'সিরিয়াস ও রিয়েল নেগোসিয়েশনের' জন্য ইরান প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা আলোচনার জন্য আন্তরিক রয়েছেন, তবে প্রয়োজনে যুদ্ধের জন্যও প্রস্তুত রয়েছেন। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন,'আইসিসি'র বক্তব্য প্রমাণ করেছে, ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি টোয়েন্ট বিশ্বকাপ খেলার কোনোরকম পরিস্থিতি নেই'। দিনের উল্লেখযোগ্য খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. সোমবার সারাদিন যা যা হয়েছে

    ইরানিয়ান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ‘সিরিয়াস বা গুরুতর ও বাস্তব সমঝোতার’ জন্য প্রস্তুতির ঘোষণা দিয়ে বলেছেন, “আমরা যুদ্ধ চাই না, তবে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি।”

    আইসিসির সিকিউরিটি টিম ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ইস্যুতে তিনটি ‘নিরাপত্তা আশঙ্কা’র বিষয়ে জানিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

    বিকেলে ওই মন্তব্যের পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের নিরাপত্তা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা যেসব মন্তব্য করেছেন, তা আসলে আইসিসি ও বিসিবির অভ্যন্তরীণ একটি আলাপের উদ্ধৃতি। তবে ভেন্যু স্থানান্তরের যে অনুরোধ করেছে বাংলাদেশ, তার আনুষ্ঠানিক জবাব এখনো দেয়নি আইসিসি।

    পশ্চিমবঙ্গে দুজন নিপাহ্ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এই দুজনেই হাসপাতালের নার্স। কীভাবে তারা ভাইরাসে আক্রান্ত হলেন, তার জন্য 'কন্ট্যাক্ট ট্রেসিং' চলছে।

    ভারতে বিশ্বকাপ না খেলার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে একমত বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মি. আলমগীর বলেন, “ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক রাজনীতির প্রশ্ন জড়িত আছে। আমাদের দেশের সম্মান জড়িত আছে। নিঃসন্দেহে আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। আমরা মনে করি এইটা আমাদের দেশকেও অপমান করা হয়েছে।

    তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থায় কেন্দ্রীয় এজেন্সি তল্লাশি চালানোর সময়ে যেভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেখানে ঢুকে গিয়ে কিছু নথিপত্র নিয়ে এসেছিলেন, সেই ঘটনায় এবার ভারতের সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে।

    পাঁচই অগাস্টের পরে অনেক প্রকল্প পরিচালককে পাওয়া না যাওয়ায় প্রকল্পের কাজ শুরু হতে দেরি হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি থেকে প্রায় ৩০ হাজার কোটি টাকা কেটে নেওয়া হয়েছে।

    জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনায় করা একটি হত্যাচেষ্টা মামলায় আহত বা ভুক্তভোগীদের খুঁজে না পাওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১১৩ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

    শেখ হাসিনার সরকারের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ঢাকার বিচারিক আদালতে নিয়ে আসা একটি প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপ করেছেন ইনকিলাব মঞ্চের নেতা - কর্মীরা।

    বাংলাদেশের সর্বশেষ তিনটি নির্বাচনের আয়োজন করা হয়েছিলো ‘আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে’। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তেই সেটি করা হয়েছে বলে এ সংক্রান্ত এক তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে।

    ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, বাংলাদেশে রাজনৈতিক দুর্নীতি, সরকারি দুর্নীতি, আমলাতান্ত্রিক দুর্নীতি নিয়ন্ত্রণের বিপক্ষে যারা সেই শক্তি কিন্তু সিদ্ধান্ত খুঁড়ে দেয় যে এটি রাখা যাবে এটা রাখা যাবে না।

    জুলাই গণঅভ্যুত্থানের সময় কারফিউ দিয়ে গণহত্যায় উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    মানিকগঞ্জে সদর হাসপাতালে নাইট ডিউটি চলাকালীন সময়ে এক নারীকে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে দুইজন আনসার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

    চব্বিশের জুলাইয়ে গণঅভ্যুত্থানের ঘটনায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলার কোনো আসামিকে জামিন, অব্যাহতি বা খালাস যাতে দেওয়া না হয় সেটি নিশ্চিত করার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

    কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি মো. হানিফ নামে একজন যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...

  2. পশ্চিমবঙ্গে দুই নার্স নিপাহ্ ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ

    লাল অংশটি নিপাহ্ ভাইরাস

    ছবির উৎস, Universal Images Group via Getty Images

    ছবির ক্যাপশান, লাল অংশটি নিপাহ্ ভাইরাস

    পশ্চিমবঙ্গে দুজন নিপাহ্ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

    এই দুজনেই হাসপাতালের নার্স বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী।

    মিজ চক্রবর্তী সংবাদ সম্মেলনে জানান যে কী ভাবে ওই দুই নার্স নিপাহ্ ভাইরাসে আক্রান্ত হলেন, তার জন্য 'কন্ট্যাক্ট ট্রেসিং' চলছে। তারা যে হাসপাতালে কাজ করেন, সেখানেই তাদের চিকিৎসা চলছে বলে সরকার জানিয়েছে।

    এর আগে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জেপি নাড্ডা এক বিবৃতিতে জানান, “গতকাল ১১ই জানুয়ারি দুই সন্দেহজনক নিপাহ্ ভাইরাস আক্রান্ত চিহ্নিত হয়েছেন কল্যানীর ভাইরাল রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে। সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে সঙ্গে সঙ্গেই সমন্বিত ব্যবস্থা নেয়া হয়েছে। গত রাতে বিষয়টি জানার পরেই কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পশ্চিমবঙ্গের মুখ্য সচিব ও স্বাস্থ্য সচিবের সঙ্গে আলোচনা করেন।“

    সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য দ্রুত ‘ন্যাশানাল জয়েন্ট আউটব্রেক রেসপন্স টিম’ গড়া হয়েছে বলে জানিয়েছেন মি. নাড্ডা।

    এছাড়াও কলকাতার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড পাবলিক হাইজিন, পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি, চেন্নাইয়ের ন্যাশানাল ইনস্টিটিউট অফ এপিডেমোলজি, কল্যানীর এইমস হাসপাতাল সহ বিভিন্ন দফতরের প্রতিনিধি নিয়ে একটি দল গড়া হয়েছে।

    নিপাহ্ ভাইরাস সংক্রমণ আটকাতে সরকারের যে প্রোটোকল আছে, তা পশ্চিমবঙ্গ সরকারকে জানানো হয়েছে কেন্দ্রের তরফে।

    “আমি ব্যক্তিগতভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে কথাও বলেছি,” বিবৃতিতে জানিয়েছেন জেপি নাড্ডা।

    দক্ষিণ ভারতীয় রাজ্য কেরালায় ঘুরে-ফিরে নিপাহ্ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, নিপাহ্‌ ভাইরাস এক ধরনের 'জুনোটিক ভাইরাস' অর্থাৎ এই ভাইরাস প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়। পরে সেটি মানুষে মানুষে সংক্রমিত হয়ে থাকে।

    বিশ্বে প্রথম নিপাহ্‌ ভাইরাস শনাক্ত হয়েছিল ১৯৯৯ সালে মালয়েশিয়ায় শূকর খামারিদের মধ্যে। পরবর্তীতে এই ভাইরাস বাংলাদেশে শনাক্ত হয় ২০০১ সালে।

    পরে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান - আসিডিডিআর আক্রান্ত এলাকা থেকে নমুনা সংগ্রহ করে নিশ্চিত হয় যে, বাদুড়ই নিপাহ্‌ ভাইরাস খেজুরের রসে ছড়িয়ে দিয়েছে। খেজুরের রসের হাঁড়িতে বাদুড়ের মল লেগে থাকতে দেখা যায়।

    এ ভাইরাসে আক্রান্ত হলে মস্তিষ্কে ভয়াবহ প্রদাহ দেখা দেয়। এতে রোগী জ্বর ও মানসিক অস্থিরতায় ভোগেন। এক পর্যায়ে খিচুঁনিও দেখা দিতে পারে।

    নিপাহ্ ভাইরাসে আক্রান্তদের জ্বর, মাথাব্যথা, দুর্বলতা, শ্বাসকষ্ট, কাশি, বমি, ডায়রিয়া নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়। যা মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে।

    নিপাহ্ ভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যুহার অত্যন্ত বেশি।

  3. ‘আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে’ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তেই সর্বশেষ তিনটি নির্বাচনের আয়োজন করা হয়'

    তদন্ত কমিশনের প্রধান বিচারপতি শামীম হাসনাইন

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, বাংলাদেশের সর্বশেষ তিনটি নির্বাচনের আয়োজন করা হয়েছিলো ‘আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে’।

    বাংলাদেশের সর্বশেষ তিনটি নির্বাচনের আয়োজন করা হয়েছিলো ‘আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে’। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তেই সেটি করা হয়েছে বলে এ সংক্রান্ত এক তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে।

    আর তা বাস্তবায়নে প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন এবং গোয়েন্দা সংস্থার একটি অংশকে রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করা হয় বলেও প্রতিবেদনে জানিয়েছে তদন্ত কমিশন।

    ২০১৪, ২০১৮ ও ২০২৪ এই তিনটি নির্বাচনের ‘দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড’ তদন্তের জন্য গঠিত ‘জাতীয় নির্বাচন তদন্ত কমিশন’ সোমবার এ সংক্রান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেন।

    রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে পরে এক সংবাদ ব্রিফিং এ এসব তথ্য জানান কমিশনের সদস্যরা।

    এই কমিশনের প্রধান হাইকোর্টের সাবেক বিচারপতি শামীম হাসনাইন কমিশন এ প্রতিবেদন হস্তান্তর করেন।

    এই প্রতিবেদনে মোট ৪০ টি সুপারিশ করেছে কমিশন।

    প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তেই ‘আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে’ সবশেষ তিন সংসদ নির্বাচন আয়োজনের ‘অভিনব মহাপরিকল্পনা’ করা হয়।

    যেটি বাস্তবায়নে প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন ও গোয়েন্দা সংস্থার একটি অংশকে রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে কমিশনের প্রতিবেদনে।

    এই কমিশনের প্রধান বিচারপতি শামীম হাসনাইন বলেন, “২০১৪, ২০১৮, ২০২৪ এর তিনটা ইলেকশন বটে, কিন্তু এটার মাস্টারপ্লান একটা। এই মাস্টারপ্লানটা হয়েছে ২০০৮ সালের পরে। ওই নির্বাচনের পরে, ওখান থেকে একটা পরিকল্পনা ছিল যে তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করা। পরে ২০১১ সালে ওটা বাতিল করা হয়।”

    ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের তিনটি নির্বাচন আয়োজন করার ব্যবস্থাকে নির্বাচন কমিশনের কাছ থেকে প্রশাসনের হাতে নিয়ে যাওয়া হয় বলে কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনের একজন সদস্য জানান, “ঘটনা হচ্ছে যে, ডিজিএফআই এবং এনএসআই এর যাদেরকে ডেকেছিলাম তারা সবাই প্রায় পলাতক। আর সিভিল যাদের ডেকেছি তারা সবাই এসেছে। আর যারা আসতে পারেনি আমরা তাদের সাথে কথা বলার জন্য নিজেরাই জেলখানায় গিয়েছি।”

  4. আইসিসি ও বিসিবির অভ্যন্তরীণ আলাপ নিয়ে ক্রীড়া উপদেষ্টার বক্তব্য: বিসিবির বিবৃতি

    বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের নিরাপত্তা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা যেসব মন্তব্য করেছেন, তা আসলে আইসিসি ও বিসিবির অভ্যন্তরীণ একটি আলাপের উদ্ভৃতি।

    সেখানে আইসিসি টি টোয়েন্ট বিশ্বকাপ চলার সময় বাংলাদেশ দলের ভারত সফরকালে সম্ভাব্য ঝুঁকি পর্যালোচনা নিয়ে আইসিসির নিরাপত্তা বিভাগ ও বিসিবির মধ্যে আলোচনা হয়।

    কিন্তু নিরাপত্তার কারণে ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলো অন্য দেশে সরিয়ে নিতে বাংলাদেশ যে অনুরোধ জানিয়েছে, এটা তার কোনো জবাব নয়।

    বিসিবি জানিয়েছে, তারা আনুষ্ঠানিকভাবে ভেন্যু পরিবর্তন করার জন্য অনুরোধ জানিয়েছে। কিন্তু সেই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিসিবির কোনো জবাব পাওয়া যায়নি।

  5. চলতি অর্থবছরের এডিপি থেকে প্রায় ৩০ হাজার কোটি টাকা কেটে নেওয়া হয়েছে

    একনেক সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, সবচেয়ে অগ্রাধিকারপ্রাপ্ত ও বড় ১০টি প্রকল্প থেকে সব মিলিয়ে ১২ হাজার কোটি টাকার বেশি কমানো হয়েছে।

    চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি থেকে প্রায় ৩০ হাজার কোটি টাকা কেটে নেওয়া হয়েছে।

    সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় সংশোধিত এডিপি পাস করা হয়।

    এই অর্থবছরের শুরুতে দুই লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপি নেওয়া হয়েছিলো। সবচেয়ে অগ্রাধিকারপ্রাপ্ত ও বড় ১০টি প্রকল্প থেকে সব মিলিয়ে ১২ হাজার কোটি টাকার বেশি কমানো হয়েছে।

    পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ পরে এক সংবাদ সম্মেলনে বলেন, “অনেক প্রকল্পে এক হাজার কোটি টাকা থেকে তিন - চার হাজার কোটি টাকা পর্যন্ত কমানো গেছে। কমানোর পরও মন্ত্রণালয়গুলো বলেনি আমাদের কোনো অসুবিধা হচ্ছে তাহলে ছিলো কেন ওগুলো?”

    পাঁচই অগাস্টের পরে অনেক প্রকল্প পরিচালককে পাওয়া না যাওয়ায় কাজ শুরু হতে দেরি হয়েছে বলেও উল্লেখ করেন মি. মাহমুদ।

    “চলতি প্রকল্প সব তো আমাদের কাছে আসে না। ওগুলো চলতেই থাকে। কিন্তু যেগুলো আমাদের কাছে এসেছে সেগুলো সংশোধন করতে হয়েছে। সংশোধন করে গিয়ে আবার নতুন করে সেগুলাকে চলমান করতে গিয়েও সময় বেশি লেগেছে” বলেন পরিকল্পনা উপদেষ্টা।

    বিদেশি ঋণের ক্ষেত্রে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যেখান থেকে যত কিছু প্রজেক্ট বানিয়ে দেওয়া হোক, দাতা গোষ্ঠী হলেই হোলো সব প্রজেক্ট নিয়ে নেওয়া হয়েছিলো। কিন্তু এগুলা যে ঋণ নির্ভর এগুলা যে আমাদের প্রয়োজনের কতদূর যাবে এবং আমাদের অর্থনৈতিক উন্নয়নের কৌশলের সাথে মিলছে কিনা সেগুলাতো দেখা হয়নি। আমি বলছি না যে আমরা ঋণ নিতে চাই না।”

    রাজনৈতিক অনিশ্চয়তার কারণে দেশের অর্থনীতিতে মন্দাভাব দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি জানান, কাঙ্খিত বিনিয়োগ হচ্ছে না দেশে।

  6. সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপ ইনকিলাব মঞ্চের কর্মীদের

    প্রিজন ভ্যান ও সিএমএম আদালত

    ছবির উৎস, BBC/Tanvee

    ছবির ক্যাপশান, শেখ হাসিনার সরকারের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ঢাকার বিচারিক আদালতে নিয়ে আসা একটি প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপ করেছেন ইনকিলাব মঞ্চের নেতা - কর্মীরা।

    শেখ হাসিনার সরকারের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ঢাকার বিচারিক আদালতে নিয়ে আসা একটি প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপ করেছেন ইনকিলাব মঞ্চের নেতা - কর্মীরা।

    সোমবার দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার শুনানিতে অংশ নিতে তারা বিচারিক আদালতে গিয়েছিলেন।

    মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের আদালতে হাজির হয়ে অভিযোগপত্র পর্যালোচনার জন্য দুই দিনের সময় চান।

    আদালত তার আবেদন মঞ্জুর করে বৃহস্পতিবার অভিযোগপত্র গ্রহণের শুনানির দিন রাখেন।

    অন্যদিকে, চব্বিশের জুলাইয়ের ঘটনায় এক হত্যাচেষ্টা মামলায় হাজিরা দিতে মি. পলককে ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয়েছিলো।

    হাদী হত্যা মামলার শুনানি শেষে সিএমএম কোর্টের নিচে দাঁড়িয়ে ছিলেন তারা।

    সেসময় আদালতের হাজতখানা থেকে মি. পলককে বহনকারী প্রিজন ভ্যানটি বের হলে ইনকিলাব মঞ্চের কর্মীরা ডিম ছুঁড়ে মারেন। নানা স্লোগানও দেন তারা।

  7. দুর্নীতি টিকিয়ে রাখতেই দুদক কার্যকর করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন ড. ইফতেখারুজ্জামান

    ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, তিনি উল্লেখ করেন, বাংলাদেশে রাজনৈতিক দুর্নীতি, সরকারি দুর্নীতি, আমলাতান্ত্রিক দুর্নীতি নিয়ন্ত্রণের বিপক্ষে যারা সেই শক্তি কিন্তু সিদ্ধান্ত খুঁড়ে দেয় যে এটি রাখা যাবে এটা রাখা যাবে না।

    দুর্নীতি টিকিয়ে রাখতেই দুদক কার্যকর করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

    এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দুদক কার্যকর হোক এটার জন্য যেই সুনির্দিষ্ট স্ট্র্যাটেজিক বা কৌশলগত পরামর্শ সেটি কেন রাখা হচ্ছে না এর কারণটা হচ্ছে এর ফলে পারসনেই শুধু দুদক কার্যকর হয় তাহলে যেটা হবে বাংলাদেশে রাজনৈতিক দুর্নীতি, আমলাতান্ত্রিক দুর্নীতি নিয়ন্ত্রণ হবে।”

    তিনি উল্লেখ করেন, বাংলাদেশে রাজনৈতিক দুর্নীতি, সরকারি দুর্নীতি, আমলাতান্ত্রিক দুর্নীতি নিয়ন্ত্রণের বিপক্ষে যারা সেই শক্তি কিন্তু সিদ্ধান্ত খুঁড়ে দেয় যে এটি রাখা যাবে এটা রাখা যাবে না।

    “অর্থাৎ অনেক সময় বসের চেয়ে সাবঅর্ডিনেট ইজ মোর পাওয়ারফুল। উপদেষ্টাদের তুলনায় আমলাতন্ত্রের একাংশ বা মন্ত্রীদের তুলনায় আমলাতন্ত্রের একাংশ অনেক সময় এই যে গিভ অ্যাণ্ড টেকের কারণে পলিউশনের কারণে প্রিভেইল করে। সেটিই ঘটেছে” বলেন মি. ইফতেখারুজ্জামান।

  8. জুলাইয়ে হত্যাচেষ্টার ভুক্তভোগীদের না পাওয়ায় শেখ হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনায় করা একটি হত্যাচেষ্টা মামলা থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

    জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনায় করা একটি হত্যাচেষ্টা মামলায় আহত বা ভুক্তভোগীদের খুঁজে না পাওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১১৩ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

    এ বিষয়ে ঢাকার বিচারিক আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী এই সংস্থাটি।

    আগামী তেসরা ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছে আদালত।

    এ মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের চৌঠা অগাস্ট কাজ শেষে বাসায় ফেরার পথে ঢাকার ধানমন্ডি - ২৭ এ আহত হন সাহেদ আলী।

    এই ঘটনায় শেখ হাসিনাসহ ১১৩ জনকে আসামি করে ধানমণ্ডি থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।

    পরে পিবিআই এই ঘটনা তদন্ত করতে গিয়ে আহতদের খুঁজে পাওয়া যায়নি।

    পরে তথ্যগত ভুল উল্লেখ করে তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনাসহ সকলকে অব্যাহতির সুপারিশ করা হয়।

  9. জুলাই মানবতাবিরোধী অপরাধে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিচার শুরু

    জুলাই গণঅভ্যুত্থান

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, জুলাই গণঅভ্যুত্থানের সময় গণহত্যায় উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ।

    জুলাই গণঅভ্যুত্থানের সময় কারফিউ দিয়ে গণহত্যায় উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    এর মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। আগামী ১০ই ফেব্রুয়ারি সূচনা বক্তব্য উপস্থাপন করবে প্রসিকিউশন।

    সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল - ১ দুই আসামির উপস্থিতিতে এ আদেশ দেয়া হয়।

    অভিযোগ গঠনের শুনানির সময় ট্রাইব্যুনাল আসামিদের কাছে তারা দোষী কিনা জানতে চাইলে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন তারা।

    সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন। এর মধ্যে রয়েছে কারফিউ জারির মাধ্যমে মারণাস্ত্র ব্যবহারে উসকানি - প্ররোচনা ও ষড়যন্ত্র।

    অভিযোগে বলা হয়েছে, তাদের ধারাবাহিক এসব কর্মকাণ্ডে মিরপুর - ১, ২, ১০ ও ১৩ নম্বর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ আওয়ামী লীগের সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বহু ছাত্র - জনতা। কিন্তু নির্যাতন বন্ধে কোনো ব্যবস্থা নেননি তারা।

    একইসাথে জুলাই আন্দোলন দমনে তাদের কথোপকথনের অডিও রেকর্ডও ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।

  10. 'সিরিয়াস ও রিয়েল নেগোসিয়েশনের' জন্য প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    ইরানের কেরমানশাহে রাস্তা অবরোধ করে বিক্ষোভের ছবি

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ‘সিরিয়াস বা গুরুতর ও বাস্তব সমঝোতার’ জন্য প্রস্তুতির ঘোষণা দিয়ে বলেছেন, “আমরা যুদ্ধ চাই না, তবে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি।”

    ইরানিয়ান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ‘সিরিয়াস বা গুরুতর ও বাস্তব সমঝোতার’ জন্য প্রস্তুতির ঘোষণা দিয়ে বলেছেন, “আমরা যুদ্ধ চাই না, তবে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি।”

    বিদেশি রাষ্ট্রদূতদের এক গ্রুপে বক্তৃতা করার সময় তিনি বলেছেন, “আমরা নেগোশিয়েশন বা আলোচনার জন্য প্রস্তুত কিন্তু সেটি হতে হবে ন্যায্য আলোচনা, সমানাধিকার ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে।”

    কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরান আলোচনার জন্য অনুরোধ করেছে এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা হয়তো তাদের সাথে দেখা করবেন।

    এরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী মি. আরাকচি আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন।

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কিছুক্ষণ আগে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আব্বাস আরাঘচি এবং ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ হুইটেকারের মধ্যে ‘যোগাযোগের চ্যানেল খোলা’ রয়েছে।

    তিনি আরো বলেন, “প্রয়োজন হলে তথ্যও আদান প্রদান করা হবে।”

    তিনি জোর দিয়ে বলেন, “আগাম হামলা” ইরানের এজেন্ডা নয়।

  11. ক্রীড়া উপদেষ্টার দেওয়া বক্তব্য আইসিসির সরাসরি কোনো জবাব নয় বলে জানালেন উপ-প্রেস সচিব

    বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ইস্যুতে আইসিসি তিনটি নিরাপত্তা আশঙ্কার কথা জানিয়েছে বলে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছেন, তার একটি ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার।

    তিনি একটি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ক্রীড়া উপদেষ্টা আইসিসির যোগাযোগের যে কথা বলেছেন, সেটা আসলে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে হুমকি পর্যালোচনায় আইসিসির একটি আন্তঃবিভাগীয় একটি নোট।

    বাংলাদেশ ক্রিকেট টিমের ম্যাচগুলো ভারতের বাইরে নিয়ে যেতে যে অনুরোধ করেছে বাংলাদেশ, তার জবাবে আইসিসির পাঠানো কোনো জবাব নয়, জানিয়েছেন উপ প্রেস সচিব আজাদ মজুমদার।

    এর আগে একটি সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, “আইসিসি’র সিকিউরিটি দায়িত্বে যারা আছেন, তারা একটি চিঠি দিয়ে জানিয়েছেন যে তিনটি জিনিস হলে বাংলাদেশের নিরাপত্তা আশঙ্কা বাড়বে।”

    “একটি হচ্ছে, বাংলাদেশ টিমে যদি মোস্তাফিজ অন্তর্ভূক্ত হয়। দুই হচ্ছে, বাংলাদেশ দলের যে সমর্থকরা আছে, তারা যদি বাংলাদেশের জাতীয় দলের জার্সি পরে ঘোরাফেরা করে। আর থার্ড হচ্ছে, ইলেকশন যতো এগিয়ে আসবে ততো নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে”, বলেন মি. নজরুল।

    তবে মি. নজরুল সংবাদ সম্মেলনে এই দাবি করলেও বক্তব্যের এক পর্যায়ে বলেন যে বাংলাদেশ আইসিসিকে ‘চিঠি দেয়ার পর আইসিসির উত্তরের’ প্রত্যাশা করছে।

    “আমরা দুইটা চিঠি দিয়েছি, চিঠি দেওয়ার পর আমরা আইসিসির যে উত্তর সেটার প্রত্যাশা করছি”, জানান মি. নজরুল।

