আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

‘সতর্কতা’ হিসেবে কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে "কঠোর পদক্ষেপ" নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, কাতারে অবস্থিত আল-উদেইদ বিমান ঘাঁটিতে কর্মী সংখ্যা কমাচ্ছে যুক্তরাষ্ট্র, যাকে কর্মকর্তারা 'সতর্কতামূলক ব্যবস্থা' বলে অভিহিত করেছেন। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা যা ঘটেছে:

    • যুক্তরাষ্ট্র হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানোর যে হুমকি ইরান দিয়েছে, সেটির প্রেক্ষিতে 'সতর্কতামূলক ব্যবস্থা' হিসেবেই কাতারের আল উদেইদ সেনা ঘাঁটি থেকে সেনা সদস্যদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র।
    • ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে "কঠোর পদক্ষেপ" নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র হামলা চালালে সেটার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে বলে প্রতিবেশী দেশগুলেকে সতর্ক করেছে ইরান।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক এক মন্তব্যে ইরানের বেসামরিক নাগরিকদের "বিক্ষোভ অব্যাহত রাখার" আহ্বান জানানোর পর ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে দিয়েছেন যে তার দেশ "অশুভ এবং বিদেশি হস্তক্ষেপের" বিরুদ্ধে আত্মরক্ষা করবে।
    • ইরানে গত কয়েকদিনে সরকারবিরোধী বিক্ষোভের সময় দুই হাজার ৫৭১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আমেরিকা-ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি বা এইচআরএএনএ।
    • ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করে আল্টিমেটাম দিয়েছেন ক্রিকেটাররা। বৃহস্পতিবার দুপুর একটায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ শুরুর আগে তিনি পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট খেলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব।
    • আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে আপাতত 'অন অ্যারাইভাল ভিসা' বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের আগে 'অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে' সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
    • ইরানের সঙ্গে বাণিজ্যকারী দেশগুলোর ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের যে ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, সেটির কোনো প্রভাব ইরান ও রাশিয়ার বাণিজ্যিক সম্পর্কের ওপর পড়বে না বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
    • আসন্ন সংসদ নির্বাচনে আসন সমঝোতা নিয়ে পূর্বঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। বুধবার দুপুরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।
    • থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে।
    • রংপুরে রেকটিফায়েড স্পিরিট পান করে ছয়জন মৃত্যুর ঘটনায় বিক্রেতা সন্দেহে গ্রেফতার জয়নুল আবেদিন কারাগারে বন্দি অবস্থায় মারা গেছেন।
    • বৃহস্পতিবার আবারও সড়ক অবরোধের ডাক দিয়ে বুধবারের মতো বিক্ষোভ কর্মসূচি শেষ করেছেন ঢাকার সাত কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে ঢাকার সায়েন্সল্যাব, তাঁতীবাজার ও টেকনিক্যাল মোড়ে বৃহস্পতিবার আবারও সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন তারা।
    • প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে কেউ কেউ ‘উসকানিমূলক’ বক্তব্য দিয়ে বিরক্ত করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনে বিএনপি মনোনিত প্রার্থী মির্জা আব্বাস। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
    • পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস দল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে যে মামলা দায়ের করেছিল, তা নিষ্পত্তি করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।
    • মানবতাবিরোধী অপরাধের মামলায় চাকরিচ্যুত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী আটই ফেব্রুয়ারি দিন ধার্যও করা হয়েছে।
    • বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন আগামী ১২ই ফেব্রুয়ারি তারিখেই অনুষ্ঠিত হবে বলে মার্কিন কূটনীতিকদের কাছে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হচ্ছে।

    অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. গাজায় সেনা পাঠানোর সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

    বাংলাদেশ থেকে গাজায় সেনা পাঠানোর বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

    বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    "গাজায় আমরা যে ফোর্স পাঠাব, সেই সিদ্ধান্ত এখনো হয়নি। এখানে একেবারে আলাপ-আলোচনা চলছে এখন। কারণ, এখনো কোনো কিছুই ঠিক হয় নাই, কারা থাকবে কারা থাকবে না। পরিবেশ সৃষ্টি না হলে আমরা যাব না," বলেন মি. হোসেন।

    গাজায় স্থিতিশীলতা আনতে প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে (আইএসএফ) অংশগ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ বেশকিছু শর্তের কথা উল্লেখ করেছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।

    "প্রথমত, আমরা ওখানে লড়াই করতে যাব না। দ্বিতীয়ত, ওখানে এমন কোনো কর্তৃপক্ষ থাকবে, যাদের সঙ্গে আমাদের যোগাযোগ করা বা কথাবার্তা বলাই সম্ভব না, সেক্ষেত্রে তো আমরা যাব না। কাজেই আমাদের শর্তগুলো যেগুলো, সেগুলো মোটামুটি পরিষ্কার। এরপর আমরা চিন্তাভাবনা করব," বলেন মি. হোসেন।

  3. বিসিবি পরিচালক নাজমুল পদত্যাগ না করলে খেলা বন্ধের হুমকি ক্রিকেটারদের

    ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করেছেন ক্রিকেটাররা।

    বৃহস্পতিবার দুপুর একটায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ শুরুর আগে তিনি পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট খেলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব।

    বুধবার রাতে জুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে এই আল্টিমেটাম ঘোষণা করেন কোয়াব-এর সভাপতি মোহাম্মদ মিঠুন।

    টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেললে ক্রিকেটারদের ক্ষতি বিষয়ক এক প্রশ্নের জবাবে বুধবার বিকেলে বিসিবি'র পরিচালক ও অর্থ কমিটির প্রধান মি. ইসলাম বলেন, "ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি"।

    এমন মন্তব্যের প্রতিবাদে ক্রিকেটাররা তার পদত্যাগ দাবি করে কর্মসূচি ঘোষণা করলেন।

  4. রংপুরে রেকটিফায়েড স্পিরিট পানে ছয়জনের মৃত্যুর পর কারাগারে মারা গেলেন বিক্রেতা

    রংপুরে রেকটিফায়েড স্পিরিট পান করে ছয়জন মৃত্যুর ঘটনায় বিক্রেতা সন্দেহে গ্রেফতার জয়নুল আবেদিন কারাগারে বন্দি অবস্থায় মারা গেছেন।

    রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন রংপুর কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) অভিজিত চৌধুরী।

    এর আগে, মঙ্গলবার বিকালে মি. আবেদিনের বুকে ব্যথা শুরু হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় কারা কর্তৃপক্ষ।

    সেখানে হৃদরোগ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয় বলে জানান জ্যেষ্ঠ জেল সুপার মি. চৌধুরী।

    জয়নুল আবেদিন মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করেছে পুলিশ।

    গত তিন দিনে রংপুর সদর ও বদরগঞ্জ উপজেলায় রেকটিফায়েড স্পিরিট পান করে যে ছয়জন মারা গেছে, তারা মি. আবেদিনের কাছ থেকে সেটি কিনেছিলেন বলে জানানো হয়েছে।

    রেকটিফায়েড স্পিরিট পানে মৃত্যুর ঘটনার পর ১০ বোতল স্পিরিটসহ বিক্রেতা জয়নুল আবেদিনকে গ্রেফতারের তথ্য জানিয়েছিল পুলিশ। পরে তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

  5. 'সতর্কতা' হিসেবে কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনাদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

    যুক্তরাষ্ট্র হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানোর যে হুমকি ইরান দিয়েছে, সেটির প্রেক্ষিতে 'সতর্কতামূলক ব্যবস্থা' হিসেবেই কাতারের আল উদেইদ সেনা ঘাঁটি থেকে সেনা সদস্যদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র।

    ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তার বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ।

    কাতার সরকারের দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে 'বর্তমান আঞ্চলিক উত্তেজনার প্রতিক্রিয়া' হিসেবে যুক্তরাষ্ট্র ওই পদক্ষেপ নিয়েছে।

    মধ্যপ্রাচ্যে অবস্থিত সবচেয়ে বড় ওই মার্কিন সামরিক ঘাঁটিতে প্রায় ১০ হাজার সেনা রয়েছে বলে জানা যায়।

    এর আগে, গত বছরের জুনে মার্কিন হামলার জবাবে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের ওই বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান

    ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে "কঠোর পদক্ষেপ" নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

    ইরানের বিক্ষোভকারীদের রক্ষায় যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    অন্যদিকে, যুক্তরাষ্ট্র হামলা চালালে এবারও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান।

    কাতারসহ মধ্যপ্রাচ্যের যেসব মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেগুলো হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে ইতোমধ্যে ইরান প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।

    এমন পরিস্থিতির মধ্যে আল উদেইদ বিমান ঘাঁটি থেকে মার্কিন সেনা সরানোর খবর এলো।

  6. ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখার ঘোষণা রাশিয়ার

    ইরানের সঙ্গে বাণিজ্যকারী দেশগুলোর ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের যে ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, সেটির কোনো প্রভাব ইরান ও রাশিয়ার বাণিজ্যিক সম্পর্কের ওপর পড়বে না বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

    "আমাদের অবশ্যই কাজ চালিয়ে যেতে হবে এবং ইরান ও অন্যান্য অর্থনৈতিক অংশীদারদের সঙ্গে আমাদের যে চুক্তি রয়েছে, সেটি বাস্তবায়ন করতে হবে," মস্কোতে এক সংবাদ সম্মেলনে বলেন মি. লাভরভ।

    ইরানকে কোণঠাসা করার জন্য যুক্তরাষ্ট্র যেভাবে শুল্কবৃদ্ধির পদক্ষেপ নিয়েছে, সেটির সমালোচনা করেছে ক্রেমলিন।

    "যখন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি শক্তিশালী দেশ এই ধরনের অপ্রীতিকর পদ্ধতি অবলম্বন করে, তখন এর অর্থ কেবল একটিই–– প্রতিযোগিতামূলক বাজারে আমেরিকার অবস্থান ক্রমেই দুর্বল হয়ে পড়ছে," বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

    এর আগে, চীনও যুক্তরাষ্ট্রের শুল্কবৃদ্ধির ঘোষণা প্রত্যাখ্যান করে ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখার সিদ্ধান্ত জানিয়েছে।

  7. থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২

    থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে।

    এ ঘটনায় শিক্ষার্থীসহ আরও অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন, যাদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

    ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন কর্মকর্তারা।

    বুধবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে চলন্ত ট্রেনের ওপর ক্রেনটি ভেঙে পড়ে। তখন ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয় এবং আরেকটিতে আগুন ধরে যায়।

    দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পর দ্রুত সময়ের মধ্যে হতাহতদের উদ্ধার করা হয়েছে। আহতদের আশপাশের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    হতাহতদের বেশিরভাগ শিক্ষার্থীও শ্রমিক বলে বিবিসি থাই সার্ভিসের খবরে উল্লেখ করা হয়েছে।

    থাই সরকারের তথ্যমতে, ব্যাংকক থেকে ছেড়ে আসা ট্রেনটি উত্তর-পূর্ব থাইল্যান্ডের দিকে যাচ্ছিল। ছেড়ে আসার সময় ট্রেনটিতে অন্তত ১৯৫ জন যাত্রী অবস্থান করছিলেন।

    যে ক্রেনটি ভেঙে পড়েছে, সেটি থাইল্যান্ড ও চীনের মধ্যে সংযোগ স্থাপনকারী একটি উচ্চ-গতির রেল প্রকল্পের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে জানা যাচ্ছে।

    কীভাবে সেটি ভেঙে পড়ল, সেটি তদন্ত করে বের করার জন্য রেলওয়ে গভর্নরকে নির্দেশ দিয়েছে থাই সরকার।

  8. বৃহস্পতিবার ফের অবরোধের ডাক দিয়ে সড়ক ছাড়লেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা

    বৃহস্পতিবার আবারও সড়ক অবরোধের ডাক দিয়ে বুধবারের মতো বিক্ষোভ কর্মসূচি শেষ করেছেন ঢাকার সাত কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা।

    ছয় ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থান নিয়ে থাকার পর সন্ধ্যায় তারা সড়ক ছেড়ে দেন।

    বৃহস্পতিবার সকালে ঢাকার সায়েন্সল্যাব, তাঁতীবাজার ও টেকনিক্যাল মোড়ে বৃহস্পতিবার আবারও সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন তারা।

    দাবি মেনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা না আসা পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

    "আমরা যেহেতু সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো নির্দেশনা পাচ্ছি না, অতএব আমাদের এই কর্মসূচি আমরা স্পেসিফিক নির্দেশনা না পাওয়া পর্যন্ত চলমান রাখবো। আমাদের এই ব্লকেড কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চলমান থাকবে," বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেন আন্দোলকারী শিক্ষার্থীদের প্রতিনিধি নাঈম হাওলাদার।

    এর আগে, বুধবার দুপুর থেকে ঢাকার সায়েন্সল্যাব, টেকনিক্যাল মোড়, তাঁতীবাজার এবং মহাখালীর আমতলী মোড় আটকে বিক্ষোভ শুরু করেন সাত কলেজের শিক্ষার্থীরা।

    এতে ওইসব এলাকায় তীব্র যানজট সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সন্ধ্যায় সড়ক ছেড়ে দেওয়ার পর যানজট কিছুটা কমতে থাকে।

  9. 'উসকানিমূলক' বক্তব্য দিয়ে কিছু প্রার্থী 'বিরক্ত করার' চেষ্টা চালাচ্ছে: মির্জা আব্বাস

    প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে কেউ কেউ ‘উসকানিমূলক’ বক্তব্য দিয়ে বিরক্ত করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনে বিএনপি মনোনিত প্রার্থী মির্জা আব্বাস।

    নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

    বুধবার ঢাকায় সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

    "কিছু কিছু প্রার্থী এমন কথাবার্তা বলছেন, ওইগুলো উসকানিমূলক কথাবার্তা...খেয়াল করে দেখবেন। আমি যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি সেই আসনের কিছু কিছু প্রার্থী আমার সম্পর্কে আজেবাজে কথা বলতেছে," বলেন মি. আব্বাস।

    "তারা উদ্দেশ্যমূলকভাবে উসকানিমূলক কথাবার্তা বলছে, যাতে আমরা একটু ইরিটেটেড হই। এই ব্যাপারে আমি নির্বাচন কমিশনকে আহ্বান জানাব, তারা যেন একটু খেয়াল রাখেন," বলেন তিনি।

  10. যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান

    যুক্তরাষ্ট্র হামলা চালালে সেটার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে বলে প্রতিবেশী দেশগুলেকে সতর্ক করেছে ইরান।

    বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার হুমকি দেওয়ার পর বুধবার তেহরান এই প্রতিক্রিয়া দেখিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।

    জ্যেষ্ঠ একজন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তেহরান এই অঞ্চলে মার্কিন মিত্রদের "ওয়াশিংটনকে ইরানে আক্রমণ করা থেকে বিরত রাখতে" বলেছে।

    "সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত থেকে তুরস্ক পর্যন্ত এই আঞ্চলের দেশগুলোকে তেহরান বলেছে, যদি আমেরিকা ইরানকে লক্ষ্য করে, তবে ওই দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে আক্রমণ করা হবে,” নাম প্রকাশ না করার শর্তে ইরানি ওই কর্মকর্তা বলেছেন।

    ওই কর্মকর্তা আরো বলেন যে, উত্তেজনা বাড়তে থাকায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে সরাসরি যোগাযোগ স্থগিত করা হয়েছে।

    এদিকে, ইসরায়েলি একটি মূল্যায়নের বরাত দিয়ে সেখানকার একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প ইরানে হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন, যদিও এই পদক্ষেপের পরিধি এবং সময় এখনো স্পষ্ট নয়।

    কাতারের আল উদেইদে অবস্থিত কেন্দ্রীয় কমান্ডের সদর দপ্তর এবং বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের সদর দপ্তরসহ ওই অঞ্চলের বিভিন্ন জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিনী মোতায়েন রয়েছে।

    আল উদেইদ সেনা ঘাঁটি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য সেখানকার কিছু মার্কিন সেনা সদস্যকে পরামর্শ দেওয়া হয়েছে বলে কূটনীতিকদের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে রয়টার্স। তবে সূত্রগুলো এই পরিবর্তনের সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি।

  11. কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে মমতা ব্যানার্জীর মামলা টিকল না

    পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস দল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে যে মামলা দায়ের করেছিল, তা নিষ্পত্তি করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।

    আবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে তদন্তে বাধাদানের যে অভিযোগ করেছিল কেন্দ্রীয় এজেন্সি, তার শুনানি বুধবার মুলতুবি করা হয়েছে। এই একই অভিযোগ নিয়ে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টেও গেছে। সেখানে মামলাটির শুনানি হবে বৃহস্পতিবার।

    ঠিক এক সপ্তাহ আগে, আটই জানুয়ারি কয়লা ও অর্থ পাচার সংক্রান্ত একটি মামলায় তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা ‘আই-প্যাক’-এর মালিকের বাড়ি ও দফতরে তল্লাশি চালাচ্ছিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্ত শাখা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।

    ওই তল্লাশির সময়েই মুখ্যমন্ত্রী দুই জায়গাতেই পৌঁছে গিয়েছিলেন এবং তদন্তের জন্য ‘গুরুত্বপূর্ণ নথি ও বৈদ্যুতিক যন্ত্র’ নিয়ে বেরিয়ে এসেছিলেন। মিজ. ব্যানার্জী নিজেই সংবাদমাধ্যমকে একথা জানিয়েছিলেন।

    মমতা ব্যানার্জীর বিরুদ্ধে একারণেই ‘তদন্তে বাধা দেওয়া’র অভিযোগ এনেছে ইডি। আবার তৃণমূল কংগ্রেস পাল্টা মামলা করেছিল যে তাদের দলীয় নথি ইডি বাজেয়াপ্ত করে নিয়েছে।

    আদালতের খবরাখবর সংক্রান্ত ভারতীয় ওয়েবসাইট ‘লাইভ ল’ জানিয়েছে যে বুধবার কলকাতা হাইকোর্টের শুনানিতে ইডির পক্ষ থেকে অতিরিক্ত সলিসিটার জেনারেল এস ভি রাজু বিচারপতিকে জানান যে কেন্দ্রীয় এজেন্সিটি কিছুই বাজেয়াপ্ত করেনি, বরং মমতা ব্যানার্জীই নথি ও যন্ত্র নিয়ে গেছেন।

    এরপরেই তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলাটি নিষ্পত্তি করে দেয় আদালত। অন্যদিকে ইডি যে মামলা হাইকোর্টে করেছিল তদন্তে বাধা দান নিয়ে, সেই একই অভিযোগ নিয়ে তারা দেশের সর্বোচ্চ আদালতেও গেছে।

    বিচারপতি শুভ্রা ঘোষকে এটা জানানোর পরে তিনি সেই মামলাটির শুনানিও মুলতুবি করে দিয়েছেন।

    ‘লাইভ ল’ জানাচ্ছে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলাটির শুনানি নির্ধারিত হয়েছে।

  12. বাংলাদেশে 'অন অ্যারাইভাল ভিসা' আপাতত বন্ধ থাকবে: পররাষ্ট্র উপদেষ্টা

    আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে আপাতত 'অন অ্যারাইভাল ভিসা' বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

    নির্বাচনের আগে 'অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে' সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

    বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

    যেসব দেশের নাগরিকরা বাংলাদেশে এতদিন 'অন অ্যারাইভাল' বা 'আসার পর ভিসা পেয়ে এসেছেন, তাদের উদ্দেশে ইতোমধ্যে একটি বিবৃতিও প্রকাশ করতে দেখা গেছে ওইসব দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের।

    এর মধ্যে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ফেসবুক পেইজে বলা হয়েছে যে, নির্বাচনকে সামনে রেখে আগামী ১৫ই জানুয়ারি থেকে ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত একমাস বাংলাদেশ 'অন অ্যারাইভাল ভিসা' বন্ধ থাকবে।

  13. ইরানের পরিস্থিতি সম্পর্কে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে

    দুই সপ্তাহেরও বেশি সময় আগে তেহরানের রাস্তায় দোকানিদের নেমে আসার পর থেকে শুরু হওয়া অস্থিরতা এখন তীব্র আকার ধারণ করেছে। একটি মানবাধিকার গোষ্ঠীর অনুমান, সরকারি দমন-পীড়নে ২৪০০ জনেরও বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন।

    মূলত, ইরানি মুদ্রার মূল্যের তীব্র পতনের প্রতিবাদে ২৮শে ডিসেম্বর থেকে শুরু হয় বিক্ষোভ, কিন্তু পরে তা সরকারবিরোধী বিক্ষোভে পরিণত হয়, যেখানে সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির শাসনের অবসানের দাবি জানানো হচ্ছে।

    বিবিসি পার্সিয়ানের বিভিন্ন সূত্র জানিয়েছে, তেহরান ও কারাজে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং সেখান রাস্তায় বিক্ষোভকারীদের সংখ্যা কমে আসছে।

    গত বৃহস্পতিবার থেকে কর্তৃপক্ষ ইন্টারনেটও বন্ধ করে দিয়েছে, যার ফলে ইরানিরা বাইরের বিশ্বের পাশাপাশি একে অপরের সঙ্গেও যোগাযোগ করতে পারছে না।

    ফ্রান্স, স্পেন, ফিনল্যান্ড, বেলজিয়াম এবং জার্মানিসহ বেশকয়েকটি ইউরোপীয় দেশ সহিংসতার ঘটনায় ইরানি রাষ্ট্রদূতদের তলব করেছে। যুক্তরাজ্যও "ইরানি বিক্ষোভকারীদের নৃশংস হত্যাকাণ্ড" উল্লেখ করে রাষ্ট্রদূত তলব করেছে।

    তবে ইরানের প্রধান বাণিজ্যিক অংশীদার চীন, ট্রাম্পের নতুন ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা প্রত্যাখ্যান করেছে। ইরানের সঙ্গে বাণিজ্যকারী দেশগুলোর ওপর এই শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের তাদের ক্ষোভ প্রকাশ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আসছেন এবং ইরানকে সতর্ক করে বলেছেন যে ইরান যদি বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করে তবে আমেরিকা "খুব কঠোর ব্যবস্থা" নেবে।

  14. কাতারের উদেইদ ঘাঁটি থেকে কিছু সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

    কাতারে অবস্থিত আল উদেইদ সেনা ঘাঁটি ছেড়ে যাওয়ার জন্য সেখানকার মার্কিন সেনা সদস্যদের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।

    বুধবার সন্ধ্যায় তাদের আল উদেইদ সেনা ঘাঁটি ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে বলে কূটনীতিকদের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

    তবে কাতারের মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

    “এটি একটি পুনর্বিন্যাস, সরে যাওয়ার নির্দেশ নয়,” একজন কুটনীতিক বলেছেন রয়টার্সকে। তবে তিনি এই পরিবর্তনের কারণ সম্পর্কে জানেন না বলেও উল্লেখ করেছেন।

    মধ্যপ্রাচ্যে অবস্থিত সবচেয়ে বড় ওই মার্কিন সামরিক ঘাঁটিতে প্রায় ১০ হাজার সেনা রয়েছে বলে জানা যায়।

    এর আগে, গত বছরের জুনে মার্কিন হামলার জবাবে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের ওই বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান

    ইরানের বিক্ষোভকারীদের রক্ষায় যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র হামলা চালালে এবারও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান।

    এমন পরিস্থিতিতে আল উদেইদ বিমান ঘাঁটি থেকে মার্কিন সেনা সরানোর নির্দেশনা দেওয়ার খবর আসলো।

  15. সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিচার শুরুর আদেশ

    মানবতাবিরোধী অপরাধের মামলায় চাকরিচ্যুত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী আটই ফেব্রুয়ারি দিন ধার্যও করা হয়েছে।

    বুধবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করে এই আদেশ দেন।

    সেইসঙ্গে, মামলা থেকে অভিযুক্ত মি. আহসানকে অব্যাহতি চেয়ে আসামিপক্ষের আবেদন খারিজ করে দেয় ট্রাইব্যুনাল।

    আর আগে, গত ১৭ই ডিসেম্বর মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর তা উপস্থাপন করে তিনটি অভিযোগ আমলে নেওয়ার আবেদন করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। পরে সেটি আমলে নেওয়ার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

    ২০২৪ সালের পাঁচই অগাস্টের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের আমলে জিয়াউল আহসান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক পদে ছিলেন।

    পাঁচই অগাস্টের পর তাকে চাকরিচ্যুত করে গ্রেফতার দেখানো হয়।

  16. বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে আত্মরক্ষায় প্রস্তুত আছে ইরান: পররাষ্ট্রমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক এক মন্তব্যে ইরানের বেসামরিক নাগরিকদের "বিক্ষোভ অব্যাহত রাখার" আহ্বান জানানোর পর ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে দিয়েছেন যে তার দেশ "অশুভ এবং বিদেশি হস্তক্ষেপের" বিরুদ্ধে আত্মরক্ষা করবে।

    আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং ফ্রান্সের কর্মকর্তা ও মন্ত্রীদের সঙ্গে তার বিভিন্ন ফোনালাপের কথা পোস্ট করা হয়েছে।

    সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার ফোনালাপের বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আরাঘচি ইরানের অস্থিরতা সম্পর্কে কথা বলেছেন এবং "জোর দিয়েছেন যে শান্তি বিরাজ করছে"।

    "আমেরিকান কর্মকর্তাদের উসকানিমূলক বক্তব্যের কথা উল্লেখ করে, যা ইরানের অভ্যন্তরীণ বিষয়ে স্পষ্ট হস্তক্ষেপ বলে বিবেচিত হয়, আরাঘচি যেকোনো অশুভ এবং বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে জাতীয় সার্বভৌমত্ব এবং দেশের নিরাপত্তা রক্ষার জন্য ইরানি জনগণের দৃঢ় সংকল্পের উপর জোর দিয়েছেন," টেলিগ্রামে পোস্টটিতে বলা হয়েছে।

  17. থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে ২৮ জন নিহত

    থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন।

    এ ঘটনায় শিক্ষার্থীসহ আরও অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন, যাদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা যাচ্ছে।

    ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন কর্মকর্তারা।

    বুধবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে চলন্ত ট্রেনের ওপর ক্রেনটি ভেঙে পড়ে। তখন ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয় এবং আরেকটিতে আগুন ধরে যায়।

    দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পর দ্রুত সময়ের মধ্যে হতাহতদের উদ্ধার করা হয়েছে। আহতদের আশপাশের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    হতাহতদের বেশিরভাগ শিক্ষার্থীও শ্রমিক বলে বিবিসি থাই সার্ভিসের খবরে উল্লেখ করা হয়েছে।

    থাই সরকারের তথ্যমতে, ব্যাংকক থেকে ছেড়ে আসা ট্রেনটি উত্তর-পূর্ব থাইল্যান্ডের দিকে যাচ্ছিল। ছেড়ে আসার সময় ট্রেনটিতে অন্তত ১৯৫ জন যাত্রী অবস্থান করছিলেন।

    যে ক্রেনটি ভেঙে পড়েছে, সেটি থাইল্যান্ড ও চীনের মধ্যে সংযোগ স্থাপনকারী একটি উচ্চ-গতির রেল প্রকল্পের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে জানা যাচ্ছে।

    কীভাবে সেটি ভেঙে পড়ল, সেটি তদন্ত করে বের করার জন্য রেলওয়ে গভর্নরকে নির্দেশ দিয়েছে থাই সরকার।

  18. ইরানে বিক্ষোভে ২৪০০ জনেরও বেশি নিহতের দাবি

    ইরানে গত কয়েকদিনে সরকারবিরোধী বিক্ষোভের সময় দুই হাজার ৫৭১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আমেরিকা-ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি বা এইচআরএএনএ।

    মঙ্গলবার বিকেলে তাদের দেওয়া সংখ্যার তুলনায় এটি কয়েকশ জন বেশি।

    এইচআরএএনএ-এর মতে, নিহতদের মধ্যে ২৪০৩ জন বিক্ষোভকারী, ১৪৭ জন সরকার-সংশ্লিষ্ট ব্যক্তি, ১৮ বছরের কম বয়সী ১২ জন এবং নয় জন বিক্ষোভে জড়িত নন এমন বেসামরিক নাগরিক অন্তর্ভুক্ত রয়েছেন।

    বিবিসি স্বাধীনভাবে এই পরিসংখ্যান যাচাই করেনি। বিবিসিসহ বেশিরভাগ আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে ইরানের ভেতরে কাজ করতে নিষেধ করেছে দেশটির সরকার।

  19. '১২ ফেব্রুয়ারিই নির্বাচন হবে' মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা

    বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন আগামী ১২ই ফেব্রুয়ারি তারিখেই অনুষ্ঠিত হবে বলে মার্কিন কূটনীতিকদের কাছে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    মার্কিন কূটনীতিক আলবার্ট গম্বিস ও মর্স ট্যানের সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন বলে বুধবার এক খবরে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'বাসস'।

    নির্বাচনকে ঘিরে পরিকল্পিতভাবে ভুয়া খবর ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে বলে জানান অধ্যাপক ইউনূস।

    "কে কী বলল, তা বিবেচ্য নয়। ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এর এক দিন আগে বা পরে নয়," বলেন প্রধান উপদেষ্টা।

    অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও মার্কিন কূটনীতিকদের জানান তিনি।

  20. আসন সমঝোতা নিয়ে জামায়াতসহ ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত

    আসন্ন সংসদ নির্বাচনে আসন সমঝোতা নিয়ে পূর্বঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

    বুধবার দুপুরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।

    তবে ঠিক কী কারণে সংবাদ সম্মেলনটি স্থগিত করা হলো, সেটি পরিষ্কার করা হয়নি।

    "১৪ জানুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিটে আন্দোলনরত ১১ দল ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে," বিবৃতিতে বলা হয়েছে।

    আসন সমঝোতা নিয়ে সংবাদ সম্মেলনের নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে বলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে।