লাইভ, বাংলাদেশে 'অন অ্যারাইভাল ভিসা' আপাতত বন্ধ থাকবে: পররাষ্ট্র উপদেষ্টা

আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে আপাতত 'অন অ্যারাইভাল ভিসা' বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এদিকে, ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে "কঠোর পদক্ষেপ" নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে ২৪০০ জনেরও বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি করছে একটি মানবাধিকার সংস্থা। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…

সরাসরি কভারেজ

  1. কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে মমতা ব্যানার্জীর মামলা টিকল না

    তল্লাশির সময়ে পরামর্শদাতা সংস্থার দফতর থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, তল্লাশির সময়ে পরামর্শদাতা সংস্থার দফতর থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

    পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস দল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে যে মামলা দায়ের করেছিল, তা নিষ্পত্তি করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।

    আবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে তদন্তে বাধাদানের যে অভিযোগ করেছিল কেন্দ্রীয় এজেন্সি, তার শুনানি বুধবার মুলতুবি করা হয়েছে। এই একই অভিযোগ নিয়ে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টেও গেছে। সেখানে মামলাটির শুনানি হবে বৃহস্পতিবার।

    ঠিক এক সপ্তাহ আগে, আটই জানুয়ারি কয়লা ও অর্থ পাচার সংক্রান্ত একটি মামলায় তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা ‘আই-প্যাক’-এর মালিকের বাড়ি ও দফতরে তল্লাশি চালাচ্ছিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্ত শাখা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।

    ওই তল্লাশির সময়েই মুখ্যমন্ত্রী দুই জায়গাতেই পৌঁছে গিয়েছিলেন এবং তদন্তের জন্য ‘গুরুত্বপূর্ণ নথি ও বৈদ্যুতিক যন্ত্র’ নিয়ে বেরিয়ে এসেছিলেন। মিজ. ব্যানার্জী নিজেই সংবাদমাধ্যমকে একথা জানিয়েছিলেন।

    মমতা ব্যানার্জীর বিরুদ্ধে একারণেই ‘তদন্তে বাধা দেওয়া’র অভিযোগ এনেছে ইডি। আবার তৃণমূল কংগ্রেস পাল্টা মামলা করেছিল যে তাদের দলীয় নথি ইডি বাজেয়াপ্ত করে নিয়েছে।

    আদালতের খবরাখবর সংক্রান্ত ভারতীয় ওয়েবসাইট ‘লাইভ ল’ জানিয়েছে যে বুধবার কলকাতা হাইকোর্টের শুনানিতে ইডির পক্ষ থেকে অতিরিক্ত সলিসিটার জেনারেল এস ভি রাজু বিচারপতিকে জানান যে কেন্দ্রীয় এজেন্সিটি কিছুই বাজেয়াপ্ত করেনি, বরং মমতা ব্যানার্জীই নথি ও যন্ত্র নিয়ে গেছেন।

    এরপরেই তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলাটি নিষ্পত্তি করে দেয় আদালত। অন্যদিকে ইডি যে মামলা হাইকোর্টে করেছিল তদন্তে বাধা দান নিয়ে, সেই একই অভিযোগ নিয়ে তারা দেশের সর্বোচ্চ আদালতেও গেছে।

    বিচারপতি শুভ্রা ঘোষকে এটা জানানোর পরে তিনি সেই মামলাটির শুনানিও মুলতুবি করে দিয়েছেন।

    ‘লাইভ ল’ জানাচ্ছে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলাটির শুনানি নির্ধারিত হয়েছে।

  2. বাংলাদেশে 'অন অ্যারাইভাল ভিসা' আপাতত বন্ধ থাকবে: পররাষ্ট্র উপদেষ্টা

    ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর

    ছবির উৎস, Getty Images

    আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে আপাতত 'অন অ্যারাইভাল ভিসা' বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

    নির্বাচনের আগে 'অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে' সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

    বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

    যেসব দেশের নাগরিকরা বাংলাদেশে এতদিন 'অন অ্যারাইভাল' বা 'আসার পর ভিসা পেয়ে এসেছেন, তাদের উদ্দেশে ইতোমধ্যে একটি বিবৃতিও প্রকাশ করতে দেখা গেছে ওইসব দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের।

    এর মধ্যে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ফেসবুক পেইজে বলা হয়েছে যে, নির্বাচনকে সামনে রেখে আগামী ১৫ই জানুয়ারি থেকে ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত একমাস বাংলাদেশ 'অন অ্যারাইভাল ভিসা' বন্ধ থাকবে।

  3. ইরানের পরিস্থিতি সম্পর্কে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে

    গত ৯ই জানুয়ারি তেহরানের রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভের একটি দৃশ্য

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, ইন্টারনেট বন্ধ থাকায় বিশ্বের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না ইরানিরা, গত ৯ই জানুয়ারি তেহরানের রাস্তায় বিক্ষোভের একটি দৃশ্য

    দুই সপ্তাহেরও বেশি সময় আগে তেহরানের রাস্তায় দোকানিদের নেমে আসার পর থেকে শুরু হওয়া অস্থিরতা এখন তীব্র আকার ধারণ করেছে। একটি মানবাধিকার গোষ্ঠীর অনুমান, সরকারি দমন-পীড়নে ২৪০০ জনেরও বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন।

    মূলত, ইরানি মুদ্রার মূল্যের তীব্র পতনের প্রতিবাদে ২৮শে ডিসেম্বর থেকে শুরু হয় বিক্ষোভ, কিন্তু পরে তা সরকারবিরোধী বিক্ষোভে পরিণত হয়, যেখানে সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির শাসনের অবসানের দাবি জানানো হচ্ছে।

    বিবিসি পার্সিয়ানের বিভিন্ন সূত্র জানিয়েছে, তেহরান ও কারাজে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং সেখান রাস্তায় বিক্ষোভকারীদের সংখ্যা কমে আসছে।

    গত বৃহস্পতিবার থেকে কর্তৃপক্ষ ইন্টারনেটও বন্ধ করে দিয়েছে, যার ফলে ইরানিরা বাইরের বিশ্বের পাশাপাশি একে অপরের সঙ্গেও যোগাযোগ করতে পারছে না।

    ফ্রান্স, স্পেন, ফিনল্যান্ড, বেলজিয়াম এবং জার্মানিসহ বেশকয়েকটি ইউরোপীয় দেশ সহিংসতার ঘটনায় ইরানি রাষ্ট্রদূতদের তলব করেছে। যুক্তরাজ্যও "ইরানি বিক্ষোভকারীদের নৃশংস হত্যাকাণ্ড" উল্লেখ করে রাষ্ট্রদূত তলব করেছে।

    তবে ইরানের প্রধান বাণিজ্যিক অংশীদার চীন, ট্রাম্পের নতুন ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা প্রত্যাখ্যান করেছে। ইরানের সঙ্গে বাণিজ্যকারী দেশগুলোর ওপর এই শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের তাদের ক্ষোভ প্রকাশ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আসছেন এবং ইরানকে সতর্ক করে বলেছেন যে ইরান যদি বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করে তবে আমেরিকা "খুব কঠোর ব্যবস্থা" নেবে।

  4. কাতারের উদেইদ ঘাঁটি থেকে কিছু সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

    আল উদেইদ বিমান ঘাঁটি - ২০০৪ সালের ছবি

    ছবির উৎস, USAF

    ছবির ক্যাপশান, আল উদেইদ বিমান ঘাঁটি, ২০০৪ সালের ছবি

    কাতারে অবস্থিত আল উদেইদ সেনা ঘাঁটি ছেড়ে যাওয়ার জন্য সেখানকার মার্কিন সেনা সদস্যদের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।

    বুধবার সন্ধ্যায় তাদের আল উদেইদ সেনা ঘাঁটি ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে বলে কূটনীতিকদের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

    তবে কাতারের মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

    “এটি একটি পুনর্বিন্যাস, সরে যাওয়ার নির্দেশ নয়,” একজন কুটনীতিক বলেছেন রয়টার্সকে। তবে তিনি এই পরিবর্তনের কারণ সম্পর্কে জানেন না বলেও উল্লেখ করেছেন।

    মধ্যপ্রাচ্যে অবস্থিত সবচেয়ে বড় ওই মার্কিন সামরিক ঘাঁটিতে প্রায় ১০ হাজার সেনা রয়েছে বলে জানা যায়।

    এর আগে, গত বছরের জুনে মার্কিন হামলার জবাবে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের ওই বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান

    ইরানের বিক্ষোভকারীদের রক্ষায় যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র হামলা চালালে এবারও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান।

    এমন পরিস্থিতিতে আল উদেইদ বিমান ঘাঁটি থেকে মার্কিন সেনা সরানোর নির্দেশনা দেওয়ার খবর আসলো।

  5. সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিচার শুরুর আদেশ

    এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান ট্রাইব্যুনালে
    ছবির ক্যাপশান, জুলাই গণঅভ্যুত্থানের পর চাকরিচ্যুত করে গ্রেফতার দেখানো হয় জিয়াউল আহসানকে

    মানবতাবিরোধী অপরাধের মামলায় চাকরিচ্যুত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী আটই ফেব্রুয়ারি দিন ধার্যও করা হয়েছে।

    বুধবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করে এই আদেশ দেন।

    সেইসঙ্গে, মামলা থেকে অভিযুক্ত মি. আহসানকে অব্যাহতি চেয়ে আসামিপক্ষের আবেদন খারিজ করে দেয় ট্রাইব্যুনাল।

    আর আগে, গত ১৭ই ডিসেম্বর মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর তা উপস্থাপন করে তিনটি অভিযোগ আমলে নেওয়ার আবেদন করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। পরে সেটি আমলে নেওয়ার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

    ২০২৪ সালের পাঁচই অগাস্টের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের আমলে জিয়াউল আহসান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক পদে ছিলেন।

    পাঁচই অগাস্টের পর তাকে চাকরিচ্যুত করে গ্রেফতার দেখানো হয়।

  6. বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে আত্মরক্ষায় প্রস্তুত আছে ইরান: পররাষ্ট্রমন্ত্রী

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক এক মন্তব্যে ইরানের বেসামরিক নাগরিকদের "বিক্ষোভ অব্যাহত রাখার" আহ্বান জানানোর পর ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে দিয়েছেন যে তার দেশ "অশুভ এবং বিদেশি হস্তক্ষেপের" বিরুদ্ধে আত্মরক্ষা করবে।

    আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং ফ্রান্সের কর্মকর্তা ও মন্ত্রীদের সঙ্গে তার বিভিন্ন ফোনালাপের কথা পোস্ট করা হয়েছে।

    সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার ফোনালাপের বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আরাঘচি ইরানের অস্থিরতা সম্পর্কে কথা বলেছেন এবং "জোর দিয়েছেন যে শান্তি বিরাজ করছে"।

    "আমেরিকান কর্মকর্তাদের উসকানিমূলক বক্তব্যের কথা উল্লেখ করে, যা ইরানের অভ্যন্তরীণ বিষয়ে স্পষ্ট হস্তক্ষেপ বলে বিবেচিত হয়, আরাঘচি যেকোনো অশুভ এবং বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে জাতীয় সার্বভৌমত্ব এবং দেশের নিরাপত্তা রক্ষার জন্য ইরানি জনগণের দৃঢ় সংকল্পের উপর জোর দিয়েছেন," টেলিগ্রামে পোস্টটিতে বলা হয়েছে।

  7. থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে ২৮ জন নিহত

    যাত্রীবাহী ট্রেনের ওপর ভেঙে পড়া ক্রেন সরিয়ে নেওয়া হচ্ছে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন থাই কর্মকর্তারা

    থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন।

    এ ঘটনায় শিক্ষার্থীসহ আরও অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন, যাদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা যাচ্ছে।

    ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন কর্মকর্তারা।

    বুধবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে চলন্ত ট্রেনের ওপর ক্রেনটি ভেঙে পড়ে। তখন ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয় এবং আরেকটিতে আগুন ধরে যায়।

    দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পর দ্রুত সময়ের মধ্যে হতাহতদের উদ্ধার করা হয়েছে। আহতদের আশপাশের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    হতাহতদের বেশিরভাগ শিক্ষার্থীও শ্রমিক বলে বিবিসি থাই সার্ভিসের খবরে উল্লেখ করা হয়েছে।

    থাই সরকারের তথ্যমতে, ব্যাংকক থেকে ছেড়ে আসা ট্রেনটি উত্তর-পূর্ব থাইল্যান্ডের দিকে যাচ্ছিল। ছেড়ে আসার সময় ট্রেনটিতে অন্তত ১৯৫ জন যাত্রী অবস্থান করছিলেন।

    যে ক্রেনটি ভেঙে পড়েছে, সেটি থাইল্যান্ড ও চীনের মধ্যে সংযোগ স্থাপনকারী একটি উচ্চ-গতির রেল প্রকল্পের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে জানা যাচ্ছে।

    কীভাবে সেটি ভেঙে পড়ল, সেটি তদন্ত করে বের করার জন্য রেলওয়ে গভর্নরকে নির্দেশ দিয়েছে থাই সরকার।

  8. ইরানে বিক্ষোভে ২৪০০ জনেরও বেশি নিহতের দাবি

    ইরানে গত কয়েকদিনে সরকারবিরোধী বিক্ষোভের সময় দুই হাজার ৫৭১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আমেরিকা-ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি বা এইচআরএএনএ।

    মঙ্গলবার বিকেলে তাদের দেওয়া সংখ্যার তুলনায় এটি কয়েকশ জন বেশি।

    এইচআরএএনএ-এর মতে, নিহতদের মধ্যে ২৪০৩ জন বিক্ষোভকারী, ১৪৭ জন সরকার-সংশ্লিষ্ট ব্যক্তি, ১৮ বছরের কম বয়সী ১২ জন এবং নয় জন বিক্ষোভে জড়িত নন এমন বেসামরিক নাগরিক অন্তর্ভুক্ত রয়েছেন।

    বিবিসি স্বাধীনভাবে এই পরিসংখ্যান যাচাই করেনি। বিবিসিসহ বেশিরভাগ আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে ইরানের ভেতরে কাজ করতে নিষেধ করেছে দেশটির সরকার।

  9. '১২ ফেব্রুয়ারিই নির্বাচন হবে' মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা

    প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে মঙ্গলবার রাতে যমুনায় দেখা করেন সাবেক মার্কিন ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অ্যালবার্ট গম্বিস এবং অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মর্স ট্যান

    ছবির উৎস, CA Press Wing

    ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে মঙ্গলবার রাতে যমুনায় দেখা করেন সাবেক মার্কিন ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অ্যালবার্ট গম্বিস এবং অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মর্স ট্যান

    বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন আগামী ১২ই ফেব্রুয়ারি তারিখেই অনুষ্ঠিত হবে বলে মার্কিন কূটনীতিকদের কাছে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    মার্কিন কূটনীতিক আলবার্ট গম্বিস ও মর্স ট্যানের সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন বলে বুধবার এক খবরে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'বাসস'।

    নির্বাচনকে ঘিরে পরিকল্পিতভাবে ভুয়া খবর ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে বলে জানান অধ্যাপক ইউনূস।