    আজাদ মজুমদারের স্ট্যাটাস

    ছবির উৎস, Azad Majumder/Facebook

    ছবির ক্যাপশান, আজাদ মজুমদারের স্ট্যাটাস
  12. এমাসেই ভারতের সঙ্গে ইইউ-র বাণিজ্য চুক্তি হতে পারে

    একই গাড়িতে জার্মান চ্যান্সেলর আর ভারতের প্রধানমন্ত্রী - সোমবার আহমেদাবাদে

    ছবির উৎস, Narendra Modi/ X

    ছবির ক্যাপশান, একই গাড়িতে জার্মান চ্যান্সেলর আর ভারতের প্রধানমন্ত্রী - সোমবার আহমেদাবাদে

    ভারত সফররত জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মির্জ ইঙ্গিত দিয়েছেন যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দিল্লির মুক্ত-বাণিজ্য চুক্তি জানুয়ারির মধ্যেই সই হতে পারে।

    আহমেদাবাদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক বৈঠকের পরে মি. মির্জ জানিয়েছেন যে জানুয়ারির মধ্যেই যদি মুক্ত-বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়ে যায়, তাহলে এমাসের শেষের দিকে ইউরোপীয় কমিশন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টরা জানুয়ারির শেষ দিকে ভারত সফরে আসবেন ওই চুক্তি সই করতে।

    সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে যে দুই পক্ষের মধ্যে আলোচনা এবছরের মধ্যে শেষ হবে, এমনটাই ধারণা করা হয়েছিল। জার্মান সরকারের সূত্র উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে যে মি. মোদীর সঙ্গে মি. মির্জের দীর্ঘ আলোচনার পরে এখন গভীরভাবে আশা করা হচ্ছে যে জানুয়ারির মধ্যেই হয়ত চুক্তি সই হয়ে যাবে।

    একটি পৃথক অনুষ্ঠানে ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলও মন্তব্য করেছেন যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

    ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে জার্মানির চ্যান্সেলর বলেছেন যে বিশ্ব এখন “দুর্ভাগ্যজনক সংরক্ষণবাদের পুনরুত্থানের” মধ্যে বাস করছে।

    তিনি কোনও দেশের নাম না করলেও ইঙ্গিতটা ওয়াশিংটনের দিকেই বলে মনে করা হচ্ছে।

    নরেন্দ্র মোদীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মি. মির্জ বলেছেন, “আমরা এমন এক বৈশ্বিক পরিবেশের পক্ষে সওয়াল করি যেখানে আমরা স্বাধীন ও নিরাপদ ভাবে বাঁচতে পারব। আমরা যখন কথা বলছি, সেই সময়েই ক্ষমতার রাজনীতি এবং প্রভাব বিস্তারের ক্ষেত্র পরিবর্তনের সঙ্গে সঙ্গে বৈশ্বিক পরিস্থিতি বদলিয়ে যাচ্ছে।

    “এই বদলের সব থেকে কঠিন ফল সম্ভবত দেখা যাচ্ছে ইউক্রেনের ওপরে রাশিয়ার আগ্রাসনের মধ্য দিয়ে,” মন্তব্য জার্মানির চ্যান্সেলরের।

    অন্যদিকে মি. মোদী বলেছেন যে যৌথভাবে ভারত আর জার্মানি ই-মোবিলিটি থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা, খাদ্য, শিক্ষা নানা বিষয় নিয়ে কাজ করতে পারে। জার্মানির বিশ্ববিদ্যালয়গুলিকে ভারতে ক্যাম্পাস খোলার আহ্বান জানিয়েছেন তিনি।

    তার কথায়, “জার্মানির শিল্প খাতের উদ্ভাবনী ক্ষমতা এবং উৎপাদনশীলতায় বৃদ্ধি আনার জন্য ভারতের প্রতিভার ভাণ্ডার রয়েছে। জার্মান সংস্থাগুলিকে আমরা উৎসাহ দেব যাতে তারা ভারতের প্রতিভার পরিপূর্ণ ব্যবহার করতে পারে।“

    পরিবেশ, শক্তিখাত, নগরোন্নয়ন ক্ষেত্রগুলিতে দুই দেশ নতুন প্রকল্প নিয়ে এগোচ্ছে।

    দুই দেশের সংস্থাগুলি ‘গ্রিন হাইড্রোজেন’-এর ব্যাপারে যে সুবৃহৎ প্রকল্প নিয়ে কাজ করছে, তা ভবিষ্যতে জ্বালানি খাতের ‘গেম-চেঞ্জার’ হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন মি. মোদী।

    সামরিক-শিল্পখাতে কীভাবে সহযোগিতা বৃদ্ধি করা যায়, সেব্যাপারেও একটা দিশা নির্দেশনা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

  13. বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ইস্যুতে তিনটি ‘নিরাপত্তা আশঙ্কা’ জানিয়েছে আইসিসি: আসিফ নজরুল

    বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল
    ছবির ক্যাপশান, বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল

    আইসিসির সিকিউরিটি টিম ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ইস্যুতে তিনটি ‘নিরাপত্তা আশঙ্কা’র বিষয়ে জানিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

    সোমবার বিকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এক সংবাদ সম্মেলনে মি. নজরুল সাংবাদিকদের জানান, “আইসিসি’র সিকিউরিটি দায়িত্বে যারা আছেন, তারা একটি চিঠি দিয়ে জানিয়েছেন যে তিনটি জিনিস হলে বাংলাদেশের নিরাপত্তা আশঙ্কা বাড়বে।”

    “একটি হচ্ছে, বাংলাদেশ টিমে যদি মোস্তাফিজ অন্তর্ভূক্ত হয়। দুই হচ্ছে, বাংলাদেশ দলের যে সমর্থকরা আছে, তারা যদি বাংলাদেশের জাতীয় দলের জার্সি পরে ঘোরাফেরা করে। আর থার্ড হচ্ছে, ইলেকশন যতো এগিয়ে আসবে ততো নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে”, বলেন মি. নজরুল।

    আসিফ নজরুল বলেন, “আইসিসি নিরাপত্তা দলের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার কোনোরকম পরিস্থিতি নাই।”

    তবে মি. নজরুল সংবাদ সম্মেলনে এই দাবি করলেও বক্তব্যের এক পর্যায়ে বলেন যে বাংলাদেশ আইসিসিকে ‘চিঠি দেয়ার পর আইসিসির উত্তরের’ প্রত্যাশা করছে।

    “আমরা দুইটা চিঠি দিয়েছি, চিঠি দেওয়ার পর আমরা আইসিসির যে উত্তর সেটার প্রত্যাশা করছি”, জানান মি. নজরুল।

    ভারতে ‘বিশেষ করে গত ১৬ মাস ধরে’ উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে' ও ‘বাংলাদেশ বিদ্বেষী অব্যাহত ক্যাম্পেইন চলেছে’ বলেও তার বক্তব্যে উল্লেখ করেনে মি. নজরুল।

    এসব কারণে বাংলাদেশ দলের ভারতে খেলতে যাওয়ার পরিস্থিতি নেই বলে মন্তব্য করেন তিনি।

    এমন প্রেক্ষিতে বাংলাদেশকে ‘শ্রীলঙ্কাতে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে দেওয়ার সুযোগ’ দেওয়া উচিৎ বলে বলেন তিনি।

    “এই প্রশ্নে আমরা কোনোরকম নতি স্বীকার করবো না” জানান মি. নজরুল।

    এ মাসের শুরুতে মোস্তাফজিুর রহমানকে ভারতের ক্রিকেট বোর্ড আইপিএলের দল থেকে বাদ দেয়ার নির্দেশ দেয়ার পর বাংলাদেশ ‘নিরাপত্তার আশঙ্কা’য় ভারতে টিটোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়ে এবং ম্যাচ ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে আইসিসিকে চিঠি দেয়।

    বাংলাদেশের এই দাবির ভিত্তিতে আইসিসির সিদ্ধান্ত সোমবার বা মঙ্গলবারের মধ্যে জানা যাবে বলে ১০ই জানুয়ারি এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল।

    এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো কর্মকর্তা এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

  14. হাসপাতালে এক নারীকে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্য গ্রেফতার

    নারী নির্যাতনের প্রতীকি ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মানিকগঞ্জে সদর হাসপাতালে নাইট ডিউটি চলাকালীন সময়ে এক নারীকে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে দুইজন আনসার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

    মানিকগঞ্জে সদর হাসপাতালে নাইট ডিউটি চলাকালীন সময়ে এক নারীকে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে দুইজন আনসার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

    শাহাদাৎ হোসেন ও আবু সাঈদ নামে দুইজনকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।

    সোমবার দিবাগত রাত প্রায় সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে।

    তিনি জানান, ভুক্তভোগী নারী নারায়নগঞ্জ থেকে স্বামীর সাথে নিজেদের চার্জিং ভ্যানে করে মানিকগঞ্জ নানার বাড়িতে যাচ্ছিলেন।

    একপর্যায়ে ভ্যানগাড়ির চার্জ শেষ হয়ে যাওয়ায় তারা রাত প্রায় দেড়টার দিকে আড়াইশো শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে থামে। সেখানে দুইজন আনসার সদস্যের সাথে কথা হলে তারা তাদের হাসপাতালের ভেতরে যাওয়ার জন্য বলে।

    পুলিশ সুপার মি. আলম বলেন, “আনসার সদস্যরা তাদের স্বামী – স্ত্রী কিনা এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করার কথা বলে স্বামীর কাছ থেকে স্ত্রী হাসপাতালের দোতলায় নিয়ে যায়। স্বামীকে নিচে অপর এক আনসার সদস্যের কাছে রেখে যান।”

    পরে নিচে থাকা আনসার সদস্যকে ভুক্তভোগী নারীর কাছে পাঠিয়ে তার স্বামীকে নিয়ে খাবার কেনার কথা বলে নিয়ে যান আগের আনসার সদস্য।

    “কুমতলব থাকায় সময়ক্ষেপণের জন্য তারা তার স্বামীকে খাবার কেনার কথা বলে দুই সদস্য তাদের অবস্থান পরিবর্তন করে” বলেন পুলিশ সুপার।

    পরে একপর্যায়ে ভুক্তভোগী নারীর স্বামী ফিরে এসে স্ত্রীকে দেখে সন্দেহ করেন।

    তারা হাসপাতাল থেকে বেরিয়ে রাস্তায় টহলদার পুলিশ দেখে ঘটনা খুলে বলেন ভুক্তভোগী নারী।

    এই পুলিশ কর্মকর্তা জানান, ওই নারীকে ভয় দেখানো হয়েছিলো বলে তিনি প্রথমে স্বামীর কাছে ঘটনা স্বীকার করেননি। পরে পুলিশের কাছে জোরপূর্বক ধর্ষণের ঘটনা জানালে দুই আনসার সদস্যকে গ্রেফতার করা হয়।

    ওই নারী ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা নিয়েছেন উল্লেখ করে মি. আলম জানান, সে ট্রমার মধ্যে আছে।

    তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি বলেও জানান তিনি।

    ভুক্তভোগী নারীর গার্ডিয়ান হিসেবে নানা আসার পরই মামলাটি দায়ের করা হবে বলে জানান এই পুলিশ সুপার।

  15. জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলার কোনো আসামিকে জামিন না দেয়ার দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

    গনঅভ্যুত্থানের পরে পাঁচই অগাস্ট শেখ হাসিনা সরকার পতনের দিন প্রধানমন্ত্রী কার্যালয়ের ফাইল ছবি
    ছবির ক্যাপশান, চব্বিশের জুলাইয়ে গণঅভ্যুত্থানের ঘটনায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলার কোনো আসামিকে জামিন, অব্যাহতি বা খালাস যাতে দেওয়া না হয় সেটি নিশ্চিত করার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

    চব্বিশের জুলাইয়ে গণঅভ্যুত্থানের ঘটনায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলার কোনো আসামিকে জামিন, অব্যাহতি বা খালাস যাতে দেওয়া না হয় সেটি নিশ্চিত করার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

    রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শর্তসাপেক্ষে গুরুতর অসুস্থতা বিবেচনায় এক আসামিকে জামিন দেয়।

    এই জামিন দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিমের সাথে দেখা করেছে।

    পরে ট্রাইব্যুনালেই এক সংবাদ সম্মেলনে তারা ওই দাবি জানায়।

    এছাড়াও জুলাই হত্যাকাণ্ডকে যারা ফ্যাসিলিটেড করেছে সেই সকল ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রশাসন সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে প্রসিকিউশনের বিচারিক ব্যবস্থার আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন তারা।

    একইসাথে সারাদেশে জুলাই-আগস্ট হত্যাকান্ডে যারা জড়িত তাদের তদন্তের ক্ষেত্রে একটি বিশেষ তদন্ত টিম ও স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের দাবিও জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

  16. টেকনাফের হোয়াইক্যং সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি এক যুবকের বাম পা বিচ্ছিন্ন

    তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি মো. হানিফ নামে একজন যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

    কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি মো. হানিফ নামে একজন যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

    হোয়াইক্যং ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি।

    স্থানীয় বাসিন্দারা জানান, সকালে হোয়াইক্যং সীমান্তের নাফ নদীর পাশে তার চিংড়ি ঘেরে গিয়ে মাইন বিস্ফোরণে আহত হন তিনি। সেখানে তার নৌকা ও চাঁই ঠিক আছে কিনা সেটি দেখতে ওই ঘেরে গিয়েছিলেন তিনি।

    তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    এই বিস্ফোরণের ঘটনায় সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নাফ নদীতে মাছ ধরাও বন্ধ রয়েছে।

    তবে মিয়ানমার সীমান্ত থেকে ওই ঘের এক কিলোমিটার ভেতরে অবস্থিত বলে জানান স্থানীয় বাসিন্দারা।

    নাফ নদী এবং এর আশেপাশে অবস্থিত চিংড়ি, কাঁকড়ার ঘেরগুলো স্থানীয় বাসিন্দাদের আয়ের উৎস।

    ফলে মিয়ানমারের পরিস্থিতিতে ওই এলাকায় সাধারণ মানুষ জীবিকা উপার্জনে গিয়ে গুলি ও মাইন বিস্ফোরণের মুখে পড়েছে।

    সরকারের পক্ষ থেকে যেন মাইনগুলো খুঁজে ধ্বংস করা হয় সে দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

    মিয়ানমারের রাখাইনে গত কয়েকদিন ধরে সরকারি বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে ব্যাপক গোলাগুলি, মর্টার শেল নিক্ষেপের ঘটনা ঘটছে। প্রায় যুদ্ধাবস্থা বিরাজ করছে সেখানে।

  17. ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক রাজনীতির প্রশ্ন জড়িত আছে:মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
    ছবির ক্যাপশান, ভারতে বিশ্বকাপ না খেলার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে একমত বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    ভারতে বিশ্বকাপ না খেলার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে একমত বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    সোমবার সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকায় নিজের বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেছেন তিনি।

    মি. আলমগীর বলেন, “ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক রাজনীতির প্রশ্ন জড়িত আছে। আমাদের দেশের সম্মান জড়িত আছে। নিঃসন্দেহে আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। আমরা মনে করি এইটা আমাদের দেশকেও অপমান করা হয়েছে। সেই ক্ষেত্রে ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যেই সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের সাথে আমরা একমত।”

    তবে মি. আলমগীর এটাও মনে করেন যে, “কিন্তু একইসাথে আবার এটাও মনে করি ছোটখাটো বিষয়গুলি নিয়ে আলাপ- আলোচনার মধ্যেই সমাধান করাই হচ্ছে বেটার।”

    দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

    জুলাইয়ে গণঅভ্যুত্থানে লুট হয়ে যাওয়া অস্ত্র এখনো উদ্ধার করতে না পারা সরকারের ব্যর্থতা বলে মনে করেন তিনি।

  18. মমতা ব্যানার্জীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

    তল্লাশি থেকে হাতে সবুজ ফাইল নিয়ে বেরিয়ে আসেন মমতা ব্যানার্জী - আটই জানুয়ারির ছবি

    ছবির উৎস, ANI

    ছবির ক্যাপশান, তল্লাশি থেকে হাতে সবুজ ফাইল নিয়ে বেরিয়ে আসেন মমতা ব্যানার্জী - আটই জানুয়ারির ছবি

    তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থায় কেন্দ্রীয় এজেন্সি তল্লাশি চালানোর সময়ে যেভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেখানে ঢুকে গিয়ে কিছু নথিপত্র নিয়ে এসেছিলেন, সেই ঘটনায় এবার ভারতের সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে।

    কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্ত বিভাগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি জানিয়েছিল যে মিজ. ব্যানার্জী ওই তল্লাশির সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাক্ষ্যপ্রমাণ সরিয়ে নিয়ে গেছেন। মুখ্যমন্ত্রীও সংবাদ মাধ্যমকে সেরকমই জানিয়েছিলেন।

    এর আগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল ইডি। আবার ইডির বিরুদ্ধেও মমতা ব্যানার্জীর দল মামলা দায়ের করেছে।

    এবারে সর্বোচ্চ আদালতে কেন্দ্রীয় এজেন্সিটি।

    রাজ্য সরকার শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করে জানিয়ে রেখেছে যাতে তাদের পক্ষে না শুনে একতরফা রায় না দেওয়া হয়।

    ভারতের আইন আদালত সংক্রান্ত খবরাখবরের নির্ভরযোগ্য ওয়েবসাইট ‘বার অ্যান্ড বেঞ্চ’ জানিয়েছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শীর্ষ আদালতের কাছে আবেদন করেছে যাতে তদন্তে বাধা দেওয়ার কারণে মমতা ব্যানার্জীর বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো বা সিবিআইকে তদন্ত করার নির্দেশ দেয় আদালত।

    তারা কলকাতা হাইকোর্টের কাছেও একই আবেদন জানিয়েছিল।

    পাশাপাশি তারা হাইকোর্টের কাছে আবেদন করেছিল যাতে ওই পরামর্শদাতা সংস্থা ‘আই-প্যাক’-এর মালিক প্রতীক জৈনের বাড়ি এবং দফতর থেকে যেসব নথি ও বৈদ্যুতিন প্রমাণ মমতা ব্যানার্জী নিয়ে গিয়েছিলেন, সেগুলোও যেন তিনি ফেরত দেন।

    কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলা দুটি ১৪ই জানুয়ারি শুনানি হবে।

    গত বৃহস্পতিবার, আটই জানুয়ারি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আই-প্যাকের মালিক প্রতীক জৈনের বাড়ি ও দফতরে তল্লাশি শুরু করে ইডি। কেন্দ্রীয় এজেন্সি জানিয়েছিল যে কয়েক বছরের পুরোনো কয়লা এবং অর্থ পাচার সংক্রান্ত একটি মামলার তদন্তে আইপ্যাকের সংশ্লিষ্টতা পেয়েছে তারা। সেজন্যই তল্লাশি চলছিল।

    হঠাৎই মি. জৈনের বাড়িতে পৌঁছান মুখ্যমন্ত্রী।

    বেশ কিছুক্ষণ পরে তিনি সঙ্গে একটি সবুজ ফাইল নিয়ে বেরিয়ে আসেন। তিনি নিজেই দাবি করেছিলেন যে তার দলের নির্বাচনী কৌশল সংক্রান্ত কিছু নথি এবং হার্ডডিস্ক নিয়ে এসেছেন তিনি।

    এরপরে সংস্থাটির দফতরে তল্লাশি চলাকালীন প্রায় চার ঘণ্টা ভেতরে ছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেও অনেক ফাইল নিয়ে এসে তার গাড়িতে তোলা হয়েছিল সংবাদ মাধ্যমের সামনেই।

    পরের দিন মিজ. ব্যানার্জী এক জনসভায় দাবি করেছিলেন যে তিনি তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন হিসাবে যা করেছেন, ঠিক কাজ করেছেন।

  19. ইরানি নেতারা ‘নেগোশিয়েট বা সমঝোতার’ জন্য যোগাযোগ করেছেন:ডোনাল্ড ট্রাম্প

    ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের ষোলোতম দিনেও বিক্ষোভকারীরা রাস্তায় রয়েছেন।

    ছবির উৎস, UGC

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জানিয়েছেন, ইরান সমঝোতার জন্য যোগাযোগ করেছে।

    ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের ষোলোতম দিনেও বিক্ষোভকারীরা রাস্তায় রয়েছেন। দেশব্যাপী ইন্টারনেট সংযোগ এখনও বন্ধ রয়েছে।

    ডিসেম্বরের শেষের দিকে শুরু হওয়া এই আন্দোলনে শত শত বিক্ষোভকারী নিহত হয়েছেন। তেহরানের একটি মর্গে তোলা ফুটেজ থেকে কমপক্ষে ১৮০ টি সাদা কাফন পরা মরদেহ গণনা করেছে বিবিসি।

    এদিকে,যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জানিয়েছেন, ইরান সমঝোতার জন্য যোগাযোগ করেছে।

    এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানি নেতারা ‘নেগোশিয়েট বা সমঝোতার’ জন্য যোগাযোগ করেছেন। কেননা তিনি দেশটিতে সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন।

    বিস্তারিত কিছু না জানিয়ে ট্রাম্প বলেন, “হ্যাঁ হ্যাঁ তারা গতকাল ফোন করেছে।”

    রোববার রাতে ট্রাম্প বলেন, “তারা নেগোশিয়েট বা সমঝোতা করতে চায়। বৈঠকের আগে আমাদের পদক্ষেপ নিতে হতে পারে।”

    গত সপ্তাহে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, যদি ইরানি বাহিনী বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় তবে “আমরাও গুলি শুরু করবো।”

    যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, তারা প্রায় পাঁচশো বিক্ষোভকারীর নিহত হওয়ার বিষয়ে যাচাই করেছে।

    গত বৃহস্পতিবার থেকে ইরানিয়ান কর্তৃপক্ষ ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়ার কারণে সেখান থেকে তথ্য পাওয়া কঠিন হয়েছে।

    তবে, বিবিসি পারসিয়ান জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে জনগণকে শান্ত থাকতে অনুরোধ করা হচ্ছে।

    অন্যদিকে, ইরানের বিভিন্ন শহরে সরকারের পক্ষে সমাবেশ করার ছবি প্রকাশ করেছে ইরানিয়ান ব্রডকাস্টিং করপোরেশন(আইবিসি)।

    এই সংস্থা জানিয়েছে, ইরানের হামিদান ও ইলামসহ কয়েকটি শহরে এই সরকারপন্থি মিছিল – সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

    সম্প্রতি ইলাম ও হামিদান ছিল সেই শহরগুলোর মধ্যে যেখানে বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে বারবার বিক্ষোভ করছিল।

    অন্যান্য শহরের তুলনায় ভিন্নভাবে সরকারের পক্ষে এই মিছিল আজ দুপুরে অনুষ্ঠিত হওয়ার কথা। সরকারি প্রতিষ্ঠানগুলোর আহ্বানে এই সমাবেশ আয়োজন করা হয়েছে।

    সকাল থেকে ইরানের বিভিন্ন রেডিও ও টেলিভিশনে নাগরিকদের এসব সমাবেশ বা মিছিলে অংশ নিতে আহ্বান করা হচ্ছে।

    ইরানের প্রেসিডেন্ট, সংসদের স্পিকার এবং বিচার বিভাগের প্রধান ছাড়াও আয়াতোল্লাহ আলী খামেনির নাতি হাসান খামেনিসহ বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব জনগণকে এই মিছিলে অংশ নিতে আহ্বান জানিয়েছেন।

    রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে প্রিন্স রেজা পাহলভি বলেছেন, “খুব শীঘ্রই আন্তর্জাতিক সহায়তা পৌঁছাবে।”

    বিক্ষোভের ছবি

    ছবির উৎস, Middle East Images / AFP via Getty Images

    ছবির ক্যাপশান, ইরানের বিভিন্ন শহরে সরকারের পক্ষে সমাবেশ করার ছবি প্রকাশ করেছে ইরানিয়ান ব্রডকাস্টিং করপোরেশন(আইবিসি)।
  20. গতকালের উল্লেখযোগ্য কিছু খবর:

    বাংলাদেশে ব্যালট বাক্সের মাধ্যমে নির্বাচন শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ উপায়ে অনুষ্ঠিত হওয়া অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস।

    কিউবাকে ‘একটি চুক্তি করতে’ নতুবা পরিণতি ভোগ করতে হবে সতর্ক করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার তেল এবং অর্থ সরবরাহ এখন বন্ধ হয়ে যাবে।

    ইরানের রেভ্যুলেশনারি গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করতে ইউরোপীয়ান ইউনিয়নকে আহ্বান জানিয়েছেন ইসরাইলের ফরেন মিনিস্টার বা পররাষ্ট্রমন্ত্রী।

    আগামী জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন বাতিল হওয়া ৫৮ জন আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন। এদের মধ্যে একজন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন তিনি।

    মিয়ানমারের রাখাইনে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির খবর পাওয়া যাচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, সীমান্তের ওপার থেকে মুহূর্মূহু গোলাগুলি, বোমা বিস্ফোরণ, মর্টারশেল ও ড্রোন হামলার শব্দ শুনতে পাচ্ছেন তারা।

    ঢাকায় মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির হত্যায় জড়িত চার জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে সারা দেশে ২৭০ জন অ্যাম্বাসেডর নিয়োগ দেবে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। এই কার্যক্রমের নেতৃত্বে থাকবেন দলটির মুখপাত্র ও সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।