কড়াইল বস্তিতে ছোট ফ্ল্যাট বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান

ছবির উৎস, SCREEN GRAB
ঢাকায় কড়াইল বস্তিতে ফ্ল্যাট বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার বিকেলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে এই প্রতিশ্রুতি দেন তিনি।
মি. রহমান বলেন, “আমরা এখানে উঁচু উঁচু বড় বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে। এইখানে যে মানুষগুলো থাকেন তাদের নামে রেজিস্ট্রি করে আমরা প্রতিটি ছোট ফ্ল্যাট করবো এবং সেগুলো তাদের নামে দিতে চাই আমরা।”
একইসাথে কড়াইল বস্তির মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
দালানে বসবাসকারী সন্তানদের মতো কড়াইল বস্তির সন্তানদেরও সুবিধা দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন,“ আমরা চাই দালানে যে থাকে তার সন্তান যেমন শিক্ষার সুবিধা পাবে ঠিক একইভাবে কড়াইল বস্তিতে যে মানুষগুলো থাকে তাদের যারা সন্তান আছে তারাও ঠিক একইভাবে দালানের সন্তানদের মতো একইভাবে বিদেশি ভাষা শিখতে পারে।”











