পত্রিকা: 'অসন্তোষ রেখেই সমঝোতা'

পত্রিকা
ছবির ক্যাপশান, পত্রিকা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি জামায়াতের নেতৃত্বে ১১ দল; বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের মধ্যে সমঝোতায় আবার শুরু হচ্ছে বিপিএল; 'জুলাই যোদ্ধা'দের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন–– এসব খবর আজ ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় গুরুত্ব পেয়েছে।

ঢাকা থেকে প্রকাশিত আজকের পত্রিকার খবর - অসন্তোষ রেখেই সমঝোতা

আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এই অবস্থায় জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৫৩ আসনে জোটের প্রার্থী ঘোষণা করা হয়েছে। ফলে ঝুলে থাকল ৪৭টি আসন।

তিনটি দলের আসনের ভাগ জানানো হয়নি। তাদের সঙ্গে আলোচনা চলছে। দল তিনটি হলো- বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ১১ দলীয় জোটের মধ্যে আট দলের কে কতটি আসনে লড়বে, তা জানান।

ঘোষণা অনুযায়ী, জোটের সবচেয়ে বড় দল জামায়াত ১৭৯টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি, নেজামে ইসলাম পার্টি ২টি, এবি পার্টি ৩টি এবং ডেভেলপমেন্ট পার্টি ২টি আসনে জোটের পক্ষে ভোটে লড়বে।

খবরটিতে বলা হয়, গতকাল দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছাড়াই জরুরি বৈঠক করেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের নেতারা। আসন ভাগাভাগি নিয়ে সমঝোতা না হওয়ায় ইসলামী আন্দোলনের নেতারা ওই বৈঠকে যাননি।

পরে সন্ধ্যায় সংবাদ সম্মেলন শুরুর নির্ধারিত সময়ের পর পৌনে এক ঘণ্টা ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করা হয়। এরপর বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের সঞ্চালনায় সংবাদ সম্মেলন শুরু হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করীমের জন্য আসন বরাদ্দ রাখলেও তিনি না আসায় আসনটিতে বসেন মামুনুল হক।

এদিকে ইসলামী আন্দোলন আজ শুক্রবার বেলা ৩টায় জোটের বিষয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে। রাজধানীর পুরানা পল্টনে নিজেদের কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন হবে জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছেন দলের প্রচার সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ।

আজকের পত্রিকা
ছবির ক্যাপশান, আজকের পত্রিকা
নিউ এইজ
স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

নিউ এইজ পত্রিকার আজকের প্রধান খবর- Indemnity ord for July activists okayed অর্থাৎ জুলাই গণ–অভ্যুত্থানের অংশগ্রহণকারীদের দায়মুক্তিতে অধ্যাদেশ অনুমোদন।

অন্তর্বর্তী সরকার জুলাই গণ–অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা দিতে 'জুলাই গণ–অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ ২০২৬'-এর খসড়া অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, এই অধ্যাদেশের মাধ্যমে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের রাজনৈতিক প্রতিরোধের অংশ হিসেবে করা কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি দেওয়া হবে।

তিনি বলেন, ফ্যাসিবাদী সরকার উৎখাত ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠিত কার্যক্রমের আওতায় জুলাই ও আগস্ট ২০২৪-এ সংঘটিত কর্মকাণ্ডে তাদের বিরুদ্ধে ফৌজদারি দায় আরোপ করা যাবে না।

এ সময়ের মধ্যে রাজনৈতিক প্রতিরোধের অংশ হিসেবে করা কর্মকাণ্ডের কারণে যদি কোনো মামলা হয়ে থাকে, সেগুলো প্রত্যাহার করা হবে এবং ভবিষ্যতেও নতুন করে মামলা দায়ের করা যাবে না বলে জানান তিনি।

তবে ব্যক্তিগত স্বার্থ, লোভ বা প্রতিশোধের উদ্দেশ্যে সংঘটিত হত্যা বা অন্যান্য অপরাধ এই অধ্যাদেশের আওতায় পড়বে না। এমন অপরাধে জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি দায় বহাল থাকবে বলেও স্পষ্ট করেন আইন উপদেষ্টা।

টাইমস অফ বাংলাদেশ
ছবির ক্যাপশান, টাইমস অফ বাংলাদেশ

টাইমস অফ বাংলাদেশ পত্রিকার প্রথম পাতার খবর- নারী প্রার্থীদের লক্ষ্য করে ডিজিটাল হয়রানি বাড়ছে

ঝালকাঠি-১ আসনের এনসিপি প্রার্থী মাহমুদা মিতু সহ দেশের নারী প্রার্থীরা নির্বাচনের আগে অনলাইন হয়রানির শিকার হচ্ছেন। ব্যক্তিগতভাবে আক্রমণ, ভুয়া তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি অশ্লীল ছবিসহ এই হামলা প্রতিদিনের অভিজ্ঞতায় পরিণত হয়েছে।

মিতু বলেন, এই হামলা সাধারণ নয়, বরং নারীদের রাজনৈতিকভাবে নির্যাতন ও প্রকাশ্যে আসা থেকে দূরে রাখতে উদ্দেশ্যপ্রণোদিত। অনেক দাবিকে ফ্যাক্ট-চেক প্ল্যাটফর্ম ভণ্ডুল প্রমাণ করলেও ক্ষতি তখনও হয়ে গেছে, কারণ আসল ভুয়া তথ্যের মতো প্রচারের পরিসরে সংশোধন পৌঁছায় না।

নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন দলভেদে নারী প্রার্থীদের বিরুদ্ধে সংগঠিত সাইবারবুলিং, যৌন হয়রানি ও চরিত্রহানি আরও তীব্র হয়ে উঠেছে।

নয়া দিগন্ত

নয়া দিগন্ত পত্রিকার আজকের প্রধান খবর- এস আলমের ব্যাংক লুটের দায় আমানতকারীর ঘাড়ে

এই প্রতিবেদনে দাবি করা হচ্ছে, বাংলাদেশের ব্যাংকিং খাত আজ এক গভীর নৈতিক ও প্রাতিষ্ঠানিক সঙ্কটের মুখোমুখি। কেন্দ্রীয় ব্যাংকের 'রেজোলিউশন স্কিম' নামের সিদ্ধান্তে কার্যত এস আলম গ্রুপকেন্দ্রিক ব্যাংক লুটের দায় চাপানো হয়েছে সাধারণ আমানতকারীদের ওপর।

দুই বছরের মুনাফা বাতিল এবং আমানতে সরাসরি হেয়ারকাট আরোপের এই পদক্ষেপ শুধু আর্থিক নয়, বরং নীতিগত ও নৈতিকভাবে অত্যন্ত বিতর্কিত। প্রশ্ন উঠেছে– চুরির দায় কেন ভুক্তভোগীর ঘাড়ে চাপানো হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের নোটিশে বলা হয়েছে, রেজোলিউশন স্কিমের 'অভিন্ন ও সুষ্ঠু বাস্তবায়ন' নিশ্চিত করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। ব্যাংকগুলোকে দ্রুততম সময়ে আমানত হিসাব পুনর্গণনা সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে।

কিন্তু বাস্তবতা অন্যরকম। এই 'সুষ্ঠু বাস্তবায়ন' সবচেয়ে বেশি অসুষ্ঠু প্রমাণিত হয়েছে সাধারণ আমানতকারীদের জন্য। যারা ব্যাংকের পরিচালনা পর্ষদে ছিলেন না, ঋণগ্রহণে জড়িত ছিলেন না, বা কোনো অনিয়মে যুক্ত ছিলেন না তারাই আজ আর্থিক শাস্তির মুখে পড়ছেন।

দ্য ডেইলি স্টার
ছবির ক্যাপশান, দ্য ডেইলি স্টার

দ্য ডেইলি স্টার পত্রিকার শেষ পাতার খবর- Govt in many cases became hostage to 'extremist group' অর্থাৎ 'চরমপন্থী গোষ্ঠীর কাছে অনেক ক্ষেত্রে জিম্মি ছিল অন্তর্বর্তী সরকার'।

অন্তর্বর্তী সরকার অনেক ক্ষেত্রে চরমপন্থী গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে পড়েছিল বলে মন্তব্য করেছেন সিপিডির ডিস্টিংগুইশড ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, নতুন শক্তির কথা বলা হলেও বাস্তবে সরকার সঠিকভাবে কাজ করতে পারেনি এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এমন পরিস্থিতিতে তারা নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজন করতে পারবে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

নাগরিক প্ল্যাটফর্ম ফর এসডিজিসের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, বাংলাদেশে সংস্কার উদ্যোগ বারবার ব্যর্থ হয়েছে, কারণ এসব সংস্কার কেবল প্রাতিষ্ঠানিক কাঠামোর ওপরিভাগে সীমাবদ্ধ ছিল। গণতন্ত্রকে রক্ষায় প্রয়োজনীয় সামাজিক ও অর্থনৈতিক শক্তিগুলো সংগঠিত ও ক্ষমতাবান না হলে প্রকৃত রাজনৈতিক পরিবর্তন সম্ভব নয়। তার মতে, গণতন্ত্রপন্থী শক্তিকে সংগঠিত না করতে পারলে সংস্কার আবারও স্বার্থান্বেষী মহল ও পুরোনো রাজনীতির দখলে চলে যাবে।

প্রথম আলো
ছবির ক্যাপশান, প্রথম আলো

বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ২১শে জানুয়ারি থেকে এটি কার্যকর হচ্ছে। তবে পর্যটক বা স্বল্পমেয়াদি ভিসাধারীরা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না।

এতে বাংলাদেশে কতটা প্রভাব পড়তে পারে, কারা ক্ষতিগ্রস্ত হবেন আর কারা উপকৃত হবেন- এসব জানতে যুক্তরাষ্ট্রের তিনজন অভিবাসনবিষয়ক আইনজীবীর সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তারা বলেছেন, এতে লাখো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হবেন। কারণ, অনেকের পরিবারের সদস্যকে সে দেশে নেওয়ার আবেদন জমা ছিল। অনেকে আবেদনের অপেক্ষায় ছিলেন।

যুক্তরাষ্ট্রের অভিবাসন বিভাগে মূলত দুই ধরনের ভিসা রয়েছে। একটি হলো ইমিগ্রান্ট বা অভিবাসী ভিসা, অন্যটি হলো নন-ইমিগ্রান্ট ভিসা। অভিবাসী ভিসা হলো সেই ভিসা, যার মাধ্যমে কেউ সরাসরি গ্রিন কার্ড নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে এবং স্থায়ী বাসিন্দা হয়। এর মধ্যে পড়ে পরিবারভিত্তিক গ্রিন কার্ড, স্বামী-স্ত্রী, বাবা-মা, সন্তান, ভাই-বোন এবং কর্মভিত্তিক স্থায়ী বসবাসের অনুমোদন।

মানবজমিন
ছবির ক্যাপশান, মানবজমিন

মানবজমিন পত্রিকার প্রধান খবর - সপরিবারে যমুনায় গেলেন তারেক রহমান

এই প্রতিবেদনে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় যান তারেক রহমান। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ সাক্ষাতে দেশের চলমান পরিস্থিতি ও আসন্ন নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে তারা একসঙ্গে ডিনারে অংশ নেন এবং রাত ৯টার পর যমুনা ত্যাগ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এ সময় প্রফেসর মুহাম্মদ ইউনূস ও তার কন্যা দিনা ইউনূসের সঙ্গে তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা পারিবারিক কুশল বিনিময় করেন।

দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের এটি প্রথম সাক্ষাৎ।

দেশ রূপান্তর
ছবির ক্যাপশান, দেশ রূপান্তর

দেশ রূপান্তর পত্রিকার আজকের খবর- ভোটের ঝুঁকি পলাতক সন্ত্রাসীরা

ত্রয়োদশ সংসদ নির্বাচনের বাকি আর ২৬ দিন। কয়েক দিনে সারা দেশে সন্ত্রাসীদের গুলিতে ডজনখানেক খুনের ঘটনা ঘটেছে। অপরাধ নিয়ন্ত্রণে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আশ্বাস ব্যক্ত করলেও উদ্বেগ-আতঙ্ক কাটেনি, উৎকণ্ঠাও কমেনি। এরই মধ্যে ঢাকায় ৩৯৬ অস্ত্রধারী সন্ত্রাসীর তালিকা করেছে পুলিশের একটি বিশেষ ইউনিট।

পুলিশ জানিয়েছে, তালিকার অধিকাংশই আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী মামলাসহ আগের একাধিক অস্ত্র ও সন্ত্রাসবিরোধী আইনের মামলা রয়েছে। তালিকাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিন্তু এদের ধারে-কাছেও ঘেঁষতে পারছে না পুলিশ। ফলে নির্বাচনকালে ঝুঁকি থেকেই যাচ্ছে।

বণিক বার্তা
ছবির ক্যাপশান, বণিক বার্তা

বণিক বার্তা পত্রিকার আজকের খবর- ৩৫ বছর ধরে কৃষি খাতে কোনো সংস্কার নেই

এই খবরে বলা হচ্ছে- বাংলাদেশে কৃষিজমি ক্রমেই কমছে এবং বিদ্যমান জমির বড় অংশ উৎপাদনশীলভাবে ব্যবহৃত হচ্ছে না। উল্লেখযোগ্যসংখ্যক কৃষক ভূমিহীন বর্গাচাষী, ন্যায্য মজুরি ও ফসলের উপযুক্ত দাম থেকে বঞ্চিত।

উৎপাদন ব্যয় বাড়লেও কৃষকের আয় বাড়ছে না; কৃষি উপকরণে বহুজাতিক কোম্পানির ওপর নির্ভরতা এবং যান্ত্রিকীকরণে পিছিয়ে থাকা পরিস্থিতিকে আরও জটিল করেছে। ফলে কৃষি খাতের উৎপাদনশীলতা ও প্রবৃদ্ধি কমছে, বিপরীতে খাদ্যশস্য আমদানি বাড়ছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো যেখানে প্রযুক্তিনির্ভর, উচ্চমূল্যের ও টেকসই কৃষির দিকে এগোচ্ছে, বাংলাদেশ সেখানে পুরোনো কাঠামোগত সমস্যায় আটকে আছে। ১৯৯০-এর দশকে কৃষি সংস্কারের কিছু কার্যকর উদ্যোগ নেওয়া হলেও গত ৩৫ বছরে এ খাতে আর কোনো বড় ধরনের পর্যালোচনা বা সংস্কার হয়নি।

সাম্প্রতিক গণ-অভ্যুত্থানের পরও কৃষি খাত সংস্কারে আলাদা কমিশন গঠিত না হওয়ায় এ খাতের দীর্ঘমেয়াদি সংকট আরও প্রকট হয়ে উঠছে।

কালের কণ্ঠ
ছবির ক্যাপশান, কালের কণ্ঠ

এই খবরে বলা হচ্ছে- মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের বাইশ গজের চারপাশে একা একা উদ্দেশ্যহীনভাবে পায়চারি করছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। গতকাল দুপুরে যখনকার ঘটনা এটি, ততক্ষণে ক্রিকেটারদের বর্জনের ডাকে বাংলাদেশের ক্রিকেট রীতিমতো অচল হয়ে পড়েছে।

বোর্ডের কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে খেলোয়াড়রা এমনই অটল ছিলেন যে বিপিএলের দুপুর ১টার ম্যাচ খেলতে হোটেল থেকে চট্টগ্রাম রয়ালস ও নোয়াখালী এক্সপ্রেসের টিম বাস ছাড়েনি।

ওই সময়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা বরং সংবাদ সম্মেলন করার জন্য জড়ো হচ্ছিলেন বনানীর এক হোটেলে।

সেখান থেকে ক্রিকেটারদের সংস্থা কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে তারা অনড় অবস্থান পুনর্ব্যক্ত করার পর সন্ধ্যার ম্যাচ খেলতে মাঠে আসেনি রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসও। তাই ২০১৯ সালের অক্টোবরে সাকিব আল হাসানের নেতৃত্বে খেলোয়াড় বিদ্রোহের পর বাংলাশের ক্রিকেট আরেকবার পড়ে অচলাবস্থার মধ্যে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার সঙ্গে যোগ হওয়া এই সমস্যার সমাধান হতে হতে গতকাল মধ্যরাত পেরিয়ে যায়।

মধ্যরাতে সমাধান, মাঠে ফিরছে ক্রিকেটমধ্যরাতে কোয়াব সভাপতি মিঠুন ও বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে সংবাদ সম্মেলনে এসে অচলাবস্থা নিরসনের ঘোষণা দেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান।