায় নেমে আসলে বিক্ষোভের সূচনা হয়।

    এই বিক্ষোভ ইতোমধ্যে ব্যাপক ছড়িয়ে পড়েছে।

  7. আইসিসির সাথে বৈঠক, ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ

    বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ

    ছবির উৎস, ICC/BCB

    ছবির ক্যাপশান, বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ

    বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি) টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়ে দিয়েছে।

    বিসিবি ও আইসিসির মধ্যে ভিডিও কনফারেন্সে আলোচনার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বিসিবি।

    বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলোচনার সময় বিসিবি নিরাপত্তা ইস্যুতে ভারতে না যাওয়ার বিষয়ে আগের অবস্থানেই অনড় থাকার কথা জানায়। বোর্ড বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়ে আবারো আইসিসিকে অনুরোধ করেছে।

    অন্যদিকে আইসিসি বলেছে টূর্নামেন্টের সময়সূচি ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে এবং তারা বিসিবিকে তাদের অবস্থান পরিবর্তনের অনুরোধ করেছে।

    তবে উভয়পক্ষ আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিসির সাথে এই সভায় বিসিবির পক্ষে সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি মো. সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজমূল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী অংশ নেন।

    এর আগে সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান বাংলাদেশ ক্রিকেট দলের ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার ইস্যুতে আইসিসির নিরাপত্তা বিভাগ 'তিনটি আশঙ্কা'র কথা জানিয়ে চিঠি পাঠিয়েছে ।

    পরে বিসিবি জানায় এটি মূলত আইসিসি ও বিসিবির অভ্যন্তরীণ একটি আলাপের উদ্ভৃতি।

    এর আগে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল ২০২৬ থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার জের ধরে গত ৪ঠা জানুয়ারি ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে বাংলাদেশ যাবে না বলে সিদ্ধান্ত নেয় বিসিবি।

    ২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। সাতই ফেব্রুয়ারি ওই আসর শুরু হওয়ার কথা রয়েছে। উদ্বোধনী দিনেই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের।

  8. চুয়াডাঙ্গায় আটক বিএনপি নেতার মৃত্যু, কমান্ডারসহ সেনা সদস্যদের প্রত্যাহার ও তদন্ত কমিটি

    সেনাবাহিনী
    ছবির ক্যাপশান, শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্যকে সেনানিবাসে প্রত্যাহারের কথা জানিয়েছে আইএসপিআর (ফাইল ফটো)

    বাংলাদেশের চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে আটকের পর জেলার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্যকে সেনানিবাসে প্রত্যাহারের কথা জানিয়েছে আইএসপিআর।

    জেলা বিএনপি এই ঘটনার পর অভিযোগ করেছিল যে, আটকের পর অতিরিক্ত নির্যাতনে ওই বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

    স্থানীয় সাংবাদিকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল জীবননগরে অভিযান চালায় এবং এ সময় ওই বিএনপি নেতাকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করা হয়।

    পরে রাতেই তাকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করলে বিএনপি নেতাকর্মীরা তখনই রাস্তায় নেমে এসে বিক্ষোভ করে।

    পুলিশ অবশ্য জানিয়েছে, সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের জানিয়েছে যে জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে মারা গেছেন ওই বিএনপি নেতা।

    আইএসপিআর আজ জানিয়েছে, ঘটনার সঠিক কারণ উদঘাটনের উদ্দেশ্যে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, “জীবননগরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যৌথ বাহিনী কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ফার্মেসি দোকান থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মোঃ শামসুজ্জামান ওরফে ডাবলু (৫০)'কে আটক করা হয়”।

    এতে আরও বলা হয়, আটক হওয়া ব্যক্তির তথ্যের ভিত্তিতে ওই ফার্মেসি থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

    “অভিযান শেষে আটককৃত ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে, আনুমানিক রাত ১২টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন,” বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে অভিযোগ করেছেন যে, শামসুজ্জামান ডাবলুকে নিরাপত্তা বাহিনীর কতিপয় সদস্য অস্ত্র উদ্ধারের নামে ধরে নিয়ে গিয়ে চালায়, এতে তার মৃত্যু হয়।

    এক বিবৃতিতে তিনি বলেন, “অস্ত্র উদ্ধারের নামে তাকে ধরে নিয়ে অমানুষিক নির্যাতন চালিয়ে হত্যা করা কখনোই দেশের মানুষের নিকট সমর্থনযোগ্য নয়। আমি ধরনের লোমহর্ষক ও মর্মান্তিক ঘটনার বিষয়ে সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করছি”।

    মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এ ঘটনার নিন্দা জানিয়ে শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার দাবি জানিয়েছে।

    “নিহতের পরিবার দাবি করছে যে, সেনাবাহিনী সদস্যরা শামসুজ্জামান ডাবলুকে নির্যাতন করে হত্যা করেছে। অন্যদিকে সেনাবাহিনী জানিয়েছে জিজ্ঞাসাবাদের সময় ভয়ে স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। এক্ষেত্রে শামসুজ্জামান ডাবলুর মৃত্যু যে ভাবেই হোক না কেনো সেনাবাহিনীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়টিকে গুরুত্ব দিয়ে অনতিবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠূ তদন্ত নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি,” এক বিজ্ঞপ্তিতে বলেছে বেসরকারি এই সংস্থাটি।

  9. মোবাইল ফোনের আমদানি শুল্ক কমিয়েছে এনবিআর

    মোবাইল ফোন সেটের শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে সরকার

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মোবাইল ফোন সেটের শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে সরকার

    বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর মোবাইল ফোন সেটের আমদানিতে শুল্ক ৬০ শতাংশ কমিয়েছে বলে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

    মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোবাইল ফোনের মূল্য ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার উদ্দেশ্যে মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে হতে কমিয়ে ১০ শতাংশ করে আজ প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর।

    “এতে মোবাইল ফোন আমদানিতে প্রযোজ্য বিদ্যমান আমদানি শুল্ক ৬০% কমেছে,” বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

    এছাড়া কাস্টমস ডিউটি হ্রাসের কারণে মোবাইল ফোন সংযোজনকারী দেশীয় প্রতিষ্ঠানসমূহ যাতে বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে সে লক্ষ্যে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ আমদানিতে শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করে আরও একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    “এতে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ আমদানিতে প্রযোজ্য বিদ্যমান আমদানি শুল্ক ৫০% কমেছে,” মন্ত্রণালয় জানিয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমদানি হওয়া ৩০ হাজার টাকার অধিক মূল্যের প্রতিটি পূর্ণাঙ্গ মোবাইল ফোনের দাম আনুমানিক সাড়ে ৫ হাজার টাকা কমবে এবং দেশে সংযোজিত ৩০ হাজার টাকার বেশি মূল্যের প্রতিটি মোবাইল ফোনের দাম আনুমানিক দেড় হাজার টাকা কমবে।

  10. মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে গভীর উদ্বেগ প্রকাশ করলো বাংলাদেশ

    পররাষ্ট্র মন্ত্রণালয়
    ছবির ক্যাপশান, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়

    বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মো-কে তলব করে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাছে মিয়ানমারের দিক থেকে গুলি আসার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

    ওই ঘটনায় বার বছর বয়েসি একটি শিশু গুরুতর আহত হয়েছে।

    পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মিয়ানমারের রাষ্ট্রদূতকে বলা হয়েছে যে, বিনা উস্কানিতে এভাবে গুলি চালানো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং দুই প্রতিবেশি দেশের মধ্যে সুসম্পর্কের অন্তরায়।

    বাংলাদেশের তরফ থেকে মিয়ানমারকে এ ঘটনায় পূর্ণ দায় স্বীকারের আহবান জানিয়ে সীমান্তে এ ধরনের ঘটনা বন্ধে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।

    বাংলাদেশ বলেছে যে মিয়ানমার কর্তৃপক্ষ ও মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যাই ঘটুক না কেন তার প্রভাব যেন বাংলাদেশে মানুষের জীবন ও জীবিকায় না পড়ে সেটা মিয়ানমারকে নিশ্চিত করতে হবে।

    মিয়ানমারের রাষ্ট্রদূত এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে তার সরকার ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করেছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তিনি একই সাথে আহত শিশু ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

    রোববার সকালে বাংলাদেশি ওই শিশুটি গুলিবিদ্ধ হয়েছিল।

    তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

  11. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে