বাদাবন: বিভিন্ন দেশের ম্যানগ্রোভ অরণ্যের ছবি প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশি আলোকচিত্রী
এবছরের ম্যানগ্রোভ ফটোগ্রাফি অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় সার্বিকভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহমান। বাংলাদেশে সুন্দরবনের এক মৌয়াল কীভাবে বিশাল মৌমাছির ঝাঁককে তাড়িয়ে মৌচাক থেকে মধু সংগ্রহ করছেন তার ছবি এ বছরের প্রতিযোগিতায় সবসেরা ছবি নির্বাচিত হয়েছে।

ছবির উৎস, Musfiqur Rahman
এই প্রতিযোগিতার আয়োজন করেছিল ম্যানগ্রোভ অ্যাকশন প্রজেক্ট নামে একটি সংস্থা, যাদের মূল লক্ষ্য বিশ্বের বাদাবনগুলোর সংরক্ষণ। এটি ছিল সংস্থার সপ্তম বছরের প্রতিযোগিতা।
প্রতিযোগিতার উদ্দেশ্য হল জঙ্গলের জীবন, উপকূলের মানুষ এবং বাদাবনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ককে ছবির মধ্যে দিয়ে তুলে ধরা। পাশাপাশি এটাও দেখানো যে পানির নিচে এবং পানির ওপরে যে অসাধারণ প্রাণবৈচিত্র্য আছে তা কতটা ভঙ্গুর।
মুশফিকুর রহমানের এই ছবিটির নাম - অ্যা ব্রেভ লাইভলিহুড- দুঃসাহসিক এক জীবিকা। ৬৫টি দেশ থেকে পাঠানো ১,৩০০ ছবির মধ্যে এই ছবিটি সর্বসেরা ছবির স্বীকৃতি পেয়েছে।
"বাংলাদেশের সুন্দরবনে, এবং এই ম্যানগ্রোভ অরণ্যের ভারতীয় অংশেও পুরনো নানান জীবিকা ও মানুষের প্রথাগত জীবনের সাথে জঙ্গলের একটা ঘনিষ্ঠ সম্পর্ক দীর্ঘদিন ধরে টিকে রয়েছে," বলেন মি. রহমান।
বাদাবন জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ঠেকানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাজনের এক একর রেইনফরেস্ট বা চিরহরিৎ বনভূমি যতটা কার্বন ডাই-অক্সাইড শুষে নিতে সক্ষম, ঠিক একই পরিমাণ কার্বন ডাই-অক্সাইড শোষণের ক্ষমতা আছে এক একর (৪০০০ বর্গ মিটার) ম্যানগ্রোভ অরণ্যের।
ম্যানগ্রোভ অরণ্য প্রবল ঝড়ঝঞ্ঝা থেকে উপকূলের ভাঙন রোধেও কাজ করে।
"পৃথিবীতে আদিতে যে পরিমাণ ম্যানগ্রোভ বা বাদাবনের আচ্ছাদন ছিল, এখন তার অর্ধেকেরও কম টিকে আছে," বলছেন প্রতিযোগিতার বিচারক রবার্ট আরউইন।
"তাই ফটোগ্রাফির মধ্যে দিয়ে ভঙ্গুর এই প্রাণবৈচিত্র্য সংরক্ষণ নিয়ে মানুষকে সচেতন করা এখন খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে।"
এবারের প্রতিযোগিতায় ছিল ছয়টি ভিন্ন ক্যাটেগরি। এসব ক্যাটেগরিতে বিজয়ী কিছু ছবি তুলে ধরা হল নিচে। ছবির সাথে আলোকচিত্রীর দেয়া তার ছবি সম্পর্কে কিছু বিবরণ।
আরও পড়তে পারেন:

ম্যানগ্রোভ এবং মানুষ ক্যাটেগরিতে বিজয়ী: ম্যানগ্রোভ প্রোপাগেটারস (বাদাবনের জন্মদাতা) ছবি তুলেছেন ফিলিপিন্সের মার্ক কেভিন বাদায়স

ছবির উৎস, Mark Kevin Badayos
ফিলিপিন্সের উপকূল এলাকায় সূর্য অস্ত যাচ্ছে। সমুদ্র সৈকত পরিষ্কার করে স্থানীয় এলাকার মানুষ সেখানে বাদাবনকে পুর্নজীবন দেবার জন্য আবার চারাগাছ লাগিয়েছে।

ম্যানগ্রোভ এবং মানুষ ক্যাটেগরিতে দ্বিতীয় স্থান: আল রিম দ্বীপে কায়াক নৌকাবাইচ। ছবি তুলেছেন সংযুক্ত আরব আমিরাতের হুরিয়া আল মুফলাহি

ছবির উৎস, Hooreya Al Muflahi
আমরা কায়াক নৌকা বাইচ করতে গিয়ে ম্যানগ্রোভের সৌন্দর্য দেখে দারুণ মুগ্ধ হই। ঠিক করি বাদাবনের মধ্যে দিয়ে বয়ে যাওয়া আশ্চর্য শান্ত নীল নদীর সৌন্দর্য ভিন্ন আঙ্গিক থেকে তুলে ধরব ড্রোন ক্যামেরা দিয়ে।

ম্যানগ্রোভ এবং মানুষ ক্যাটেগরিতে উচ্চ প্রশংসিত ছবি: ওয়ার্ক ইন প্রোগ্রেস (কাজ চলছে) এই শিরোনামে, ছবি তুলেছেন ভারতের অভিজিৎ চক্রবর্তী

ছবির উৎস, Abhijit Chakraborty
জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় সুন্দরবনের ভবিষ্যত ঝুঁকির মুখে। বাঁধ নির্মাণ এবং ম্যানগ্রোভ অঞ্চলের উপকূল বেড়িবাঁধ দিয়ে রক্ষা করাই স্থানীয় মানুষদের জন্য এখন সবশেষ আশা ভরসা।

ম্যানগ্রোভ এবং ল্যান্ডস্কেপ ক্যাটেগরিতে বিজয়ী: শরতের গাছ, ছবি তুলেছেন সংযুক্ত আরব আমিরাতের জোহাইব আঞ্জুম

ছবির উৎস, Zohaib Anjum
সংযুক্ত আরব আমিরাতে উপকূল বরাবর বিস্তৃত বেশিরভাগ ম্যানগ্রোভ অরণ্য রয়েছে আবুধাবিতে। এই বনাঞ্চল শহরের "সবুজ ফুসফুস"।

ম্যানগ্রোভ এবং ল্যান্ডস্কেপ ক্যাটেগরিতে দ্বিতীয় স্থান: ম্যানগ্রোভস অ্যাট ডন (বাদাবনে ভোর) ছবি তুলেছেন আমেরিকার মেলডি রবাটর্স

ছবির উৎস, Melodi Roberts
ফ্লোরিডায় মেরিট আইল্যান্ড ন্যাশানাল ওয়াইল্ডলাইফ রেফিউজ-এ প্রত্যুষের একটি শান্ত মুহূর্ত।

ম্যানগ্রোভ এবং ল্যান্ডস্কেপ ক্যাটেগরিতে উচ্চ প্রশংসিত ছবি: শাইনিং স্টারস অ্যাবাভ ম্যানগ্রোভ ট্রি (ম্যানগ্রোভে গাছের মাথায় তারকাখচিত আকাশ) ছবি তুলেছেন মালয়েশিয়ার ইউসুফ বিন মালদি

ছবির উৎস, Yusuf Bin Madi
মালয়েশিয়ার পুলাউ মাওয়ার-এ মার্সিং সমুদ্রসৈকতে যে ম্যানগ্রোভ বনাঞ্চল আছে সেখানে গাছের মাথায় ছায়াপথ। একমাত্র ভাটার সময় পায়ে হেঁটে ওই এলাকায় যাওয়া সম্ভব।

ম্যানগ্রোভ এবং ওয়াইল্ডলাইফ ক্যাটেগরিতে বিজয়ী: অ্যাডাপটেশন অফ বেঙ্গল টাইগার (বাঘের মর্জি) ছবি তুলেছেন ভারতের অরিজিৎ দাস

ছবির উৎস, Arijit Das
চার দিন ধরে পালিয়ে বেড়ানো বাঘটার পিছু পিছু আমরা ছুটেছি। শেষ পর্যন্ত আমরা একটা ধারণা করতে পেরেছিলাম যে বাঘটাকে ঠিক কোন জায়গায় একটা খাদ লাফ দিয়ে পার হতে হবে।

ম্যানগ্রোভ এবং ওয়াইল্ডলাইফ ক্যাটেগরিতে দ্বিতীয় স্থান: ডান্সিং মাডস্কিপার (কাদা মাছের নাচ) ছবি তুলেছেন তাইওয়ানের লিও লিউ

ছবির উৎস, Leo Liu
কাদাজলে দুই মাডস্কিপার ঝগড়া করছিল এলাকার দখল নিয়ে। এমন সময় তৃতীয় এক নত্যৃকুশলী মাডস্কিপারের নাচ দেখে হতবাক হয়ে চেয়ে আছে ঝগড়ায় ব্যস্ত অন্য দুজন!
মাডস্কিপার উভচর মাছ। তারা বাস করে কাদাজলে এবং মালয়েশিয়ায় বাদাবনের জীববৈচিত্র্যের একটা গুরুত্বপূর্ণ অংশ।

ম্যানগ্রোভ এবং আন্ডারওয়াটার ক্যাটেগরিতে বিজয়ী: শেল্টার (আশ্রয়) ছবি তুলেছেন বাহামার শেন গ্রস

ছবির উৎস, Shane Gross
সবুজ রংএর সামুদ্রিক কচ্ছপটি ম্যানগ্রোভ অরণ্যে আশ্রয় নিয়েছে।
সবুজ কচ্ছপ জন্ম নেয় সমুদ্র সৈকতে, তারা বড় হয় সাগরে, তাদের খাদ্য সামুদ্রিক ঘাস এবং বাদাবনের ঘন অরণ্যে বা প্রবালের খাঁড়ির ভেতর তারা নিরাপদ আশ্রয়ে লুকিয়ে থাকে।
এই প্রজাতির কচ্ছপকে রক্ষা করতে হলে ম্যানগ্রোভের প্রাণবৈচিত্র্য সংরক্ষণ জরুরি।

ম্যানগ্রোভ এবং আন্ডারওয়াটার ক্যাটেগরিতে দ্বিতীয় স্থান: অ্যা রেয়ার অ্যান্ড অকেশনাল এনকাউন্টার (বিরল এক সংঘাত) ছবি তুলেছেন নেদারল্যান্ডসের অ্যান্টিল্সের লোরেঞ্জো মিট্টিগা

ছবির উৎস, Lorenzo Mittiga
সারগাসাম ফ্রগফিশ সামুদ্রিক শেওলার মধ্যে বসবাস করে। তাদের নিজস্ব আবাসস্থলের বাইরে বিরল এক সংঘাতের মুহূর্ত।
ফ্রগফিশের জীবন সাধারণত সারগাসাম সামুদ্রিক শেওলার সাথে সম্পৃক্ত। আটলান্টিক মহাসাগরে এই সামুদ্রিক শেওলার ওপর দিয়ে ফ্রগফিশ ভেসে বেড়ায়, তারা হাজার হাজার মাইল পথ পাড়ি দেয় এই শেওলায় ভর করে।

ম্যানগ্রোভ এবং আন্ডারওয়াটার ক্যাটেগরিতে উচ্চ প্রশংসিত ছবি: আপসাইড ডাউন জেলিফিশ ইন দ্য ম্যানগ্রোভ (ম্যানগ্রোভে উল্টো মুখ জেলিফিশ) ছবি তুলেছেন নেদারল্যান্ডসের অ্যান্টিল্সের লোরেঞ্জো মিট্টিগা

ছবির উৎস, Lorenzo Mittiga
সামুদ্রিক বহু প্রাণীর জীবন বাদাবন বা ম্যানগ্রোভ নির্ভর। এদের মধ্যে রয়েছে বর্ণিল ও দুর্দান্ত দেখতে উল্টো মুখ জেলিফিশ।

ম্যানগ্রোভ এবং ঝুঁকি ক্যাটেগরিতে বিজয়ী ছবি: গারবেজ অন ম্যানগ্রোভ (বাদাবনে জঞ্জাল) ছবি তুলেছেন ফিলিপিন্সের মার্ক কেভিন বাদায়স

ছবির উৎস, Mark Kevin Badayos
পৃথিবীর এই অঞ্চলে প্লাস্টিক বর্জ্য একটা বিরাট সমস্যা। এইসব বর্জ্য ম্যানগ্রোভ অরণ্যের জন্য বড় ধরনের ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। এই প্লাস্টিক বর্জ্যের দাপটে বনাঞ্চলের নাভিশ্বাস উঠছে।

ম্যানগ্রোভ এবং ঝুঁকি ক্যাটেগরিতে দ্বিতীয় স্থান: ব্রোকেন ম্যানগ্রোভ (বিধ্বস্ত ম্যানগ্রোভ) ছবি তুলেছেন ইন্দোনেশিয়ার ধানি দারমানসিয়া সারাগি

ছবির উৎস, Dhany Darmansyah Saragih
স্থানীয় মানুষ নৌকা ও ঘরবাড়ি বানাতে এবং জ্বালানির জন্য ম্যানগ্রোভের গাছপালা কেটে নিয়ে যায়।
গত তিন দশকে ইন্দোনেশিয়ার ৪০% বাদাবন ধ্বংস হয়ে গেছে।

ম্যানগ্রোভ এবং ঝুঁকি ক্যাটেগরিতে উচ্চ প্রশংসিত ছবি: দ্য রিফ্লেকটেড থ্রেট (ঝুঁকির প্রতিচ্ছবি) ছবি তুলেছেন ব্রাজিলের মার্সেলো কস্টা সোয়ারেস

ছবির উৎস, Marcelo Soares
ব্রাজিলে শহর এলাকায় সবচেয়ে বড় যে ম্যানগ্রোভ অরণ্য সৃষ্টি করা হচ্ছে তার জন্য সবচেয়ে বড় ঝুঁকির ছবি প্রতিফলিত হয়েছে সবে চারা লাগানো জমিতে জমে থাকা পানির মধ্যে। পরিবেশগত কারণে সংরক্ষিত এই এলাকায় বহুতল ভবন তৈরির বড়ধরনের ঝুঁকি তৈরি হয়েছে।

ম্যানগ্রোভ এবং তারুণ্য ক্যাটেগরিতে বিজয়ী ছবি: কোস্টাল ফ্যানটম (উপকূলের ভূত) ছবি তুলেছেন আমেরিকার কালেব হুভার

ছবির উৎস, Caleb Hoover
ডাহুক ধরনের একটি পাখি উপকূলীয় ম্যানগ্রোভের ছায়ায় আশ্রয় নিয়েছে।
বিরল প্রজাতির এই পাখিটি এই এলাকায় দেখা গেল ছয় বছরেরও বেশি সময় পর। তবে এই পাখিটি অবশ্যই ফ্লোরিডার উপকূলে ম্যানগ্রোভ অরণ্যের এই অংশকে নিরিবিলি এবং নিরাপদ মনে করেছে।
বিবিসি বাংলার আরও খবর:

ম্যানগ্রোভ এবং তারুণ্য ক্যাটেগরিতে দ্বিতীয় স্থান: হোয়াট'স পপিং? (কে মাথা উঁচু করেছে?) ছবি তুলেছেন সিঙ্গাপুরের লুকাস ও হাও শিয়াং

ছবির উৎস, Lucas Oh Hao Xiang
সরীসৃপের জীবনধারণের জন্যও প্রয়োজন বাদাবন, যেমন মালয়-এর এই জলজ সরীসৃপ প্রজাতিকে বেঁচে থাকার জন্য শহরের সীমিত উপকূলীয় বাদাবনের ওপর নির্ভর করতে হয়।
সব ছবির স্বত্ত্ব সংরক্ষিত।








