যৌন হামলার অভিযোগে শ্রীলংকা বিশ্বকাপ দলের ক্রিকেটার গ্রেপ্তার

দানুশকা গুনাথিলাকা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, যৌন হামলার অভিযোগে শ্রীলংকার ক্রিকেটার দানুশকা গুনাথিলাকাকে সিডনিতে গ্রেপ্তার করেছে অস্ট্রেলিয়ার পুলিশ

অস্ট্রেলিয়ায় চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে শ্রীলংকা দলের সদস্য দানুশকা গুনাথিলাকাকে যৌন হামলার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে।

গুনাথিলাকার বিরুদ্ধে সম্মতি ছাড়াই চার দফা যৌন সংগমে লিপ্ত হওয়ার অভিযোগ আনা হয়েছে।

সিডনির একটি আদালত তার জামিনের জন্য তাৎক্ষণিক এক আবেদন নাকচ করে দিয়েছে।

সিডনির যে হোটেলে শ্রীলংকা দল অবস্থান করছে সেখান থেকে স্থানীয় সময় রোববার ভোর একটার দিকে পুলিশ ৩১ বছরের গুনাথিলাকাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

দোসরা নভেম্বর ২৯ বছর বয়সী এক নারীর ওপর যৌন হামলা করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের পুলিশ জানিয়েছে একটি ডেটিং অ্যাপে কয়েকদিন ধরে আলাপের পর ঐ নারীর সাথে দেখা করেন গুনাথিলাকা।

শনিবার সিডনিতে ইংল্যান্ডের কাছেে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় শ্রীলংকা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, শনিবার সিডনিতে ইংল্যান্ডের কাছেে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় শ্রীলংকা। কয়েক ঘন্টার মধ্যেই টিম হোটেল থেকে গ্রেপ্তার করা হয় দানুশকা গুনাথিলাকাকে

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি ছিল এই টুর্নামেন্টে শ্রীলংকা দলের শেষ ম্যাচ। ম্যাচটি শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরেই দলের এক ক্রিকেটারকে গ্রেপ্তারের এই ঘটনা ঘটে। গত ২০ অক্টোবর আহত হবার পর গুনাথিলাকাকে দলের বাইরে রাখা হয়। কিন্তু অস্ট্রেলিয়ার সাথে ম্যাচে তিনি আবারও দলে জায়গা পান।

শ্রীলংকা ক্রিকেট বোর্ডের এক বিবৃতিকে বলা হয়েছে – “আইসিসির (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) পক্ষ থেকে শ্রীলংকা ক্রিকেটকে নিশ্চিত করা হয়েছে যে সিডনিতে এক নারীর ওপর যৌন হামলার অভিযোগে ক্রিকেটার দানুশকা গুনাথিলাকাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামিকাল ৭ই নভেম্বর তাকে আদালতে নেয়ার কথা রয়েছে।“

বিবৃতিতে আরও বলা হয়েছে –“আদালতে এ নিয়ে কী হয়, সেদিকে এসএলসি (শ্রীলংকা ক্রিকেট বোর্ড) গভীর দৃষ্টি রাখবে। সেইসাথে, আইসিসির সাথে পরামর্শক্রমে দ্রুত এই অভিযোগের তদন্ত করা হবে, এবং দোষী সাব্যস্ত হলে ঐ ক্রিকেটারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।“