মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে 'রাষ্ট্রের শত্রু' বলে আখ্যায়িত করলেন ডোনাল্ড ট্রাম্প

পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী সমাবেশে মি. ট্রাম্প

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী সমাবেশে মি. ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে "এনিমি অব দ্য স্টেট" বা "রাষ্ট্রের শত্রু" বলে আখ্যায়িত করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে শনিবার এক নির্বাচনী সমাবেশে মি. ট্রাম্প অভিযোগ করেন, তার বিরুদ্ধে ফেডারেল তদন্ত সংস্থা এফবিআইকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন প্রেসিডেন্ট বাইডেন ।

অগাস্ট মাসে ফ্লোরিডা অঙ্গরাজ্যে মি. ট্রাম্পের বাড়ি থেকে গোপন দলিলপত্র উদ্ধারের জন্য এজেন্টদের হানা দেবার ঘটনার পর এই প্রথম তিনি কোন জনসমাবেশে বক্তৃতা করলেন।

রিপাবলিকান পার্টির ওই সমাবেশে মি. ট্রাম্প তার বাড়িতে এফবিআই-এর ওই হানাকে আমেরিকান ইতিহাসে কোন প্রশাসনের "ক্ষমতার অপব্যবহারের এক হতবাক-করার-মতো নজির" বলে বর্ণনা করেন।

বিবিসি বাংলায় সম্পর্কিত খবর:

পেনসিলভানিয়ার সমাবেশে ট্রাম্প-সমর্থকদের উল্লাস

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, শনিবার পেনসিলভানিয়ার সমাবেশে ট্রাম্প-সমর্থকদের উল্লাস

এ বছর নভেম্বর মাসেই যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন হবে । তার আগে এই দুই নেতাই পরস্পরকে আক্রমণ করে বক্তব্য দিচ্ছেন।

পেনসিলভানিয়ার উইলকিস-বারের এই সভাটি ছিল দু'জন প্রার্থীর প্রচারাভিযানের অংশ। এদের একজন ড. মেহমেত ওজ সেনেটর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং অপরজন সেনেটর ডগ মাস্ট্রিয়ানো লড়বেন পেনসিলভানিয়ার পরবর্তী গভর্নর হবার জন্য।

এ নির্বাচনের ফলাফলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা - যা ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ওপরও প্রভাব ফেলতে পারে।

ডোনাল্ড ট্রাম্প

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, ডোনাল্ড ট্রাম্প

প্রেসিডেন্ট বাইডেন কয়েকদিন আগে এই নির্বাচনী এলাকাতেই দেয়া এক ভাষণে অভিযোগ করেন যে মি. ট্রাম্প এবং তার 'মেক আমেরিকা গ্রেট এগেইন' বা 'ম্যাগা' আন্দোলন আমেরিকান গণতন্ত্রের প্রতি এক চরমপন্থী হুমকি।

তবে মি. ট্রাম্প তার প্রায় দু'ঘন্টাব্যাপী বক্তৃতায় এ অভিযোগ অস্বীকার করে বলেন, আসল হুমকি হচ্ছে বামপন্থীরা।

মি. ট্রাম্প - জো বাইডেনের ওই ভাষণকে "কোন আমেরিকান প্রেসিডেন্টের দেয়া সর্বকালের সবচেয়ে ঘৃণাপূর্ণ এবং বিভক্তি সৃষ্টিকারী বক্তৃতা" বলে আখ্যায়িত করেন।

তার ভাষণের এক পর্যায়ে মি. ট্রাম্প দাবি করেন, তার বাড়িতে সরকারি অতিগোপন দলিলপত্র পাওয়া যাবার ঘটনার তদন্ত হলে তা এমন প্রতিক্রিয়ার জন্ম দেবে যা আমেরিকায় কখনো দেখা যায়নি।

বিবিসি বাংলায় আজকের আরো খবর: