করোনা ভাইরাস: নয় মাস পরে সাড়ে তিন হাজার ছাড়াল শনাক্তের সংখ্যা

ছবির উৎস, Getty Images
বাংলাদেশে নয় মাস পরে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৫৪ জন।
এর আগে সর্বশেষ ১৫ই জুলাই নতুন রোগী শনাক্ত হয়েছিল ৩ হাজার ৫৩৩ জন।
বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।
বাংলাদেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত হলেন ৫ লাখ ৭৭ হাজার ২৪১ জন।
গত বছরের মার্চের ৮ তারিখে বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।
এরপরের দুই মাস দৈনিক শনাক্তের সংখ্যা তিন অংকের মধ্যে থাকলেও সেটা বাড়তে বাড়তে জুলাই মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
করোনা আক্রান্তের সংখ্যা গত বছরের জুলাই মাসের পর থেকে কমে এলেও, এই বছরের মার্চ মাস থেকে আবার বাড়তে শুরু করেছে।
গত বছর দোসরা জুলাই সর্বোচ্চ ৪০১৯ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়।
আরও পড়তে পারেন:

ছবির উৎস, Getty Images
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৮ জনের। সোমবার মৃত্যু হয়েছিল ৩০ জনের। এর আগে এ বছরের জানুয়ারি মাসের ৭ তারিখে ৩১জন মারা যায় ।
এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হলো ৮ হাজার ৭৩৮ জনের।
ফেব্রুয়ারির মাঝামাঝি সংক্রমণের হার তিন শতাংশের নিচে নেমে আসে, দৈনিক শনাক্তের সংখ্যা ছিল তিনশ জনেরও কম।
বর্তমানে করোনা আক্রান্তের হার ১৩.৬৯ শতাংশ।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন করোনাভাইরাসের ভয়াবহতা সম্পর্কে মানুষের উদাসীনতা এবং স্বাস্থ্যবিধি মেনে না চলা এই ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির একটা বড় কারণ।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১,৮৩৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫,২৫,৯৯৪ জন।
ঢাকার ৫টি হাসপাতালকে প্রস্তুত থাকার নির্দেশ:
করোনা সংক্রমনের চলমান উল্লম্ফন সরকারকেও চিন্তিত করছে।
'অতীব জরুরি' এক চিঠিতে স্বাস্থ্য মন্ত্রনালয় 'সংক্রমন পরিস্থিতির সম্ভাব্য সঙ্কটময় অবস্থা' সামাল দিতে ঢাকার পাঁচটি হাসপাতাল ও চিকিৎসাসেবা কেন্দ্রকে সার্বিকভাবে প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে।
হাসপাতালগুলো হচ্ছে:
১. লালকুঠি হাসাপাতাল, মিরপুর
২. ঢাকা মহানগর হাসপাতাল, বাবুবাজার
৩. শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, শেরে বাংলা নগর
৪. ডিএনসিসি কোনা আইসোলেশন সেন্টার, মহাখালী
৫. সরকারি কর্মচারী হাসপাতাল, ফুলবাড়িয়া








