কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে মমতা ব্যানার্জীর মামলা টিকল না

ছবির উৎস, Getty Images
পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস দল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে যে মামলা দায়ের করেছিল, তা নিষ্পত্তি করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।
আবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে তদন্তে বাধাদানের যে অভিযোগ করেছিল কেন্দ্রীয় এজেন্সি, তার শুনানি বুধবার মুলতুবি করা হয়েছে। এই একই অভিযোগ নিয়ে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টেও গেছে। সেখানে মামলাটির শুনানি হবে বৃহস্পতিবার।
ঠিক এক সপ্তাহ আগে, আটই জানুয়ারি কয়লা ও অর্থ পাচার সংক্রান্ত একটি মামলায় তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা ‘আই-প্যাক’-এর মালিকের বাড়ি ও দফতরে তল্লাশি চালাচ্ছিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্ত শাখা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।
ওই তল্লাশির সময়েই মুখ্যমন্ত্রী দুই জায়গাতেই পৌঁছে গিয়েছিলেন এবং তদন্তের জন্য ‘গুরুত্বপূর্ণ নথি ও বৈদ্যুতিক যন্ত্র’ নিয়ে বেরিয়ে এসেছিলেন। মিজ. ব্যানার্জী নিজেই সংবাদমাধ্যমকে একথা জানিয়েছিলেন।
মমতা ব্যানার্জীর বিরুদ্ধে একারণেই ‘তদন্তে বাধা দেওয়া’র অভিযোগ এনেছে ইডি। আবার তৃণমূল কংগ্রেস পাল্টা মামলা করেছিল যে তাদের দলীয় নথি ইডি বাজেয়াপ্ত করে নিয়েছে।
আদালতের খবরাখবর সংক্রান্ত ভারতীয় ওয়েবসাইট ‘লাইভ ল’ জানিয়েছে যে বুধবার কলকাতা হাইকোর্টের শুনানিতে ইডির পক্ষ থেকে অতিরিক্ত সলিসিটার জেনারেল এস ভি রাজু বিচারপতিকে জানান যে কেন্দ্রীয় এজেন্সিটি কিছুই বাজেয়াপ্ত করেনি, বরং মমতা ব্যানার্জীই নথি ও যন্ত্র নিয়ে গেছেন।
এরপরেই তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলাটি নিষ্পত্তি করে দেয় আদালত। অন্যদিকে ইডি যে মামলা হাইকোর্টে করেছিল তদন্তে বাধা দান নিয়ে, সেই একই অভিযোগ নিয়ে তারা দেশের সর্বোচ্চ আদালতেও গেছে।
বিচারপতি শুভ্রা ঘোষকে এটা জানানোর পরে তিনি সেই মামলাটির শুনানিও মুলতুবি করে দিয়েছেন।
‘লাইভ ল’ জানাচ্ছে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলাটির শুনানি নির্ধারিত হয়েছে।