    "কে কী বলল, তা বিবেচ্য নয়। ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এর এক দিন আগে বা পরে নয়," বলেন প্রধান উপদেষ্টা।

    অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও মার্কিন কূটনীতিকদের জানান তিনি।

  10. আসন সমঝোতা নিয়ে জামায়াতসহ ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত

    ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলনের ফাইল ছবি

    আসন্ন সংসদ নির্বাচনে আসন সমঝোতা নিয়ে পূর্বঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

    বুধবার দুপুরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।

    তবে ঠিক কী কারণে সংবাদ সম্মেলনটি স্থগিত করা হলো, সেটি পরিষ্কার করা হয়নি।

    "১৪ জানুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিটে আন্দোলনরত ১১ দল ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে," বিবৃতিতে বলা হয়েছে।

    আসন সমঝোতা নিয়ে সংবাদ সম্মেলনের নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে বলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে।

  11. বিক্ষোভ-অবরোধে ঢাকার একাধিক সড়কে যানচলাচল বন্ধ, তীব্র যানজট

    রাস্তায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা

    ছবির উৎস, TV Screen Grab

    ছবির ক্যাপশান, দাবি মানা না পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা

    বিভিন্ন দাবিতে ঢাকা ফার্মগেট, সায়েন্সল্যাব, মহাখালীসহ পাঁচটি গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ওইসব এলাকায় তীব্র যানজট সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

    সহপাঠী হত্যার বিচারের দাবিতে বুধবার সকাল ১১টার দিকে ফার্মগেট মোড়ে বিক্ষোভ শুরু করেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা।

    এরপর দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে টেকনিক্যাল, মহাখালী, সায়েন্সল্যাব এবং তাঁতীবাজার মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সাত কলেজের শিক্ষার্থীরা।

    দাবি মানা না পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।

    এতে ওইসব এলাকায় যান চলাচল ব্যাহত হয়। ফলে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে দেখা যান গণপরিবহনসহ বিভিন্ন যানবাহনের যাত্রীদের।

    পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু বিকেল তিনটা পর্যন্ত ঢাকার বিভিন্ন সড়কে তীব্র যানজট লক্ষ্য করা গেছে।

  12. ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়া হলে ‘কঠোর ব্যবস্থার’ হুঁশিয়ারি ট্রাম্পের

    ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ডোনাল্ড ট্রাম্প

    ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে "কঠোর পদক্ষেপ" নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

    "সকল ইরানি দেশপ্রেমিকদের প্রতি বলছি, প্রতিবাদ চালিয়ে যান," মঙ্গলবার মিশিগানে এক ভাষণে বলেন ডোনাল্ড ট্রাম্প।

    তিনি ইরানিদের “প্রতিষ্ঠান দখল” করার এবং “খুনি ও নির্যাতনকারীদের” নাম মনে রাখার আহ্বান জানিয়েছেন, কারণ হিসেবে তিনি বলছেন–– তাদের “খুব বড় মূল্য দিতে হবে”।

    ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারী বেসামরিক নাগরিকদের উদ্ধারে যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে বলে আবারও প্রতিশ্রুতি দেন তিনি। ট্রাম্প বলেন, "সাহায্য আসছে"।

    বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ যখন এই বিষয়ে স্পষ্ট করে জানতে চায়, তখন ট্রাম্প বলেন, "বিভিন্ন দিক থেকে নানা ধরনের সাহায্য আসছে। আমাদের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন আকারে অর্থনৈতিক সাহায্য আসছে, তবে আমরা ইরানকে খুব বেশি সাহায্য করব না”।

    ইরানে বিক্ষোভকারীদের নিহতের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, "এটি বেশ উল্লেখযোগ্য সংখ্যা বলে মনে হচ্ছে"।

    বুধবার বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা রয়েছে এমন প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, "যদি তারা এমন কাজ করে তবে আমেরিকা খুব কঠোর ব্যবস্থা নেবে"।

  13. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে