আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
করোনা ভাইরাস: টানা চারদিন পরে মৃতের সংখ্যা একশ'র নিচে নামলো, কমেছে শনাক্তের হারও
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা টানা চারদিন পরে মৃতের সংখ্যা ১০০ জনের নিচে নেমে এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯১ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট ১০ হাজার ৫৮৮ জনের মৃত্যু হলো।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৪৫৫৯জন রোগী। এ সময়ের মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭০৫৬টি।
নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬.৮৫ শতাংশ।
মার্চ মাসের তৃতীয় সপ্তাহ নাগাদ বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ আঘাত করলে শনাক্তের হার প্রায় ২৫ শতাংশ পর্যন্ত হয়েছিল। সে তুলনায় এখন শনাক্তের হার কিছুটা কম দেখা যাচ্ছে।
এর আগে একটানা চারদিন ধরে মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়েছিল।
বাংলাদেশে এখনো পর্যন্ত করোনাভাইরাসে মোট শনাক্তের সংখ্যা ৭ লাখ ২৭ হাজার ৭৮০ জন।
এর আগে গত সোমবার বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১২ জন মারা যান। এটি ছিল একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড।
শনিবার থেকে সোমবার পর্যন্ত তিনদিনের মৃত্যুহার বিবেচনা করলে কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রতি ১৫ মিনিটে একজনের মৃত্যু হচ্ছিল। এপ্রিল মাসের মৃত্যু হার বিবেচনা করলে, কোভিড-১৯ আক্রান্ত হয়ে এই মাসে প্রতি ১৮ মিনিটে একজনের মৃত্যু হচ্ছে।
শনিবারই বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স ইউনিভার্সিটি।
''মহামারি সর্বোচ্চ মাত্রার সংক্রমণের দিকে এগোচ্ছে'' বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান সতর্কবাণী উচ্চারণের পরদিনই বিশ্বব্যাপী মৃত্যুর এই পরিসংখ্যান জানা গেল।
শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস বলেন, ''নতুন শনাক্ত আর মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। বিশ্বজুড়ে প্রতি সপ্তাহে নতুন শনাক্ত হওয়ার সংখ্যা গত দুইমাসে দ্বিগুণ হয়ে গেছে।''
বিবিসি বাংলায় আরো পড়ুন