আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
কোভিড: বাংলাদেশে ২৪ ঘণ্টায় শনাক্তের হার আরও বেড়েছে
বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন ২,৫৭৬ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৪০ জনের।
এই নিয়ে বাংলাদেশে মোট কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন আট লাখ ২০ হাজার ৩৯৫ জন।
মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৯৮৯ জনের।
আর শনাক্তের হার বেড়ে হয়েছে ১৩.২৫ শতাংশ।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
বিবিসি বাংলায় আরো পড়ুন
নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯ হাজার ৪৪৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন আক্রান্তদের তথ্য পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে তিন জন বাসায় এবং বাকিরা সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মৃতদের মধ্যে পুরুষ ৩১ জন এবং নারী ০৯ জন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২০৬১ জন।
বাংলাদেশে গত বছরের আটই মার্চ প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর শনাক্তের সংখ্যা বাড়তে শুরু করলেও অগাস্ট মাস নাগাদ কমে আসে।
কিন্তু এই বছরের মার্চ মাস থেকে আবার শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করেছে।