লাইভ, এবার ভোট গণনায় দেরি হতে পারে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনায় দেরি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। এদিকে, সংসদ নির্বাচনে আজ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে, প্রচারণা শুরু হবে আগামীকাল থেকে। চোখ রাখুন বিবিসি বাংলায়…

সরাসরি কভারেজ

  1. এবার ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব

    প্রেস সচিব শফিকুল আলম

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনায় দেরি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।

    আজ ঢাকার ফরেন সার্ভস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    ভোট গণনায় দেরির কারণ হিসেবে তিনি বলেন, এবার সাধারণ নির্বাচনের পাশাপাশি রেফারেন্ডাম বা গণভোট এবং পোস্টাল ব্যালট রয়েছে।

    “এ বিষয়ে যেন গুজব না ছড়ায় সেজন্য আপনারা আগেভাগেই সাধারণ মানুষকে জানিয়ে রাখবেন।"

    এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এও বলেন, "নির্বাচন কেন্দ্রে কোনো ইন্সিডেন্ট হলো। ওটাকে ঘিরে অপতথ্য ছড়ানো হতে পারে। এগুলোকে কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, এটা নিয়ে আজ কথা হয়েছে।"

  2. প্রচারণার সময় কোনোভাবেই যেন হাদির পরিণতি না হয়: আখতার

    আখতার হোসেন

    সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে র‍্যাব কর্মকর্তার নিহতের ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে ইঙ্গিত করে উল্লেখ করে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, "নির্বাচনি প্রচারণা চালানোর সময় আমাদের কোনো প্রার্থীকে কোনোভাবেই যেন হাদি ভাইয়ের মতো পরিণতি বরণ করতে না হয়"।

    আজ বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

    "সরকারের কাছে প্রত্যাশা, যাতে কোনো অবৈধ অবৈধ অস্ত্র না থাকে, কোনো সংঘাত না হয়, কোনো ভোটার বা প্রার্থী যেন ক্ষতিগ্রস্ত না হন"।

  3. শেখ হাসিনাসহ ২৮৬ জনের রাষ্ট্রদ্রোহ মামলার অধিকতর অভিযোগ গঠন শুনানি ৯ই ফেব্রুয়ারি

    বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অধিকতর অভিযোগ গঠন শুনানির জন্য আগামী নয়ই ফেব্রুয়ারি দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত।

    জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করা হয় বলে এক প্রতিবেদনে জানায় রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস।

    আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. আব্দুস সালামের আদালতে মামলার অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে শুনানি করেন। কারাগারে থাকা একাধিক আসামির আইনজীবী অব্যাহতি চেয়ে আবেদন করেন।

    এরপর আদালত অধিকতর অভিযোগ গঠন শুনানির জন্য আগামী নয়ই ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

    এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জন আসামি। এর মধ্যে শেখ হাসিনাসহ ২৫৯ জন পলাতক রয়েছে।

    ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনসহ ২৭ জন গ্রেফতার হয়ে কারাগারে আটক রয়েছেন।

  4. পে স্কেল অনুযায়ী বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিনরা

    মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫
    ছবির ক্যাপশান, মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫

    জাতীয় পে স্কেল অনুযায়ী বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিনরা। সরাসরি সরকার পরিচালিত বায়তুল মোকাররমের মতো মসজিদগুলো ও নবনির্মিত ৫৬০টি মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা সরাসরি সরকারি তহবিল বা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এই স্কেলে বেতন পাবেন।

    আর বেসরকারি বা স্থানীয় মসজিদগুলোর কর্মীদের বেতন দেওয়ার মূল দায়িত্ব স্থানীয় কমিটির হাতেই থাকবে।

    মূলত, মসজিদগুলোর জনবল কাঠামো শক্তিশালী করতে এবং বেতন বৈষম্য দূর করতেই এই পদক্ষেপ দেওয় হয়েছে বলে জানিয়েছে সরকার।

    সম্প্রতি প্রকাশিত সরকারি গেজেটে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জাতীয় বেতন স্কেল ২০১৫-এর আওতায় বিভিন্ন গ্রেডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

    গেজেট অনুযায়ী নির্ধারিত গ্রেডগুলো হলো: সিনিয়র পেশ ইমাম: পঞ্চম গ্রেডপেশ ইমাম: ষষ্ঠ গ্রেডইমাম: নবম গ্রেডমুয়াজ্জিন: প্রধান মুয়াজ্জিন দশম এবং সাধারণ মুয়াজ্জিন ১১তম গ্রেডখাদিম: প্রধান খাদিম ১৫তম এবং সাধারণ খাদিম ১৬তম গ্রেডঅন্যান্য কর্মী: নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ২০তম গ্রেড

    তবে খতিবদের সম্মানী বা বেতন নির্ধারিত হবে সংশ্লিষ্ট মসজিদ কমিটির সঙ্গে সম্পাদিত চুক্তির শর্তানুযায়ী।

  5. বাংলাদেশ ক্রিকেট দলকে ‘নিষিদ্ধের’ আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের

    দিল্লি হাইকোর্ট

    ছবির উৎস, Hindustan Times via Getty Images

    আইনের একজন ছাত্রী দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে আবেদন করেছিলেন যে বাংলাদেশকে সব ধরনের ক্রিকেট প্রতিযোগিতা থেকে যাতে নিষিদ্ধ করা হয়। বাংলাদেশে হিন্দুদের ওপরে ‘সহিংসতার’ কারণ দেখানো হয়েছিল আবেদনে।

    এই মামলার বিস্তারিত জানিয়েছে ভারতের আইন আদালতের খবর সংক্রান্ত পোর্টাল ‘বার অ্যান্ড বেঞ্চ’।

    দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ বুধবার সেই মামলা খারিজ করে দিয়ে বলেছে, “এটা কী ধরনের আবেদন”? এরকম একটি তুচ্ছ রিট আবেদন কেন করা হয়েছে, সেই প্রশ্ন তুলে মামলাকারীকে বড় অঙ্কের জরিমানা করার কথাও বলেছিল আদালত।

    পরে অবশ্য জরিমানা করা হয়নি।

    মামলাটিতে আদালতের কাছে নির্দেশনা চাওয়া হয়েছিল যে যতদিন না সেদেশে হিন্দুদের ওপরে সহিংসতা বন্ধ হচ্ছে ততদিন যাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে অংশগ্রহণ করতে না দেওয়া হয়।

    ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড, আইসিসি, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মামলায় যুক্ত করা হয়েছিল।

    আদালত বলেছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন বন্ধ করতে বলে বাংলাদেশ, আইসিসি বা শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে নির্দেশ পাঠানো যায় না কি?

    অন্য একটি দেশের সঙ্গে ভারতের সরকার কী সম্পর্ক রাখবে, সেই ব্যাপারেও আদালত কোনো নির্দেশ দিতে পারে না।

    ‘বার অ্যান্ড বেঞ্চ’ লিখেছে - বিচারপতিরা প্রশ্ন তোলেন, “আপনি কি চাইছেন আমরা বাংলাদেশে তদন্ত চালাই? আমাদের নির্দেশ সেখানে পৌঁছাবে?”

    কিছুক্ষণ মামলাটি শোনার পরে ডিভিশন বেঞ্চ বলে যে মামলাকারীর ওপরে অর্থ দণ্ড চাপানো হবে।

    ‘বার অ্যান্ড বেঞ্চ’ লিখেছে, প্রধান বিচারপতি দেভেন্দ্র কুমার উপাধ্যায় আবেদনকারী দেবযাণী সিংকে বলেন এরকম একটি মামলা দায়ের করার জন্য তার ওপরে এমন আর্থিক দণ্ড চাপানো হবে যা দেখে অন্যরা শিক্ষা নেবে।

    এরপরেই অবশ্য মামলাকারী আইনজীবী আবেদন প্রত্যাহার করে নেওয়ার কথা জানান আদালতকে।

  6. মানবতাবিরোধী অপরাধে জয়-পলকের বিচার শুরু

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

    জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে 'উসকানি, প্ররোচনা ও সহায়তা' করার অভিযোগ এনে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

    জুনায়েদ আহমেদ পলকের পক্ষে আদালতে অব্যাহতির আবেদনের শুনানি করেন আইনজীবী লিটন আহমেদ। সজীব ওয়াজেদ জয়ের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম।

  7. ২৯৮ আসনে ১৯৬৭ প্রার্থী, দেশব্যাপী চলছে প্রতীক বরাদ্দ

    বাংলাদেশের নির্বাচন কমিশন ভবন
    ছবির ক্যাপশান, বাংলাদেশের নির্বাচন কমিশন ভবন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে আজ।

    বুধবার সকাল ৯টা থেকে থেকে দেশব্যাপী ২৯৮টি আসনের রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করছেন।

    এবারের নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছেন। বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র নারী প্রার্থী রুমিন ফারহানা পেয়েছেন হাঁস।

    দলগুলোর মধ্যে বিএনপির প্রার্থীরা ধানের শীষে, জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা, জাতীয় পার্টি লাঙল, জাতীয় নাগরিক পার্টি শাপলা কলি প্রতীক নিয়ে লড়ছে।

    পাবনা-১ ও ২ বাদে ২৯৮টি আসনে মোট প্রার্থীর সংখ্যা এক হাজার ৯৬৭ জন। এবারের নির্বাচনে ৩০০ আসনে দুই হাজার ৫৮৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল।

    সীমানা জটিলতার কারণে পাবনার দুটি আসনের নির্বাচন হাইকোর্ট স্থগিত করেছিল। পরে আপিল বিভাগ ১২ই ফেব্রুয়ারিই সেখানে নির্বাচনের নির্দেশ দেয়।

    তফসিল অনুযায়ী আগামীকাল ২২শে জানুয়ারি থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হবে এবং ভোট গ্রহণ শুরু হওয়ার ৪৮ ঘণ্টা পূর্ব পর্যন্ত এই প্রচারণা চালানো যাবে।

    আগামী ১২ই ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট হওয়ার কথা রয়েছে।

  8. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে